মধ্যেপ্রাচ্যে শান্তি | পাঠক ভাবনা | DW | 30.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মধ্যেপ্রাচ্যে শান্তি

এ সপ্তাহের সুধী সমাজ পরিবেশনায় মধ্যপ্রাচ্য বিষয়টি সময়োপযোগী ও তথ্যপূর্ণ হয়েছে৷ বর্তমান বিশ্বে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাতের জন্য ধন্যবাদ৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

বুধবার ৩০ সেপ্টেম্বর ২০০৯ সাল৷ আজ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর একযুগ পূর্ণ হল৷ সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর একযুগ পূর্তিতে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস ও বাংলা বিভাগের সবাইকে শুভেচ্ছা ৷ বাংলাদেশ এবং ভারতের প্রতিনিধি, ডয়চে ভেলের সকল শ্রোতাবন্ধু, ওয়েবসাইটের পাঠক, ভিজিটর এছাড়া ওয়েবসাইটের আপনাদের মতামত বিভাগে যারা নিয়মিত লিখছেন তাদের সকলকে আমাদের পক্ষ থেকে বার কোটি লাল, নীল, সাদা গোলাপ এর শুভেচ্ছা জানাচ্ছি৷ ডয়চে ভেলের মূল্যায়ন আমাদের প্রতিদিন অনুষ্ঠান শুনতে যেমন উৎসাহ যোগাচ্ছে তেমনি প্রতিদিন মতামত পাঠানো এবং সাংগঠনিক কার্যক্রমের প্রতি প্রেরণা দিচ্ছে৷ ডয়চে ভেলে তার বেতার অনুষ্ঠানে এবং ওয়েবসাইটে বিভিন্ন সময়ে আমাদের যে মতামত প্রকাশ করেছে তা আমাদের ক্লাবে সংরক্ষণ রাখতে তার প্রতিটি লিংক আমরা আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের ওয়েবসাইট: www.sarc97.blogspot.com এর Radio Website Achieve বিভাগে সংযুক্ত করে দিয়েছি এবং প্রতিদিন তা ডয়চে ভেলের ওয়েবসাইটে প্রকাশ (আমাদের ক্লাবের মতামত) হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের এই বিভাগে আপডেট করা হয়৷ আমরা সবসময় ডয়চে ভেলের সাথে ছিলাম, এখনও আছি এবং আগামীতে থাকবো এ প্রত্যাশা করছি৷ আমরা শিঘ্রই আমাদের ক্লাবের একযুগ পূর্তির অনুষ্ঠানের আয়োজন করবো৷ আমাদের ক্লাবের একযুগ পূর্ণ উপলক্ষ্যে কিছু উপহার সামগ্রী পাঠালে খুশি হব৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

এ সপ্তাহের সুধী সমাজ আমার খুব ভালো লাগলো৷ মধ্যেপ্রাচ্যে শান্তি আনতে গেলে আগে দুই দেশের প্রধানদের মধ্যে আলাপ আলোচনা করতে হবে৷ লাডলা মোল্লা, চক হাতুরিয়া, ভারত৷

ডয়চে ভেলে তার ৩৫ বছরে শ্রোতাদের যতটা কাছাকাছি আসতে পেরেছে তা সত্যিই প্রশংসনীয়৷ ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের চমৎকার রূপায়ণ যেন ডয়চে ভেলেতে বিপ্লব ঘটিয়েছে৷ ডয়চে ভেলে এভাবে যুগ যুগ আলো দিক, দূর করুক অজ্ঞতা আর অন্ধকার৷ সিম্মী আহমেদ কোয়েল, অপার ইনফরমেশন কর্নার, জয়সিদ্ধি, ইটনা, বাংলাদেশ৷