1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দেশে ফিরলেন মুসা ইব্রাহীম

১ জুন ২০১০

এভারেষ্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম দেশে ফিরলেন৷ দেশকে সারা বিশ্বে পরিচিত করে, বিজয়ী বেশে মুসা ঢাকায় আসেন মঙ্গলবার বিকেল ৫টায়৷ তাঁকে নেপাল থেকে বহন করে আনে একটি বিশেষ বিমান৷ তাঁর সঙ্গে আসেন স্ত্রী ও শিশু পুত্র৷

https://p.dw.com/p/NfAF
মুসা ইব্রাহীম (ফাইল ফটো)ছবি: NACB

বিমানবন্দরে নেমেই মুসা জানালেন তাঁর প্রতিক্রয়া৷ তিনি বলেন দেশের জন্য কিছু করতে চান৷ তিনি কথা বলার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ বিজয়ের আনন্দ আর সবার ভালবাসায় সিক্ত হন হিমালয় বিজয়ী এই মানুষটি৷

মুসার স্ত্রী তিন মাস পর তাঁর পরম প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দে হন আপ্লুত৷ বিমানবন্দরে গিয়েছিলেন মুসার মা-বাবা৷ তাঁরাও কথা বলেন৷ তবে মুসার মা পুত্রকে নিরাপদে ফিরে পেয়েছেন - এটি তাঁর বড় আনন্দ৷ মুসা বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে যান তাঁর প্রিয় আলপাইন ক্লাবে৷ এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁকে সংবর্ধনা জানায়৷

মুসাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে ছিলেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস৷ এছাড়া, শত শত মানুষ ভীড় করেন বিমানবন্দরে৷ উল্লেখ্য, গত ২৩শে মে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুসা ইব্রাহীম হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেষ্ট জয় করেন৷ তিনি প্রথম বাংলাদেশি এভারেষ্ট বিজয়ী৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুস সাত্তার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য