1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগিং হচ্ছে লাইভ, ঠিক মঞ্চ নাটকের মতো: আলী মাহমেদ

১৬ এপ্রিল ২০১০

ডয়চে ভেলের সেরা ব্লগ নির্বাচন প্রতিযোগিতার বাংলা ক্যাটেগরিতে বিজয়ী হয়ে অভিভূত, বাংলাদেশের আখাউড়ার ব্লগার আলী মাহমেদ৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ব্লগিং নিয়ে নিজের নানা মতামত৷

https://p.dw.com/p/MyfW
আলী মাহমেদছবি: DW

আলী-মাহমেদ ডট কম, ইন্টারনেটে লেখালেখি বা ব্লগিং এর জন্য এই সাইটটিকেই তৈরি করেছেন আলী মাহমেদ৷ লেখক থেকে ব্লগারে রূপ নেয়া এই যুবক কি কখনো ভেবেছিলেন ডয়চে ভেলের এই বিশেষ সম্মান পাবেন তিনি? জেতার পর তার অনুভূতিই বা কি? মাহমেদ বলেন, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি, এটা আনন্দের এবং বিরল সম্মান৷ তবে, এরচেয়েও আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে বাংলা ভাষা বা বাংলাদেশকে নিয়ে একটি বড় প্ল্যাটফর্মে আলোচনা হচ্ছে৷ বাংলাদেশ শব্দটা বারবার আসছে৷

এই সাক্ষাৎকার নেয়ার সময় আলী-মাহমেদ জানালেন, বলার চেয়ে লেখায় বেশি পারদর্শী তিনি৷ তাঁর সেই মন্তব্য শুনে ঢুকে পড়ি তাঁর ওয়েবসাইটে৷ ডয়চে ভেলের প্রতিযোগিতায় বিজয়ী হবার পর ইতিমধ্যেই তিনি তার ওয়েবসাইটে লিখেছেন চমৎকার কিছু কথা:

আমি পেছনের কাতারের মানুষ, সামনে চলে এলে সব কেমন এলোমেলো হয়ে যায়৷ নিরিবিলিতে থাকা মানুষগুলো যখন হইচই-এর মধ্যে চলে আসে তখন এদের সব গুলিয়ে যায়!

Flash-Galerie Screenshot ali-mahmed.com
ali-mahmed.comছবি: ali-mahmed.com

তবে, সাক্ষাৎকারের সময় কিন্তু তিনি গুলিয়ে যাননি একটুও৷ বরং ইন্টারনেটে তাঁর এই লেখালেখি সম্পর্কে বললেন, মঞ্চ নাটক আর টিভি নাটকের পার্থক্যটা চিন্তা করুন৷ ব্লগিং হচ্ছে লাইভ, ঠিক মঞ্চ নাটকের মতো৷ এখানে আমার ভাবনাগুলি আমি সঙ্গে সঙ্গে প্রকাশ করতে পারছি৷

এদিকে, আলী মাহমেদ-এর জয় নিয়ে ব্লগারদের নানা আলোচনাও দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে৷ বিশ্বের আরেও দশটি ভাষার সঙ্গে বাংলাকে দেখতে পায়ে আনন্দিত অনেকে৷ ভিন্ন ভাষার ব্লগাররাও জানাচ্ছেন, মাহমেদ এত সুন্দর সুন্দর বিষয় নিয়ে যে লেখেন সে সম্পর্কে তাদের ধারণা ছিলনা৷ অবশ্য রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও৷

শুভ মানে আলী মাহমেদ যে ওয়েবসাইট তৈরি করেছেন তা কিন্তু বেশ জনপ্রিয়৷ তার কাছে জানতে চেয়েছিলাম ঠিক কোন্ কারণে পাঠকের আনাগোনা বেশি সেখানে? তিনি বলেন, এখানে আমার নির্দিষ্ট কিছু পাঠক আছেন৷ তারা নিয়মিতই এই সাইটটি ভিজিট করেন৷ একটা লেখা প্রকাশের পরই পড়ার চেষ্টা করেন, তাদের যদি কোন আপত্তি থাকে, সেখানে জানান৷ এবং এরা সবাই খুবই উচ্চশিক্ষিত লোকজন৷

প্রসঙ্গত, ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে আগামী জুন মাসে৷ জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামের আয়োজনে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য