ক্রিয়েটিভ চিন্তার জন্য ধন্যবাদ | পাঠক ভাবনা | DW | 09.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ক্রিয়েটিভ চিন্তার জন্য ধন্যবাদ

এ সপ্তাহের সুধী সমাজ পরিবেশনায় প্রতিবন্ধী জনগোষ্ঠির সমস্যা সম্ভাবনা বিষয়ক মূল্যবান আলোচনা সময়োপযোগী ও সমৃদ্ধ হয়েছে৷ বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠির অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে...

প্রতিবন্ধী সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট ইতিবাচক হলেও সমাজ বা রাষ্ট্র এদিকে এতোটা গুরুত্ব দিচ্ছে বলে মনে হয়না৷ প্রতিবন্ধীর প্রতি সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গী ইতিবাচক হলেই তাঁরা মেধা ও যোগ্যতার প্রমাণ রাখতে সমর্থ হবেন৷ আশরাফুল ইসলাম, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

প্রতিবেদন, সাক্ষাৎকার এবং টুকরো সংবাদ দিয়ে সাজানো এ সপ্তাহের সুধী সমাজে শুনলাম অবহেলিত প্রতিবন্ধী মানুষের কথা৷ এটা বলার অপেক্ষা রাখেনা যে আমরা আমাদের দেশে এখনো প্রতিবন্ধীদের ভালো চোখে দেখছি না সমাজের বোঝা ছাড়া৷ চাকুরী ক্ষেত্রে বেসরকারী পর্যায়ে কিছু কিছু প্রতিবন্ধী সুযোগ পেলেও সরকারী পর্যায়ে তারা সম্পূর্ণ বঞ্চিত এবং অবহেলিত৷ এখন পর্যন্ত প্রতিবন্ধীদের কল্যাণে সরকারী কোন উদ্যোগ চোখে পড়ার মত নয়৷

ওয়েবসাইটের প্রতিবেদনগুলোও ছিলো তথ্যবহুল৷ যেগুলি উল্লেখ না করলে নয় যেমন, জার্মান সংসদের ৬০ বছর পূর্তি (১৯৪৯ সালের ৭-ই সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ৭-ই সেপ্টেম্বর),উপলক্ষ্যে সেনাসৌধের উদ্ধোধন হল বার্লিনে, সমুদ্রের হুমকির মুখে বাংলাদেশের দুই কোটি মানুষ, বিচ্ছেদ ঠেকাতে ডিভোর্স ট্যুরিজম এবং প্যান্ট পরার অভিযোগে সুদানি সাংবাদিক কারাগারে ইত্যাদি৷

এবার ভিন্ন প্রসঙ্গ৷ হঠাৎ করে দেখলাম ডয়চে ভেলের ওয়েবসাইটের গেটাপ সেটাপ বা পোশাক আশাকে কিছুটা পরিবর্তন হয়েছে৷ ক্রিয়েটিভ চিন্তার জন্য ধন্যবাদ তবে আমরা গুরুত্বের সাথে লক্ষ্য করে দেখেছি তথ্য বা পোস্ট আপডেটের ক্ষেত্রে কিছুটা ধীর গতি ৷ আপনাদের মতামত বিভাগে নিয়মিত আমাদের মতামত ছাপানোর জন্য ডয়চে ভেলের কাছে আমরা কৃতজ্ঞ৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- , মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ