ডয়চে ভেলের সকল বন্ধুদের দূর্গোৎসবের প্রাণঢালা শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 25.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলের সকল বন্ধুদের দূর্গোৎসবের প্রাণঢালা শুভেচ্ছা

মুসলিম ধর্মাবলম্বীদের ঈদ উৎসব শেষে শুরু হল হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব- ১৪১৬৷ সারা বছর ধরে এ উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন সবাই৷ ডয়চে ভেলের বাংলা ...

বিভাগের প্রধান গ্রেহেম লুকাস সহ বাংলা বিভাগের সকল কর্মী এবং ডয়চে ভেলের সকল শ্রোতা, ওয়েবসাইটের পাঠক, ভিজিটর এবং ওয়েবসাইটের আপনাদের মতামত বিভাগে যারা নিয়মিত লিখছেন তাদের সকলকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব বা দূর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছি৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

এ সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত সাহিত্য মেলাতে আলোড়ন তোলা মহিলা আরব পত্রিকা নিয়ে মোনালিসা পরিবেশনাটি চমৎকার৷ আরব দেশে মহিলাদের দ্বারা প্রকাশিত পত্রিকা যেসব বিষয় নিয়ে আলোকপাত করছে তাতে পত্রিকাটির জনপ্রিয়তা দিন দিন বাড়বে৷ রতন কুমার পাল, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

মোনালিসা ভীষণ ভীষণ ভালো লাগলো৷ আরব সাহিত্যে নারী বিষয়ক পত্রিকা নিয়ে অন্তরঙ্গ আলোচনা শুনলাম, মুগ্ধ হলাম৷ মোনালিসার সবথেকে মহৎ অর্জন, এই পরিবেশনা পুরুষদেরকেও সমানভাবে আলোড়িত করে৷ চৈতালী সরকার ও ড. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷