1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতলো আলী মাহমেদ-এর ব্লগ

১৫ এপ্রিল ২০১০

অবশেষে বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো ডয়চে ভেলে৷ যাতে ইংরেজি ব্লগ 'উশাহিদি' জিতে নিলো শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার৷ আর আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷

https://p.dw.com/p/MxsH

ব্যাপারটা কিন্তু এতো সহজ ছিল না৷ কারণ, এবছরের বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) প্রতিযোগিতায় শুধু যে ১১টি ভাষা অংশগ্রহণ করেছিল - তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়েছিল মোট ৮,৩০০টি ব্লগ৷ আর সেই বিশাল সংখ্যক ব্লগ থেকে ববস্-এর নির্বাচক দল প্রাথমিকভাবে মনোনীত করেছিল ১৮৭টি ব্লগকে৷ তারপর, সেই তালিকা থেকেই গত দুদিন যাবত চূড়ান্ত বিজয়ীদের বাছাই করার কাজে কোমর বেঁধে নেমে পড়েছিলেন বিচারকমন্ডলী৷

শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায়, অবসান ঘটলো সেই দীর্ঘ প্রতিক্ষার৷ রি:পাবলিকা ইন্টারনেট সম্মেলনের অংশ হিসেবে রাজধানী বার্লিনের বিখ্যাত ফ্রিডরিখ্সস্টাটপালাস্ট প্রেক্ষাগৃহে ‘‘The BOBs - The truth about the international blogosphere'' অনুষ্ঠানে একে একে ঘোষণা করা হলো ২০১০ সালের ববস্ বিজয়ীদের নাম৷

আন্তর্জাতিক স্তরে বা মিশ্র ভাষার ক্যাটেগরিতে, শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার পেল 'উশাহিদি'| আপাতদৃষ্টিতে এটি একটি ইংরেজি ব্লগ হলেও, ব্লগটির জন্ম হয়েছিল কেনিয়ায়৷ ইংরেজি ভাষার জুরি মার্ক গ্লেসার-এর কথায়, ''২০০৮ সালের নির্বাচনের পর দেশ জুড়ে নানা ধরণের সংঘাতের ঘটনা ঘটে চলছিল কেনিয়ায়৷ কারুর বোঝার উপায় ছিল না, ঠিক কি ঘটে চলেছে৷ তখন কয়েকজন ব্লগার মিলে ম্যাপের আকারে একটি 'ওপেন সোর্স প্ল্যাটফর্ম' গঠন করে| যার মাধ্যমে দেশের কোন জায়গায় সংঘাতের ঘটনা ঘটলে, তা খুব সহজেই এসএমএস বা ই-মেলের মাধ্যমে অন্যদের জানানো সম্ভব হয়৷ সম্ভব হয় সমস্যা নির্ণয়ের পর তার দ্রুত সমাধানও৷''

Flash-Galerie BOB Gewinner Ali Mahmed
আলী মাহমেদছবি: DW

এই প্রথম, বিশ্বের অন্যতম বড় এই আসরে যুক্ত হয় বাংলা ভাষা৷ চূড়ান্ত বিজয়ী নির্ধারণের সময় বাংলা ভাষার বেশ কয়েকটি ব্লগ ভালোভাবেই বিবেচনায় জায়গা করে নেয়৷ বিশেষ করে জলবায়ু পরিবর্তন বিষয়ক ব্লগ ‘বাংলাদেশ বাঁচলেই বিশ্ব বাঁচবে'৷ ব্লগটি শেষ পর্যন্ত লড়াই করে ক্লাইমেট চেঞ্জ ব্লগ ক্যাটেগরিতে৷ কিন্তু শেষমেষ, ৩৯ শতাংশ ভোট আর ৩৪টি মন্তব্য নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিতে হয় ব্লগটিকে৷ একই রকম ভাবে উন্নয়নটিভি, লুব্ধলোক, অমি-পিয়াল ব্লগসহ আরো কয়েকটি ব্লগ চূড়ান্ত পর্যায়ের তীব্র প্রতিযোগিতায় অংশ নেয়৷

তবে ভাষা অনুযায়ী সেরা বাংলা ব্লগের পুরস্কারটি জিতেছেন, কে বলুনতো? বাংলা ব্লগের শুরুটা যাদের হাত ধরে, তাদেরই একজন তিনি৷ বাংলা ব্লগকে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে আরো পরিচিত করতে, একইসঙ্গে অন্যদের লিখতে উৎসাহিত করতেও তাঁর অবদান অসামান্য৷ মানুষের বাস্তব জীবনের নানা ছবি চমৎকার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন তিনি৷ কি, বোঝা যাচ্ছে তিনি কে? তিনি হলেন আলী মাহমেদ৷ বিশ্বের ইতিহাসে তিনিই প্রথম বাঙালি ব্লগার, যিনি ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী হলেন৷

তাঁকে অভিনন্দন জানিয়ে বাংলা ভাষার জুরি বাংলাদেশের অন্যতম ব্লগ সাইট সামহোয়ারইন ব্লগ ডট নেট থেকে আসা সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেন, ''সাহিত্য মর্যাদা কতোখানি, সাহিত্যের মান কতোখানি - এই সব বিবেচনার চেয়েও বড় কথা যে, ব্লগিং একটা আলাদা কমিউনিটি, ব্লগিং একটা আলাদা জায়গা৷ তাই ব্যাপারটা হলো ঐখানে স্থান করে নেওয়া| অর্থাৎ গ্রহণীয়তা৷ সেই দিক থেকে আলী মাহমেদ খুব আন্তরিকতার সঙ্গে ব্লগিং করেন এবং খুবই জনপ্রিয়৷ ওনার মেধা এবং ওনার সেন্স অফ হিউমার এতো শার্প যে খুব ভাল আলোচনা হয় ওনার ব্লগে৷ এছাড়া, উনি একাধিক বই লিখেছেন৷ বাংলা ব্লগিং নিয়েও সম্প্রতি একটা বই ওনার প্রকাশিত হয়েছে৷ তাই আমি বলবো যে, বাংলা ব্লগিং-এ ওঁর যথেষ্ট অবদান আছে অন্যান্যদের পাশাপাশি৷''

জানা-র কথায়, ''আমরা পুরস্কার পাইনি (অন্যান্য ক্যাটেগরিতে), অন্যরা পেয়েছে৷ কিন্তু আমরা কমপিট করেছি৷ খুব ভাল আলোচনা হয়েছে সবার সাথে৷ এখানে সবার খুব নিরপেক্ষ ভোটের ব্যাপার ছিল৷ আমিও তাতে অংশ নিয়েছি৷ আনন্দের সঙ্গে আমি অন্য কোন ব্লগকে ভোট দিয়েছি৷ তাই পরবর্তীতে ভাল ভাল ব্লগ নিয়ে আবার আসবো৷ বারবার আসবো৷ এবং প্রতিযোগিতা করবো৷ আমরা, বাংলা ব্লগাররা৷''

প্রতিবেদক : দেবারতি গুহ, বার্লিন

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক