1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামাত নেতা নিজামী, মুজাহিদ, সাঈদী গ্রেফতার

২৯ জুন ২০১০

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় আদালতের নির্দেশে বাংলাদেশে জামাতের আমীর মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং নায়েবে আমীর মাওলানা দোলায়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করেছে পুলিশ৷

https://p.dw.com/p/O692
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

গত ১৭ই মার্চ ঢাকায় জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সমাবেশে নিজামীকে মহানবীর সঙ্গে তুলনা করেন মহানগর আমীর রফিকুল ইসলাম৷ ওই অনুষ্ঠানে নিজামী, মুজাহিদ, সাঈদী এবং শিবির সভাপতি ইয়াহিয়া উপস্থিত ছিলেন – যা পত্রপত্রিকায় প্রকাশিত হয়৷

এই ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় তরিকত ফেডারেশনের প্রধান রেজাঊল হক চাঁদপুরী আদালতে মামলা করেন ২১শে মার্চ৷ ৩০শে মার্চ আদালত সমন জারি করেন এবং ওই ৫ জনকে ২৯শে জুনের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দেন৷ মঙ্গলবার শেষ দিনে শিবির সভাপতি ইয়াহিয়া আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন দেন৷ কিন্তু নিজামী, মুজাহিদ, সাঈদী এবং রফিকুল আদালতে হাজির হননি৷ এমনকি আইনজীবীর মাধ্যমেও সময় চাননি৷ পাবলিক প্রসিকিউর কামরুল ইসলাম জানান, এই ঘটনায় মহানগর জজ মোহাম্মদ মেহেদী হাসান তাদের ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন৷

আদালতের নির্দেশ পাওয়ার পর বিকেলে পুলিশ নিজামীকে জাতীয় প্রেসক্লাব এলাকা, মুজাহিদকে সাভার এবং সাঈদীকে তার ঢাকার বাসা থেকে গ্রেফতার করে৷ গ্রেফতারের পর তাদের মহানগর গোয়েন্দা বিভাগের কার্যালয়ে রাখা হয়েছে৷ বুধবার তাদের আদালতে হাজির করা হবে৷ জামাতের মহানগর আমীর রফিকুল ইসলাম পলাতক আছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন