1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুয়েত ও সৌদি আরব থেকে ৮শ' শ্রমিক ফেরত

হারুন উর রশীদ স্বপন৩১ জুলাই ২০০৮

সোমবার কুয়েতে বাংলাদেশের শ্রমিকরা বেতন ভাতার দাবীতে ধমর্ঘট করলে সেখানকার পুলিশ তাদের লাঠিপেটা ও গ্রেফতার করে৷ বুধবার থেকে কুয়েত সরকার সেখানে কর্মরত বৈধ বাংলাদেশী শ্রমিকদের জোর করে দেশে পাঠানো শুরু করেছে৷

https://p.dw.com/p/Eo3V
কুয়েতে বাংলাদেশী শ্রমিকদের উপর নির্যাতনছবি: AP

বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত কয়েকদফায় মোট মোট সাড়ে ৫শ' শ্রমিক ঢাকায় এসে পৌছেছেন৷ তারা বিমান বন্দরে ডয়চে ভেলেকে জানান, নির্মম নির্যাতনে কারুর মাথা ফেটে গেছে আবার কেউবা মেরুদন্ডে গুরুতর আঘাত পেয়েছেন৷ সেখানে আরে প্রায় ১ হাজার শ্রমিককে পুলিশ আটকে রেখেছে৷

Kuwait- Bangladeshi Embassy
বাংলাদেশী শ্রমিকদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে কুয়েত পুলিশছবি: AP

এদিকে কুয়েতের ঘটনার প্রতিক্রিয়ায় সৌদি আরবও জোর করে বাংলাদেশী বৈধ শ্রমিকদের ফেরত পাঠাতে শুরু করেছে৷ সৌদি সরকার এ পর্যন্ত আড়াইশ লোককে ফেরত পাঠিয়েছে৷ ফেরত আসা শ্রমিকরা জানান, তাদের পাওনা টাকা না দিয়ে এক কাপড়ে ফেরত পাঠানো হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য