আঙ্গেলা ম্যার্কেল | পাঠক ভাবনা | DW | 28.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আঙ্গেলা ম্যার্কেল

২৭ সেপ্টেম্বর নির্বাচনে দ্বিতীয়বারের মতো জার্মানির চ্যান্সেলর হিসেবে সিডিইউ নেত্রী আঙ্গেলা ম্যার্কেল নির্বাচিত হওয়ায় সাউথ এশিয়া রেডিও ক্লাবের ..

পক্ষ থেকে কোটি কোটি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি৷ নির্বাচনকে কেন্দ্র করে ডয়চে ভেলের ঈথার এবং ওয়েবসাইটের তরতাজা আয়োজন এবং দ্রুত সংবাদ আপডেট আমাদেরকে সাংঘাতিকভাবে আকৃষ্ট করেছে৷ জার্মান নির্বাচনের শেষ মূহুর্তের প্রচারণা, ভোট গ্রহণ, সর্বশেষ ফলাফল এবং বিশ্বনেতা তথা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের প্রতিক্রিয়া জানার জন্য আমরা সবাই ওয়েবসাইটে তরতাজা আপডেট দেখতে ইন্টারনেটের সামনেই ছিলাম৷ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনমূখী সর্বশেষ বিভিন্ন সংবাদ সংগ্রহ করে আমাদের জন্য তথা শ্রোতাদের কাছে দ্রুত পৌছে দিতে ডয়চে ভেলে বাংলা বিভাগের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আমাদের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে৷ তাই জার্মানির দ্বিতীয়বার চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের পাশা পাশি আমরা ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল কর্মীকেও সমানভাবে কোটি কোটি অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

আজকের এইপ্রজন্ম একটু অন্যভাবে শুরু হলেও বেশ ভাল লাগল ৷ ভারত-বাংলাদেশে cricket নিয়ে এত মাতামাতি করা হয় যে হকি বা ফুটবলের মতো খেলার গুরুত্ব ক্রমশ কমে আসছে , সেখানে হকি খেলার জন্য বাংলাদেশীদের সুন্দর উদ্যোগের কথা জেনে ভাল লাগলো৷ খোলামেলা সাক্ষাৎকারে অনুষ্ঠানের শেষপর্ব বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল ৷ বাংলাদেশের হকি খেলোয়ারদের সাফল্য কামনা করি৷ লিসা ব্যানার্জী, ১৭৬ ঠাকুরপুকুর রোড, কলকাতা, ভারত৷

গত সপ্তাহের সেতুবন্ধ পরিবেশনার জবাবে বলছি , বন্ধুত্বপূর্ণ ধর্মীয় সহাবস্হান গড়তে ধর্মীয় উগ্রতা বিভাজন দূর করতে হবে৷ লিংকন মালী, আজিজুর রহমান, সাতক্ষীরা, বাংলাদেশ৷

এ সপ্তাহের মেইল বক্সে ঈদ ও দূর্গোৎসব দিয়ে সাজানো সেরা মেইল বক্স উপহার দেয়ার জন্য ডয়চে ভেলেকে জানাই শরতের শিশিরের শুভেচ্ছা৷ এমএইচ রনি, ভোলা, বাংলাদেশ৷

শারদীয় পূজোর যেসব তথ্য আপনারা মেইল বক্সে তুলে ধরলেন সেটা আমাদের মনে হলো একই প্রীতির বন্ধনে আমরা আবৃত৷ প্রশান্ত কুমার মন্ডল , গোয়ালবাথান, খুলনা, বাংলাদেশ৷

আজকে সকালের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে৷ জার্মানির নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণাত্বক পর্যালোচনা খুব ভালো লেগেছে৷ জার্মান নির্বাচনের খবরের জন্য ডয়চে ভেলে রেডিও এবং ওয়েবসাইটের ওপর আমরা পুরোপুরি নির্ভরশীল৷ ড. এসএস ভট্টাচার্য, বেলদা, মেদেনীপুর, ভারত৷

জার্মানির সাধারণ নির্বাচন নিয়ে বিভিন্ন পরিবেশনাগুলো আমাদের খুব ভালো লেগেছে, ধন্যবাদ৷ বিধান স্যান্নাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো৷ বাংলাদেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তুলতে ভারতের আগ্রহ আকর্ষণীয়৷ আমরা সুমন এ সাব্বিরের চিন্তা ভাবনার সাথে একমত পোষণ করি৷ বিদ্যুৎ বাঁচানো নিয়ে আলোচনাটি উপভোগ্য, মেনে চলার চেষ্টা করবো৷ চৈতালী সরকার , ড. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷