1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথমবারের মত পালিত হলো ‘বাংলা ব্লগ দিবস’

২০ ডিসেম্বর ২০১০

বাংলাদেশে প্রথমবারের মত পালিত হলো ‘বাংলা ব্লগ দিবস’৷ যার হাত ধরে বাংলায় ব্লগিং শুরু হয়েছে সেই ‘সামহোয়্যার ইন...’ এর আয়োজনেই পালিত হলো দিবসটি৷

https://p.dw.com/p/QguF
সামহোয়্যার ইন নেট লিমিটেডের হেড অব অ্যালায়েন্সেস সৈয়দা গুলশান ফেরদৌস জানাছবি: DW

এ উপলক্ষ্যে সংস্থার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন ব্লগাররা৷ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান৷ গত বছর তিনিই ১৯ ডিসেম্বরকে বাংলা ব্লগ দিবস হিসেবে ঘোষণা করেছিলেন৷ অনুষ্ঠানে তিনি বলেন, নিজের মনের ভাব প্রকাশ করতে ব্লগ খপব জনপ্রিয় একটি মাধ্যম৷ এবং এটা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে পড়ছে তা অত্যন্ত ইতিবাচক ও আনন্দদায়ক৷

অনুষ্ঠানে ব্লগাররা কীভাবে ব্লগের সঙ্গে যুক্ত হলেন সেই কথা জানান৷ এছাড়াও ব্লগ নিয়ে অনেক মজার কথাও নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন৷

‘সামহোয়্যার ইন...' কিছুদিন আগে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আহ্বান করেছিল৷ সেখান থেকে ১০ জনকে সেরা লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়৷ আর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান৷

উল্লেখ্য, ২০০৩ সালে বিশ্বে ব্লগিং ধারণাটির জন্ম হলেও বাংলাদেশে এর চর্চা শুরু হয় ২০০৫ সালের ডিসেম্বরে৷ নির্দিষ্ট করে বললে, ঐ বছরের ১৫ ডিসেম্বর জন্ম নেয় বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়্যার ইন ব্লগ ‘‘বাঁধ ভাঙার আওয়াজ''৷ এই সাইটে রেজিস্টার্ড ব্লগারের সংখ্যা প্রায় ৬৫,০০০৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক