1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নারী ছলনাময়ী’- পুরুষ কিন্তু ছলনায় সেরা

১৮ আগস্ট ২০১০

কে বেশি ছলনা করে? নারী না পুরুষ? প্রতারণার আশ্রয় নেয় কে বেশি? নারী না পুরুষ সঙ্গীটি? সম্প্রতি একটি সমীক্ষায় এসব প্রশ্নেরই উত্তর খুঁজে পাওয়া গেছে ৷

https://p.dw.com/p/Opxt
সঙ্গিনীর চেয়ে কম রোজগার করলে পুরুষের প্রতারণা করার প্রবনতা বেড়ে যায়ছবি: AP

সমীক্ষাটিতে দেখা গেছে, যেসব পুরুষ তাদের সঙ্গিনীর চেয়ে কম রোজগার করে, সঙ্গিনীকে প্রতারণা করার প্রবনতা তাদের মধ্যে বেশি৷

সমীক্ষাটির লেখক কর্নেল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের ডক্টরেট প্রার্থী ক্রিস্টিন মুনস্চ বিষয়টিকে বলেছেন এইভাবে, ‘যখন কোনো পুরুষ মনে করেন সঙ্গিনীর চেয়ে কম রোজগার তাঁর জন্য হুমকি, তখন তিনি তাঁর নিজস্বতাকে বজায় রাখার জন্য প্রতারণার আশ্রয় নেন৷' ‘অ্যামেরিকান স্যোসিওলোজিক্যাল অ্যাসোসিয়েশন'-এর বার্ষিক আলোচনা সভায় লেখক এই বিষয়টি উপস্থাপন করেন৷

ক্রিস্টিন বলছেন, পুরুষ নারীর চেয়ে বেশি রোজগার করবে এবং পুরুষই পরিবারের প্রধান রোজগেরে, এই ধারণাটি এতটাই বদ্ধমূল, যে সঙ্গিনীর চেয়ে কম রোজগার করাটা পুরুষের সামনে হুমকি হয়ে দেখা দেয়৷ পুরুষতান্ত্রিক সমাজগুলোতে এ বিষয়টি আরও প্রকট৷

Ein Pärchen trinkt Weissbier
সঙ্গীর ওপর নির্ভরশীল হলে নারীরা কম প্রতারণার আশ্রয় নেনছবি: AP

সমীক্ষায় দেখা যাচ্ছে, পুরুষতান্ত্রিক সমাজে যদি কোনো পুরুষ তাঁর সঙ্গিনীর চেয়ে কম রোজগার করেন তাহলে তাঁর বিশ্বাসঘাতক হওয়ার প্রবণতা নাটকীয়ভাবে বেড়ে যায়৷ আবার ঐ একই সমীক্ষাতে দেখা যাচ্ছে, যেসব পুরুষের সঙ্গিনী তাঁদের ওপর খুব বেশিমাত্রায় নির্ভরশীল সেসব পুরুষেরও প্রতারণার প্রবণতা যথেষ্ট বেশি ৷

যদিও নারীদের বেলায় চিত্রটি ভিন্ন৷ দেখা গেছে, একজন নারী যখন পরিবারের প্রধান রোজগারদাতা হচ্ছেন, তখন তাঁর মধ্যে প্রতারণার প্রবনতা বেশি৷ কিন্তু তিনি যদি তাঁর পুরুষ সঙ্গীটির ওপর নির্ভরশীল হন, সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম প্রতারণার আশ্রয় নিচ্ছেন৷

সমীক্ষা বলছে, সবমিলিয়ে মেয়েদের প্রতারণা করার প্রবণতা পুরুষদের প্রতারণার অনুপাতে অর্ধেক৷ বিবাহিত বা কমপক্ষে ১ বছর ধরে একসঙ্গে আছেন এমন ১০২৪ জন পুরুষ ও ১৫৫৯ জন নারীর কাছ থেকে পাওয়া বিভিন্ন তথ্য এবং অভিজ্ঞতা বিশ্লেষণ করেই এই সমীক্ষাটি করা হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়