বিজয় দিবসের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 16.12.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিজয় দিবসের শুভেচ্ছা

যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল শ্রোতাবন্ধু ও ডয়চেভেলে পরিবারকে ...

আমার পক্ষ থেকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন৷ এম বি জামান সিদ্দিকী , চেয়ারম্যান ফেডারেশন অব ডয়চেভেলে লিসেনার্স এন্ড ভিউয়ার্স ক্লাবস অব বাংলাদেশ৷ কেন্দ্রীয় কমিটি, ৭৪ ঢাকা রোড, ঝিনাইদহ, বাংলাদেশ৷


ডয়চে ভেলে এবং শ্রোতাবন্ধুদের সকলকে বিজয়ের দিবসের শুভেচ্ছা ৷ ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকহানাদার বাহিনীর কাছ থেকে বিজয় ছিনিয়ে আনতে পারায় আমরা গর্বিত৷ যে সকল মুক্তিযোদ্ধাদের আত্নত্যাগের বিনিময়ে এই মহান বিজয় অর্জন হয়েছে এবং আমরা পেয়েছি একটি নতুন পতাকা নতুন মানচিত্র বাংলাদেশ৷ আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি৷ ডয়চে ভেলে আমাদের এই বিজয়ের মাসে শ্রোতাদের নতুন নতুন অনুষ্ঠান উপহার দিবে এই প্রত্যাশা থাকলো৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷