1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গঙ্গাকে বাঁচাতে ঋণ নিলো ভারত সরকার

৩ ডিসেম্বর ২০০৯

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রশস্ত নদী গঙ্গা৷ হিমালয় থেকে জন্ম নেয়া এই নদীর এখন বড় পরিচয় পৃথিবীর সবচেয়ে দূষিত নদীগুলোর অন্যতম হিসাবে৷

https://p.dw.com/p/KpJZ
ছবি: Rainer Hörig

হাজার বছরের এই নদীকে বাঁচাতে দীর্ঘ দিন ধরেই ভারত সরকার অর্থের সংস্থানের জন্য আলোচনা চালাচ্ছিল বিশ্ব ব্যাংকের সঙ্গে৷ অবশেষে সেই আলোচনায় সফলতা আসলো৷

নতুনদিল্লি সফররত বিশ্ব ব্যাংকের সফররত প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক আগামী ৫ বছরে গঙ্গাকে দুষণমুক্ত করার কাজে এক বিলিয়ন ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন৷ ঋণ হিসাবে দেয়া হবে এই অর্থ৷ ঋণের এই অর্থে নদী তীরবর্তী এলাকায় সুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নদীর পানির মান বাড়াতে আরও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে৷

২,৫১০ কিলোমিটার বা ১,৫৬০ মাইল প্রশস্ত এই দূষিত নদী দীর্ঘ হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে আছে৷ জানা যায়, ১৯৮৫-তে তৎকালিন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃ্ত্বে নেওয়া হয়েছিল গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ৷ গঙ্গা অ্যাকশন প্ল্যান-এ সংশ্লিষ্ট রাজ্যগুলিকে দেয়া হয়েছিলো তা বাস্তবায়নের কাজ৷ নতুন দিল্লি গঙ্গাকে দূষণমুক্ত করতে গত ২৪ বছরে খরচ করেছে ৯১৬ কোটি টাকা৷ কিন্তু সেই গঙ্গা অ্যাকশন প্ল্যানে কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি৷

এবার আগামী দশ বছরের মধ্যে গঙ্গাকে দূষণমুক্ত করার চেষ্টায় নেমেছে কেন্দ্রীয় সরকার৷ সেই লক্ষ্যে গড়া হয়েছে জাতীয় গঙ্গা নদী অববাহিকা কর্তৃপক্ষ বা ন্যাশনাল গ্যান্জেস রিভার বেসিন অথরিটি৷ এ দফায় ২০২০ সাল পর্যন্ত খরচ হবে ১৫ হাজার কোটি টাকা৷ টাকার যোগান আসবে রাষ্ট্রীয় কোষাগার এবং বিশ্ব ব্যাংকের দেয়া ঋণ থেকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম