শুভ ২০১০ | পাঠক ভাবনা | DW | 29.12.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শুভ ২০১০

দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০০৯ সাল৷ বছর জুড়ে মানুষের অনেক চাওয়া-পাওয়ার হিসাবের মধ্যে ....

হয়ত কারো আশা পূর্ণ হয়েছে আবার কেউ নিরাশ হয়েছে৷ তবুও মানুষ কিছু পাওয়ার আশায় অপেক্ষায় থাকে আগামীর দিনগুলির জন্য৷ আমরা আশা করবো ২০১০ সালে ডয়চে ভেলের সকল শ্রোতাবন্ধুদের যেন সকল আশা পূর্ণ হয় এবং বিশ্ব যেন স্থিতিশীল পরিস্থিতিতে থাকে এ প্রত্যাশা করছি৷ ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস, বাংলা বিভাগের সকল কর্মী, সকল শ্রোতাবন্ধু ও ওয়েবসাইট ভিজিটরকে জানাই আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে ইংরেজি নববর্ষ-২০১০ এর শুভেচ্ছা৷ ২০১০ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

শুভ নববর্ষ উপলক্ষে ডয়চে ভেলে পরিবারের সকলকে হৃদয়ের অন্তস্হল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শুভ কামনা আর ভালোবসা৷ নতুন বছরের প্রত্যাশা- ডয়চে ভেলের সাথে আরো নিবিড় সখ্যতা৷ চৈতালী ও ড. সিদ্ধার্থ সরকার, মুর্শিদাবাদ, ভারত৷

এই বিষয়ে অডিও এবং ভিডিও