সুযোগটি সত্যিই চমৎকার | পাঠক ভাবনা | DW | 10.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সুযোগটি সত্যিই চমৎকার

কি আছে ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবপেজে ? আসলে বলা উচিত, কি নেই ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবসাইটটিতে ?

আমরা সকাল ও রাতে খুব মনোযোগ সহকারে আপনাদের প্রচারিত অনুষ্ঠানমালা শুনে চলেছি৷ সত্যি বলতে কি, ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠানের মতো এমন চমৎকার ও শ্রোতা উপযোগী অনুষ্ঠানমালা আর অন্য কোন বেতার প্রচার করেনা৷ সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ বেতার পরিবেশনার ধারা কেবল প্রশংসনীয়ই নয় তা অন্যান্য বেতার প্রতিষ্ঠানসমূহের জন্যও অনুকরণযোগ্য বলে আমার মনে হয়৷

আর ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবপেজটি তো তথ্য-শিক্ষা, জ্ঞান-বিনোদনের এক অনন্য জাদুঘর যার ইন্দ্রজাল যারা অন্তত একবার ওয়েবসাইটটি ভিজিট করেছেন, তারা ভালোভাবেই বোঝেন৷ কি আছে ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবপেজে ? আসলে বলা উচিত, কি নেই ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবসাইটটিতে ? বস্তুত, বাংলা ভাষায় এটি সমসাময়িক এবং গুরত্বপূর্ণ তথ্য-শিক্ষা, জ্ঞান-বিনোদনের এক এনসাইক্লোপিডিয়া৷

৫ সেপ্টেম্বর প্রচারিত মেলবক্স পরিবেশনাটি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে৷ বিশেষ করে ফারুক ভাইয়ের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে৷ পাঁচমিশালী ও অনন্য স্বাদের এ মেলবক্স অনুষ্ঠানটি ছিল আসলেই মনে রাখার মতো একটি অনুষ্ঠান৷ মেলবক্স পরিবেশনাটি তো আসলেই তাই৷ যেমন ইচ্ছে চাওয়া শ্রোতাদের মনের মতো৷
৬ সেপ্টেম্বর প্রচারিত জ্ঞান-বিজ্ঞান অনুষ্ঠানটি খুব তথ্যবহুল ও আকর্ষণীয় হয়েছে৷ ভারতের চন্দ্রাভিযানের সাফল্য-ব্যর্থতা বিষয়ে পর্যালোচনার পাশাপাশি সৌমিত্র বাবুর সাক্ষাৎকার বিষয়টি সম্পর্কে আমাদের কৌতূহল পূর্ণ করেছে৷ একই অনুষ্ঠানে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এর যৌথ মহাকাশ টেলিস্কোপ প্রজেক্ট সম্পর্কে প্রতিবেদনটি ছিল অসাধারণ৷ আর বিদ্যুতবিহীন মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি ছিল সত্যিই চমকপ্রদ৷
৭ সেপ্টেম্বর প্রচারিত নন্দন খুব ভালো লেগেছে৷ ভেনিস চলচ্চিত্র উৎসব বিষয়ে তারেক মাসুদের সাক্ষাৎকারটি ছিল সত্যিই অনবদ্য৷
৮ সেপ্টেম্বর প্রচারিত সুধীসমাজ অনুষ্ঠানের মাধ্যমে ডয়চে ভেলে সমাজের সকল মানুষের প্রতি তার দায়বদ্ধতার বিষয়টি আবারো প্রমাণ করলো৷ প্রতিবন্ধীদের অধিকার, সমাজে তাদের অবস্থান ও প্রতিবন্ধীদের সামগ্রিক উন্নয়নের অগ্রসর চিন্তাচেতনার স্ফূরণ পেলাম পরিবেশনাটির প্রতিটি শব্দ তরঙ্গে৷ আমরা আসলে নিজেদের নিয়ে এতোটাই ব্যস্ত থাকি যে, আমাদের নিকটতম প্রতিবন্ধী মানুষটিকে মানুষ হিসেবে ভাবারই ফুরসত পাইনা৷ আমাদের চিন্তার এ দৈন্যতা ঘুচাতে ডয়চে ভেলে'র এ পরিবেশনাটি নিঃসন্দেহে আমাদের অনুপ্রেরণা ও নির্দেশনা দান করবে৷
ডয়চে ভেলে'র বাংলা বেতার ও ওয়েবসাইট পরিবেশনা আরো সমৃদ্ধ ও সমাদৃত হোক- এ কামনায় ,আশরাফুল ইসলাম, সভাপতি, অন্বেষা বেতার শ্রোতা সংঘ,
জয়সিদ্ধি,
ইটনা, কিশোরগঞ্জ-২৩৯০, বাংলাদেশ

এ সপ্তাহের জার্মানি-ইউরোপ পরিবেশনায় জার্মানির নির্বাচনী প্রক্রিয়ার বৈশিষ্ট্য নিয়ে সাপ্তাহিক ফিচার জার্মানি ইউরোপ৷ জার্মানির নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে শুনে আমরা অবাক হলাম৷ একজন ভোটার তার একটি ভোট নিজের পছন্দের প্রার্থীকে এবং আরেকটি ভোট নিজের পছন্দের দল অথবা অন্যদলকেও ভোট দিতে পারেন এই সুযোগটি সত্যিই চমৎকার৷ তবে প্রতিটি দেশের একটি নিজস্ব ইতিহাস, বৈশিষ্ট, সংস্কৃতি, রীতিনীতি রয়েছে এবং সেই ঐতিহ্য অনুযায়ী পরিচালিত হয়ে আসছে৷ কাজেই আমরা মনে করি একজন ভোটার দুটি ভোট দেওয়ার বৈশিষ্ট্য শুধু জার্মানিতে মানায়৷ যদিও দুটি ভোট দেওয়ার সুযোগটি সত্যিই চমৎকার তবুও অন্য কোন দেশ নিজেদের ঐতিহ্য বাদ দিয়ে জার্মানির নির্বাচনী প্রক্রিয়ার বৈশিষ্ট অনুসরণ করবে বলে আমাদের মনে হয়না৷ জার্মানির রাজনৈতিক দল পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যয়ভার গ্রহণ করার রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্য বা সহযোগিতা পাওয়ার যে সুযোগ রয়েছে তা সত্যি অন্য একটি দেশের জন্য অনুকরণীয় হতে পারে৷ কারণ এই ব্যবস্থায় অনেক স্বচ্ছতা রয়েছে বলে আমাদের মনে হচ্ছে৷ জার্মানির রাজনৈতিক দল পরিচালনার জন্য রাষ্ট্র প্রয়োজনীয় অর্থের ব্যয়ভার গ্রহণের এই বৈশিষ্টটি বিশ্বের যে কোন দেশের গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি এমনকি বাংলাদেশের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

ওয়েবসাইটের পোস্টগুলির মধ্যে বিশ্বকাপ বাছাই, জার্মানি ৪ আজারবাইজান ০, বাংলাদেশে ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাব দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ভ্রমনে নতুন নিয়মে ক্ষুব্ধ ইইউ, জার্মানির নির্বাচনে ইস্যু হয়ে উঠছে আফগানিস্তান, শীতকালে এশিয়ায় সোয়াইন ফ্লুর প্রকোপ বাড়তে পারে, একজন রিমা জুলফিকারের গল্প শুনি, এবার পোশাক কিনুন কিস্তিতে এবং নতুন নকশার পোশাক নিয়ে নিউ ইয়র্কে ফ্যাশন উইক ইত্যাদি প্রতিবেদন গুলি ভালো লেগেছে৷

এবার ক্লাব কার্যক্রমের প্রসঙ্গ৷ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আগামী ১১ সেপ্টেম্বর ইফতার পার্টির আয়োজন করা হয়েছে৷ এবারের ইফতার পার্টিটি আমরা সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছি৷ স্থান মিরপুর শহীদ বুদ্ধিজীবি মাজার, ঢাকা৷ সমাজের সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত শিশুরা এতে অংশ গ্রহণ করবে৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ