জনমত প্রকাশের স্বাধীনতাকে | পাঠক ভাবনা | DW | 03.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জনমত প্রকাশের স্বাধীনতাকে

আজ ৩ মে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা দিবস, ডয়চে ভেলের সংবাদ মাধ্যম আজ রেডিও, টেলিভিশন এর পাশাপাশি ইন্টারনেট ও ওয়েব ব্লগ মাধ্যমের সাহায্যে ....

শ্রোতাদের কাছে পৌঁছে গেছে৷ আমাদের প্রত্যাশা যে বিগত দিনের মতো আগামী দিনগুলোতেও ডয়চে ভেলে জনমত প্রকাশের স্বাধীনতাকে সমান গুরুত্ত্ব দেবে৷ সুমিত চক্রবর্তী, কলকাতা, ভারত৷

এফএম শ্রোতাদের হাত ধরে ডয়চে ভেলে এগিয়ে যাক সাফল্যের সর্বোচ্চ চূড়ায়

১৪ এপ্রিল ১লা বৈশাখ থেকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগ দিয়ে যথাক্রমে ৯৭.৬, ১০৫.৪ এবং ১০৫ মেগাহার্তসে সর্বপ্রথম এফএম সম্প্রচারের যাত্রা শুরু করেছিলো ডয়চে ভেলে৷ আর ১লা মে বিশ্ব শ্রমিক দিবসের দিন থেকে খুলনা, রাজশাহী ও রংপুরে যথাক্রমে ১০২, ১০৫ ও ১০৫.৪ মেগাহার্সে ২য় বারের মত এফএম সম্প্রচার চালু করে ডয়চে ভেলে তার পরিধি বৃদ্ধি করে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ এখন ডয়চে ভেলেকে আমরা একটি শুভ সংবাদ জানাতে চাই৷ আমরা কিছুদিনের মধ্যে ডয়চে ভেলের এফএম শ্রোতাদের নিয়ে একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছি৷ আমরা যারা এফএম ব্যান্ডে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি তাদেরকে নিয়ে একটি নতুন সম্ভাবনার প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছি খুব শীঘ্রই৷ ইতিমধ্যে আমরা কাজও শুরু করে দিয়েছি৷ আমাদের মূল কাজ হবে ডয়চে ভেলের এফএম সম্প্রচার সম্পর্কে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রচার করা এবং এফএম-এর শ্রোতা সংখ্যা বৃদ্ধি করা৷ যারা এফএম এ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছেন তারা দ্রুত দিদারুল ইকবাল, মোবাইল-০১৭১১০৫৪৯৮৫, ০১৮১৪২৭৮৬৪৬ এবং শহীদুল কায়সার লিমন, মোবাইল- ০১৯১১৭৫৮৫৩৩ এই নম্বরে যোগাযোগ করতে পারেন৷ এফএম শ্রোতাদের হাত ধরে ডয়চে ভেলে এগিয়ে যাক সাফল্যের সর্বোচ্চ চূড়ায়৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

আমি প্রতিদিন ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করি৷ ওয়েব পেজ এ জার্মানির নানা মুখ নানা ছবি নামক পেজটি ক্লিক করে দেখলাম৷ ভাল লাগলো আমার এ পেজটি৷
আপনাদের সকল পরিবেশনা ভাল লাগছে৷ তবে ইনবক্স এর সময় না বাড়ানোতে বেশ খারাপ লাগছে৷ আশা করি ইনবক্স এর সময় অতি দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন৷ মোঃ সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া-৫৮০০ বাংলাদেশ৷

রাজশাহী, রংপুর এবং খুলনায় এফএম তরঙ্গে অনুষ্ঠান প্রচার করায় মনটা আনন্দ ভরে উঠল৷ নতুন আঙ্গিকে অনুষ্ঠান ভীষণ ভাল লাগছে৷এফএম এর পাশাপাশি শর্টওয়েভ এ অনুষ্ঠান প্রচার করার দাবি জানাই৷ শামীম আহমেদ, মোবারকপুর, কানশাট, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ৷

ভীষণ ভালো লাগলো ২ তারিখের সন্ধ্যারাতের ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান৷ আমরা অনুষ্ঠান শুনলাম বাংলাদেশের রাজশাহী কেন্দ্র থেকে প্রচারিত ১০৫ মেগাহার্তসে৷ চৈতালী ও ডাক্তার সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আমাদের শুভেচ্ছা নেবেন৷ আজ থেকে শুরু হয়ে গেল বাংলাদেশের মোট ৬টি শহর ও এর আশেপাশের শ্রোতাদের জন্য ডয়চে ভেলের এফ এম সম্প্রচার ৷ দীর্ঘ ৩৫ বছরের পথ পরিক্রমায় এতোবড় একটা প্রাপ্তিতে ডয়চে ভেলেকে সাধুবাদ তো জানাতেই হবে ৷ কিন্তু আমরা যারা বঞ্চিত রয়ে গেলাম তারা কোথায় যাব ? অনেকটা বুঝেও নিষ্ফল আশা নিয়েই বুক বেঁধে অপেক্ষায় ছিলাম যে, ১লা মে থেকে হয়তো সোনার হরিণটা মিলতেও পারে৷ কিন্তু আসলে শুরু থেকেই যে আশঙ্কা মনের মাঝে দানা বেঁধেছিল তাই শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হলো৷ সকাল আটটা থেকে ৩০ মিনিট সময় গ্রুন্ডিগ আর মোবাইলে ঘরে ও বাইরে শত চেষ্টা করেও সফল হতে পারলাম না৷

কুড়িগ্রাম শহর থেকে ভুরুঙ্গামারী উপজেলা সদরের দূরত্ব ৪০ কিঃ মিঃ তাই সহজেই অনুমান করা যায়,এ জেলার শ্রোতাদের জন্য এফ এম তরঙ্গের আশা কেবলই দূরাশা মাত্র৷ কুড়িগ্রাম শহরে কোনদিন এফ এম ট্রান্সমিটার স্থাপিত হলে তখনই হয়তো আমরা স্বপ্ন পূরণের গান গাইতে গাইতে পিছনের সারি থেকে উঠে এসে আবারো DWএর শ্রোতাদের সঙ্গে মিলিত হতে পারব৷ সবার শুভ প্রত্যাশায় ক্লাবের পক্ষে-আব্দুল কুদ্দুস মাস্টার, শাপলা শর্টওয়েভ এন্ড DW লিসনার্স ক্লাব, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

আমি একটা বিশেষ সফটওয়ারের মাধ্যমে এই বাংলা লেখাটুকু পাঠালাম, এটা কোন অনুষ্ঠান সম্পর্কিত চিঠি না হলেত্ত এই লেখাটুকু পেলেন কিনা জানানোর জন্য বিশেষ অনুরোধ করছি এ জন্য যে, এই লেখাগুলো যদি হুবহ বুঝতে পারেন এবং কোন অক্ষরের যদি বিকৃতি না ঘটে, তাহলে আমি এই সফটাওয়ারের মাধ্যমে পরবর্তীতে চিঠি লিখবো আর এটা জাস্ট পরীক্ষা করার জন্য পাঠালাম৷হরিপুর, খড়িখালী, ঝিনাইদহ, বাংলাদেশ৷

১লা মে থেকে মোট ৬টি জেলায় এফএম তরঙ্গে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শোনা যাচ্ছে যা সত্যিই এক বিরাট প্রাপ্তি৷ যদিও ভৌগলিক অবস্থানের কারণে আমরা এফএম শোনা থেকে বঞ্চিত রয়েছি তবুও আমরা ডয়চে ভেলের ফিকোয়েন্সির একটি তালিকা তৈরি করে সারা দেশে ডি-এক্সার বন্ধুদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি৷ আমাদের এই প্রচারে যদি ডয়চে ভেলের একজন শ্রোতাও উপকৃত হয় তবে আমাদের এফএম এ ডয়চে ভেলে না শোনার বেদনা কিছুটা হলেও লাঘব হবে৷ আশরাফুল ইসলাম, অন্বেষা রেডিও লিসনার্স ক্লাব, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

গতরাতের অনুষ্ঠানে সত্যজিত রায়ের জন্মদিনে তাঁরই নির্মিত প্রথম ছবি পথের পাঁচালি তে পন্ডিত রবিশঙ্করের দেওয়া সেতারের সুমধুর সুরের কিছু অংশ শ্রোতাদের শোনাবার জন্য ধন্যবাদ রইলো৷

অনুষ্ঠান নিয়মিত শুনছি, অফিসে বসে সুযোগ মত ওয়েব সাইট ও দেখে নিচ্ছি, অন্যদের দেখতে উত্সাহিত করছি৷ এখানে যেহেতু প্রায় সবাই অবাঙ্গালি তাই তাঁদের কাউকে কাউকে হিন্দি ওয়েব সাইট দেখতে বলছি৷ আমি অবশ্য বাংলা, হিন্দি এবং ইংরেজি তিনটিওয়েব সাইট দেখে থাকি৷ খুবই ভালো লাগে৷ শুভেচ্ছা রইলো, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷