1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে বব্স প্রায় এসে পড়ল

৬ ডিসেম্বর ২০০৯
https://p.dw.com/p/KrQb

‘বেস্ট অফ ব্লগস’ বা বব্স বড় বড় পা ফেলে চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে চলেছে৷ আমাদের এখানে এখন টেলিফোন আর কম্প্যুটার এক মিনিটও থেমে নেই, এবং যথারীতি শেষ মূহুর্তে কয়েকটা পরিবর্তনও ঘটেছে৷ জুরির চীনা সদস্য আই ওয়াইওয়াই দুর্ভাগ্যবশত বার্লিনে আসতে পারছেন না৷ তাঁর পরিবর্তে আইজাক মাও মনোনয়নে সক্রিয়ভাবে সাহায্য করেছেন এবং মিশায়েল আন্টি জুরির অধিবেশনে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন৷

লাস্ট কল

বাস্তবিক ভোটিং-এর ক্ষেত্রে আপনাদের প্রার্থীদের অবস্থা কেমন? ১৪ই এপ্রিলের সন্ধ্যা অবধি আপনারা ভোটদানে অংশগ্রহণ করতে পারেন৷ চট করে কিবোর্ডে গিয়ে বসুন এবং আপনার প্রার্থীকে ভোট দিন৷

জুরির প্রার্থীদের জন্যও এবার অধীর অপেক্ষা৷ ১৩ই এপ্রিল মঙ্গলবার এবং ১৪ই এপ্রিল বুধবার বব্স-এর আন্তর্জাতিক জুরি বার্লিনে মিলিত হয়ে পুরস্কারের বিভিন্ন বিভাগে মনোনীত প্রার্থীদের সম্পর্কে আলোচনা করবেন এবং বিজয়ীদের নির্ধারণ করবেন৷ জুরি অধিবেশনের দ্বিতীয় দিন সকালের বৈঠক re:publica-র প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে৷ তার পরে সব কৌতুহলী ব্লগার এবং সাংবাদিকরা ব্রেজিল, চীন এবং ইরান থেকে সৃষ্ট ব্লগগুলি সম্পর্কে জানতে পারবেন৷ জুরি সদস্য রোজানা হেরমান, মিশায়েল আন্টি এবং ফরমাজ জাইফি একটি সঞ্চালক পরিচালিত আলোচনাসভায় তাঁদের নিজস্ব ব্লগোস্ফিয়ার সম্পর্কে বলবেন এবং শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন৷

এ্যান্ড দ্য উইনার ইজ...

১৫ই এপ্রিলের সন্ধ্যায় বার্লিনের ফ্রিডরিখ্সস্টাটপালাস্ট প্রেক্ষাগৃহে ‘‘The BOBs – The truth about the international blogosphere’’ অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্লগ জগৎ পরিবেশিত হবে৷ বিষয় অনুযায়ী বিভিন্ন ব্লগোস্ফিয়ারের বৈশিষ্ট্য তুলে ধরা হবে এবং ড. ইয়ান-হিনরিশ স্মিট তাঁর ভাষণে সেগুলিকে সাজিয়ে তুলে ধরবেন৷ স্বভাবতই অনুষ্ঠানের রোমাঞ্চকর ক্লাইম্যাক্স হবে জুরিদের নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা৷

যারা বার্লিনে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য আমরা অনুষ্ঠানটি re:publica-র স্ট্রীমের মাধ্যমে সম্প্রচার করব৷ আপনারা বব্স-এর সূচনার পাতাতেই স্ট্রীমের প্লেয়ারটি খুঁজে পাবেন৷

টুইটারের মাধ্যমে বব্স

টুইটারের মাধ্যমে আপনারা যে কোনো সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং @dw_thebobs টুইটার এ্যাকাউন্ট থেকে বব্স সংক্রান্ত সর্বাধুনিক খবরাখবর পাবেন৷ পাতার ডানদিকে পাবেন আমাদের টুইটারউইজেট৷ যারা তাঁদের টুইটের জন্য #thebobs হ্যাশট্যাগটি ব্যবহার করেন, তাঁরা ওখানে সেটি খুঁজে পাবেন৷