1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিন উপলক্ষে ফেসবুকে বিশেষ ভাইরাস!

২০ ডিসেম্বর ২০০৯

এই নতুন ভিডিওতে তোমাকে খুব হাস্যকর লাগছে ... হঠাৎই এরকম ম্যাসেজ খানিকটা বিস্মিত করতে পারে আপনাকে৷ নতুন ভিডিও!!! তাও আমার! কে করলো? কিভাবে করলো? দেখিতো... না, ভুলেও এমন বার্তা সঙ্গে থাকা লিংকটিতে ক্লিক করতে যাবেননা৷

https://p.dw.com/p/L9Hp
ফাইল ফটোছবি: AP

ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসন্ন বড়দিনকে ঘিরে এরকম বার্তা পেতে পারেন আপনি৷ সেই বার্তার সঙ্গে থাকবে একটি লিংক যেখানে ক্লিক করে ভিডিওটি দেখতে যেতে হবে৷ কেউ সেই লিংকে ক্লিক করলে, ফ্লাশ প্লেয়ার আপডেট করতে একটি ম্যাসেজ আসবে৷ আর এজন্য প্রয়োজন হবে একটি ফাইল ডাউনলোডের৷

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কেউ যদি এই ফাইল ডাউনলোড করতে যায় তাহলেই কুবফেস নামক এক ভাইরাসে আক্রান্ত হবে ব্যক্তিটির কম্পিউটার৷

ভাইরাস ছড়ানোর এমন প্রক্রিয়ায় অনেকক্ষেত্রে কাছের বন্ধু বা পরিচিতজনের নামেও ভিডিও দেখার নকল বার্তা আসতে পারে৷ যা থেকে বিভ্রান্ত হওয়া খুবই স্বাভাবিক৷ নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কোন রকম সন্দেহ থাকলে সেই বার্তার উত্তর দেয়া বা বার্তার সঙ্গে দেয়া লিংকে ক্লিক না করাই ভালো৷

অবশ্য, ইতিমধ্যেই নাকি অল্প কিছু ফেসবুক ব্যবহারকারী কুবফেস ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ আর তাই ফেসবুক এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ায় উপায় নিয়ে একটি বার্তাও প্রকাশ করেছে৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার