সবাইকে ঈদের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 17.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সবাইকে ঈদের শুভেচ্ছা

ঈদ আসন্ন৷ সবার মনে এখন আনন্দের জোয়ার ৷ শহরমুখী মানুষগুলো এই ঈদ উৎসবকে কেন্দ্র করে নারীর টানে ফিরে যাচ্ছেন গ্রামের বাড়িতে আত্নীয় স্বজনদের সাথে একসাথে হবেন বলে৷ আমরাও আজ ফিরে যাবো আমাদের সেই চির সবুজ শ্যামল গ্রামে৷

ঈদের ছুটি পর্যন্ত ডয়চে ভেলের ওয়েবসাইটের সাথে সম্পর্ক বা সংযুক্ত থাকতে পারবোনা বলে অনেক অনেক খারাপ লাগছে৷ কারণ ঈদ উপলক্ষ্যে ডয়চে ভেলের ওয়েবসাইটে নিশ্চয় অনেক মজার মজার আয়োজন থাকবে আর আমরা সেগুলি সম্পর্কে আমাদের মতামত জানাতেও পারবোনা! ফলে ঐ কয়দিন আপনাদের মতামত বিভাগে আমাদের নামও থাকবেনা! ওয়েবসাইটের তাজা তাজা তথ্য মিস করলেও ঈথারের সাথে সংযুক্ত থাকব এটা নিশ্চিত৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে আপনাদের মতামত বিভাগে (ঈদের ছুটি পর্যন্ত) এটি হয়ত আমাদের শেষ ই-মেইল বা মতামত৷ তাই ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান গ্রেহেম লুকাস, এবং বাংলা বিভাগের সকল কর্মী ছাড়াও ডয়চে ভেলের সকল শ্রোতা, ওয়েবসাইটের পাঠক, ভিজিটর এবং ওয়েবসাইটের আপনাদের মতামত বিভাগে যারা নিয়মিত লিখছেন তাদের সকলকে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি৷ আপনারা যারা যেখানে যে অবস্থায় থাকেন না কেন সেখানে সবাই এই ঈদ উৎসবের আনন্দ ভালোভাবে উপভোগ করবেন এ প্রত্যাশা আমাদের সকলের৷ ঈদের দিন সকালে আপনাদের সবাইকে ঈদের সেমাই এবং কোরমা পোলাও খাওয়ার নিমন্ত্রণ রইল৷ ঈদ আপনাদের আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ৷ এই ঈদে আপনাদের জন্য উৎসর্গ করলাম একটি কবিতা৷

ঈদ

ঈদ মানে হাসি খুশি

সূর্যের মুখ,

ঈদ মানে আলো আলো

রাশি রাশি সুখ।।

ঈদ ঈদ প্রতিদিন

থাকতো যদি ভাই,

খুশির জোয়ার বইয়ে যেত

যাহার সীমা নাই।।

ঈদ মানে স্বপ্নীল

রঙিন ঘুড়ি,

উড়ো উড়ো পাখিদের

মুক্তির পুরী।।

ঈদ মানে ছুটি ছুটি

কোটি কোটি হাসি,

স্বর্গীয় সুর ধারা

মোহনীয় বাঁশি।।

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

গতরাতের অনুষ্ঠানে জাপানের নতুন মন্ত্রীসভা গঠন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট পদে দ্বিতীয় বারের জন্য বারাসোর

নির্বাচন নিয়ে প্রতিবেদন থেকে বিস্তারিত জানতে পারলাম৷ ফিচার

পরিবেশনা "জার্মানি-ইউরোপ" পরিবেশনায় জার্মান বিমান সংস্থা

Lufthansa এর সাফল্যের রহস্য এবং আর্থিক সংকট কাটাতে

গৃহীত বহুমুখী পদক্ষেপের রূপরেখা নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক

পরিবেশনা খুবই তথ্যবহ লাগলো৷ জার্মান বিমান সংস্থা যেভাবে

আর্থিক মন্দার চ্যালেঞ্জের মোকাবিলা সফলতার সঙ্গে করে দেখাতে

পেরেছে তা থেকে অন্যদের অবশ্যই শিক্ষা নেওয়া যেতে পারে৷

শুভ কামনা রইলো সকলের জন্য৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

আজকের জার্মানি-ইউরোপ পরিবেশনায় Lufthansa বিমানসংস্থা সম্পর্কিত আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত বেশ ভাল লাগল৷ এই বিমানসংস্থার পরিসেবা অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ আমার এক দৃষ্টিহীন শিক্ষক কয়েক বছর আগে এই বিমানে ভ্রমণ করেন, কিন্তু বিমানের পরিসেবার গুণে তিনি দৃষ্টিহীনতাজনীত কোনো সমস্যারই সম্মুখীন হন নি৷ একটি বিমানসংস্থা এই আর্থিকমন্দার পরিস্থিততে নিজেদের বাণিজ্যিক স্বার্থ বজায় রেখেও কর্মদক্ষতা ও পরিসেবার যে নিদর্শন অন্যান্য বাণিজ্যিক প্রতিপক্ষের সামনে উপস্থাপন করেছে, তা অবশ্যই প্রশংসাযোগ্য৷ লিসা ব্যানার্জী, ঠাকুরপুকুর, কলকাতা, ভারত৷