1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার জার্মান পূর্বপুরুষ

আব্দুল্লাহ আল-ফারুক২৪ জুলাই ২০০৮

মার্কিন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামার বার্লিন সফরের মুখে জোর খবর৷ তাঁর পূর্বপুরুষদের মধ্যে জার্মানও আছে৷ এই তথ্য দিয়েছে সম্ভ্রান্ত জার্মান সাপ্তাহিক ডি সাইট৷

https://p.dw.com/p/Ej1Z
ওবামার পূর্বপুরুষদের মধ্যে জার্মানও আছেছবি: AP

বার্লিন নয়, সারা জার্মানিই ওবামামুখর৷ কাফে বলুন, পাব বা বার বলুন ওবামা নিয়ে অন্তহীন আলোচনা৷ মিডিয়ায় এরই নাম ওবামাম্যানিয়া৷ এমনকি ওবামার বার্লিন সফরের ঠিক তিন সপ্তাহ আগে জনমত সমীক্ষার এক রায়ে বলা হয়েছে, ৭২ শতাংশ জার্মানই বারাক ওবামাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে কামনা করে৷ তাদের কারো কারো মনে হয়ত দোলা দিয়ে থাকতে পারে এমন ভাবনাঃ আহা, আমরাও যদি এমন একজন ওবামা পেতাম!

USA Wahlen Demokraten Barack Obama in 1979
১৯৭৯ সালে হাওয়াইতে হাই স্কুল ছাত্র ওবামাছবি: AP

হা হুতাশ করার কোন কারণ নেই৷ ওবামার ওপর জার্মানরাও দাবি ওঠাতে পারে৷ তাঁর বংশলতায় নাকি জার্মান পূর্বপুরুষও আছেন৷ জার্মানির বিখ্যাত সাপ্তাহিক পত্রিকা ডি সাইট তার ম্যাগাজিন অংশে এই তথ্য দিয়েছে৷ তালিকা দিয়ে দেখানো হয়েছে, বারাকা ওবামার প্র-প্র-প্র-প্র-প্র-প্রমাতামহ ছিলেন জার্মান৷ নাম ক্রিস্টিয়ান গুটক্নেশট্৷ তাঁর জন্ম ১৭২২ সালে অ্যালসেস অঞ্চলের বিশভাইলার নামের এক জায়গায়৷ তখন সেখানে বাভারিয়ার এক ডিউকের রাজত্ব৷ এই জায়গাটা অবশ্য ফ্রান্সের অধীনে৷

ক্রিস্টিয়ান গুটক্নেশট্ ২৪ বছর বয়সে বিয়ে করেন যাঁকে তাঁর নাম মারিয়া মাগডালেনা গ্রুনহলস৷ তিন বছর পর তাঁরা দেশ ছেড়ে অ্যামেরিকায় পাড়ি জমান৷ ১৭৪৯ সালের ১৩ই সেপ্টেম্বর তাঁরা পা রাখেন অ্যামেরিকার মাটিতে৷ ইংরেজিভাষী নতুন দেশে গুটক্নেশট পদবি বদলে যায়৷ নতুন পদবি হয় গুডনাইট৷ সম্ভবত এই ক্রিস্টিয়ান গুডনাইট পেনসিলভ্যানিয়ায় খামারমালিক ছিলেন৷ অ্যামেরিকার বিপ্লব ও মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ঘটনার সাক্ষী তিনি৷ তাঁর মৃত্যু ১৭৯৫ সালের ২৬শে ডিসেম্বর জার্মানটাউনে৷

Barack Obama nach Sieg in North Carolina
স্বস্ত্রীক ওবামাছবি: AP

ক্রিস্টিয়ান গুডনাইট থেকে শুরু৷ তারপর ছয়টি প্রজন্ম৷ ভার্জিনিয়া, ইন্ডিয়ানা রাজ্য হয়ে ক্যানসাস৷ আর এই ক্যানসাস রাজ্যেই ১৯৪২ সালে জন্ম নেন ওবা মার মা স্ট্যানলি অ্যান ডারহ্যাম৷ ক্রিস্টিয়ান গুটক্নেশট্ আটলান্টিক পাড়ি দেওয়ার ২১২ বছর পর ১৮ বছর বয়সে তিনি জন্ম দেন তাঁর সন্তান বারাক ওবামার৷

ওবামার আংশিক জার্মানত্ব নিয়ে কি আর একটু তথ্য দেওয়া যেতে পারে? ইয়েস উই ক্যান, বলছে ডি সাইট৷ মার্কিন বংশলতাবিশেষজ্ঞ উইলিয়ম অ্যাডামস রাইটভিজনার একটা হিসেবও বের করেছেন৷ ওবামার পূর্বপুরুষদের আর একটি শাখার সন্ধান পাওয়া যায় জার্মানির হাইলব্রন শহরে ১৬১৬ সাল পর্যন্ত৷ সব মিলিয়ে তাঁর বংশলতায় জার্মান অংশের হার প্রায় ৪.৫ শতাংশ, কেনিয়ার লুও জনগোষ্ঠীর অংশ ৫০ শতাংশ আর ইংরেজ পূর্বপুরুষদের অংশ ৩৭.৩ শতাংশ৷

এখানেই শেষ নয়৷ আরো আছে৷ জনৈক অ্যামেরিকান গবেষক মনে করেন, ওবামার সাফল্যের চাবিকাঠি হল এই যে তিনি জার্মান মূল্যবোধগুলোকে গ্রহণ করেছেন৷ তিনি যে-রাজ্যের সেনেটর সেই ইলিনয়-এর ওপর জার্মান অভিবাসীদের উত্তরপুরুষরা ব্যাপক প্রভাব রেখেছে৷ ঐ গবেষকের মতে দলনিরপেক্ষতা, স্বচ্ছতা, পরিবেশ সচেতনতা, শিক্ষা, উদ্ভাবনী ক্ষমতা এবং সংঘাতের শান্তিপূর্ণ নিষ্পত্তি - এই প্রটেস্ট্যান্ট জার্মান মূল্যবোধগুলোকে ওবামা একাত্ম করে নিয়েছেন৷

Barack Obama in traditioneller Tracht
কেনিয়ার ঐতিহ্যবাহী পোশাকে বারাক ওবামাছবি: AP

১৯৬৩ সালের ২৬শে জুন তখনকার কুখ্যাত বার্লিন প্রাচীরের দিকে তাকিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ.কেনেডি বার্লিনবাসীদের উদ্দেশে তাঁর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, ইশ বিন আইন বার্লিনার - আমি বার্লিনেরই লোক৷

বারাক ওবামা নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন কিনা সেটা নির্ভর করবে অ্যামেরিকান ভোটারদের ওপর৷ তবে তিনি নিজ অধিকারেই একটি কথা হয়ত বলতে পারবেন৷ এবং তা হলঃ ইশ বিন আইন ডয়েচার - আমি একজন জার্মান!