মুসা ইব্রাহীম এভারেস্ট চূড়ায় | পাঠক ভাবনা | DW | 27.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মুসা ইব্রাহীম এভারেস্ট চূড়ায়

রাত জেগে টান টান উত্তেজনাপূর্ণ ইউরোপীয় ফুটবল জগতের চ্যাম্পিয়ন লীগের ফাইনাল খেলা দেখলাম দুই পরাশক্তি ইটালির ইন্টার মিলান এবং

মুসা ইব্রাহীম

মুসা ইব্রাহীম

জার্মানির বায়ার্ন মিউনিখের৷ স্বভাবতই আমরা ছিলাম বায়ার্ন মিউনিখের সাপোর্টার৷ উভয় দলের দুর্দান্ত খেলা আমাদেরকে অবাক করে দিয়েছে৷ তবে বায়ার্ন মিউনিখ যে কয়টি সুযোগ পেয়েছিলো, তা কাজে লাগাতে পারেনি৷ অপরদিকে ইন্টার মিলান তাদের সুযোগগুলি যথাসময়ে কাজে লাগিয়েছে৷ ইন্টার মিলানের রক্ষণভাগ এবং আক্রমণ ভাগ ছিলো খুবই শক্তিশালী আর বায়ার্ন মিউনিখের মধ্যমাঠ এবং আক্রমণ ভাগ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও রক্ষণভাগ ছিলো তুলনামূলকভাবে দূর্বল৷ রক্ষণ ভাগের দূর্বলতার কারণে তাদেরকে দু’দুটি গোল হজম করতে হয়েছিলো৷ আমরা শেষ পর্যন্তও আশায় ছিলাম অন্তত রবেন কিছু একটা করে ফেলবেন৷ কিন্তু তা আর হলনা৷ তবে এটা ঠিক যে রবেন অসাধারণ খেলেছেন, তিনি প্রাণ খুলে খেলেছেন৷ সব কথার শেষ কথা হলো শিরোপা এখন ইন্টার মিলানের হাতে অর্থাৎ ইউরোপীয় ফুটবলের চ্যাম্পিয়ন এখন ইটালির ইন্টার মিলান৷ ধন্যবাদ এবং অভিনন্দন ইন্টার মিলানকে৷ ধন্যবাদ বায়ার্ন মিউনিখকেও৷ রাতের অধিবেশনের সংবাদে জানলাম এবং ওয়েবসাইটের প্রতিবেদনে দেখলাম বাংলাদেশের মুসা ইব্রাহীম প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন৷ এ সম্পর্কে অনেক তথ্য ব্লগ সাইটেও দেখলাম বেশ ভালো লেগেছে৷ প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করার জন্য মুসা ইব্রাহীমকে আমাদের ক্লাবের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা৷ ডয়চে ভেলের সেদিনের সবগুলো প্রতিবেদন বেশ ভালো লেগেছে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

আচ্ছা ধরুন তো , পাঁচ বছর ধরে আপনার কোন ঘনিষ্ঠ বন্ধুর সাথে কোন কারণে দেখা- সাক্ষাৎ নেই , নেই যোগাযোগ৷ হঠাৎ করে যদি তার সাথে দেখা হয় তাহলে কেমন অনুভূতি হয় ? নিশ্চয়ই দারুণ , চমকে দেওয়ার মতো৷ আর হ্যাঁ, এমনটাই হয়েছে আমার সাথে ডয়েচে ভেলের ৪মে রাত ৮টায়৷ রেডিওতে রাজশাহীর ১০৫ এফ এম তরঙ্গ চালু করতেই কানে চলে এলো সেই চিরচেনা সুর, সেই কণ্ঠ৷ আমি তো অবাক, নিজেকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো৷ এ এক অন্য রকম ভাল লাগা৷

আমি যখন ৮ম শ্রেণীর ছাত্র ছিলাম তখন থেকে কলেজ পর্যন্ত নিয়মিত ভাবে প্রতিদিনের অনুষ্ঠান শুনতাম৷ কিন্তু বাঁধ সাধে কলেজ থেকে পাশ করার পর৷ গ্রাম থেকে রাজশাহীতে আসার ফলে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার চাপ, শর্ট ওয়েভে রেডিও শোনার সমস্যা আর নতুন নতুন মিডিয়ার কারণে এক সময় বেমালুম ভুলে গেলাম প্রিয় ডয়েচে ভেলের কথা৷ এখন নিয়মিত শুনে যাচ্ছি ডয়েচে ভেলের অনুষ্ঠান৷ অনুষ্ঠানের মান আর উপস্থাপনার কৌশল হয়েছে আগের থেকে অনেক ভাল৷ আজ আর নয়৷ ধন্যবাদান্তে, আমজাদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ৷

গত রোববারে বিজ্ঞান ডটকম এ পাইরেসির মাইক্রোসফটওয়্যার বিনা খরচে ব্যবহারের সুযোগ সুবিধার কথা সামহোয়্যারইনব্লগ এর প্রধান সৈয়দা গুলশান আরার সাক্ষাত্কার এবং তার ব্লগারের ৫০০০ জন ইউজার এই বিনা মূল্যের সুবিধা নিতে পারবেন৷ পরিবেশনাটি অনেক গুরুত্ব বহন করেছে, তবে পরিবেশনাটির কিছু বিষয় বুঝতে পারিনি তাই এই পর্বটি আরেকবার প্রচারের অনুরোধ রাখছি৷

প্রথম বাঙালি হিসেবে মুসা ইব্রাহীমের এভারেস্ট চূড়ায় আরোহনের সংবাদটি সর্বপ্রথম ডয়চে ভেলে থেকেই জানলাম গত ২৩/০৫/২০১০ তারিখ রাতে, পরদিন দৈনিক পত্রিকাতে খবরটি দেখতে পেলাম৷ আমরা চাই, ডয়চে ভেলে আমাদেরকে এভাবেই সর্বপ্রথম সব খবর জানাবে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে, ধন্যবাদ এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মুসা ইব্রাহীমকে৷

১৮ ই মে রাতের অধিবেশনে হেল্থ লাইন এ বাদামে কলোস্ট্রারেল থাকা সত্ত্বেও তা শরীরকে মোটা করেনা বরং বাদাম খাওয়া শরীরের জন্য উপকারে আসে৷ বাদাম এর উপকারিতা সম্পর্কে নানা অজানা তথ্য সমৃদ্ধ পরিবেশনাটি দারুণ উপকারে এসেছে৷ মোঃ গোলাম রসুল সোনার বাংলা রেডিও ক্লাব , হরিপুর, খড়িখালী , ঝিনাইদহ বাংলাদেশ৷

সবুজ পৃথিবী পরিবেশনায় রাজধানীর দূষণ পরিস্থিতি নিয়ে আলোচনাটি বেশ ভাল লাগল৷ তবে এমন ভয়াবহ অবস্থার স্থায়ী পরিবর্তন না হলে পরবর্তী প্রজন্মের অবশ্যই আতংকিত হওয়ার কারণ আছে বলেই আমি মনে করি৷ লিসা ব্যানার্জী, ঠাকুরপুকুর রোড, কলকাতা, ভারত৷

আপনাদের অনুষ্ঠান আমি ২০০৫ সালের আগে নিয়মিত শুনতাম৷ দীর্ঘ ৫ বছর পর এখন আবার ১ মাস থেকে এফএম এ ডয়েচে ভেলের সকাল ও সন্ধ্যার অনুষ্ঠান শুনছি৷ শুনতে ভালোই লাগে৷ দেশ-বিদেশ, অর্থনীতি এবং বিজ্ঞান জগৎ সবই ভালো লাগে৷ পাশাপাশি সংবাদপত্রের মূল বা গুরুত্বপূর্ণ শিরোনাম সকালের খবরে যখন শুনতে পাই তখন বুঝতে পারি যে, আজকে কোন সংবাদ পত্র কিনবো৷ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন৷ আজমাল হোসেন মামুন ৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও