চলচ্চিত্র উত্সব | পাঠক ভাবনা | DW | 08.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চলচ্চিত্র উত্সব

৬৬ তম ভেনিস আন্তর্জাতিক চলচিত্র উত্সব নিয়ে সাজানো সাংস্কৃতিক আয়োজন নন্দন বেশ ভালো লাগলো৷ পাশাপাশি ওয়েবসাইটের নির্বাচিত সংস্কৃতি বিনোদনের পাতায় এই উত্সব নিয়ে ...

প্রতিবেদন এবং ক্যাপিটালিজম- এ লাভ স্টোরি প্রতিবেদনটিও দেখে নিলাম৷ওয়েবসাইটের সংস্কৃতি বিনোদনের পাতার একেবারে নীচে গানের লিঙ্কের পরিবর্তে

ছবির মধ্য দিয়ে জার্মানির ইতিহাসের স্থাপত্য এবং জনপ্রিয় পর্যটন স্থলের

বিবরণ তুলে ধরার অনুরোধ করছি৷ এর ফলে আমরা জার্মানির সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্রের সাথে একাত্ম হতে পারবো৷ বাংলা গান তো আমরা আমাদের হাতের

নাগালেই সব সময় পেয়ে থাকি৷ প্রস্তাবটি একবার ভেবে দেখবার অনুরোধ রইলো৷ সুভাষ চক্রবর্তী, শাস্ত্রী ভবন, নতুন দিল্লী, ভারত ৷

বহুল প্রতিক্ষীত ডয়চে ভেলের গ্রুন্ডিগ রেডিও গ্রহণ করেছেন আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম। ৭সেপ্টেম্বর বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের Celine Read এর কাছ থেকে ডয়চে ভেলের রেডিওটি গ্রহণ করেন৷ সাথে ছিলেন আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল৷ পুরস্কার হস্তান্তরের পূর্বে Celine Read তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিজয়ী হাজেরা বেগমকে অভিনন্দন জানান৷ পুরস্কার হস্তান্তরের সময় ছবি তোলার অনুমতি দেওয়ার জন্য Celine Read কে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানায় এই জন্য যে ঐ ছবি গুলি আমাদের ক্লাবের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের ক্লাবের দেয়ালে সেটি বাধায় করে ঝুলিয়ে রাখা হবে স্মৃতি হিসেবে৷ পুরস্কার হস্তান্তরের সময় তোলা আমাদের সেই চিরস্মরণীয় ৪টি ছবি আপনাদের কাছে ই-মেইল করে পাঠালাম অনুগ্রহ করে এর একটি ছবি ডয়চে ভেলের ওয়েবসাইটে আপনাদের মাতামত বিভাগে ছাপালে খুশি হব৷ পুরস্কারটি আনার পর আমরা সকলে তা দেখে অনেক আনন্দ পেয়েছি যা বলাবাহুল্য৷ এখন থেকে আমরা ক্লাবের সকলে এক সাথে এই নতুন রেডিওতে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনব প্রতিদিন৷ উল্লেখ্য ২০০৯ সালের জানুয়ারী মাসের ধাঁধা প্রতিযোগিতায় আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের ঢাকা শাখার সদস্য হাজেরা বেগম প্রধান পুরস্কার গ্রুন্ডিগ রেডিও বিজয়ী হন৷

তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত৷

ভেনিস চলচ্চিত্র উৎসব নিয়ে এ সপ্তাহের নন্দন শুধু বিনোদনই ছিলোনা ,ছিলো সাধারণ জ্ঞানের এক পূর্ণ ভান্ডার৷ সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহিরপুর, রাজশাহী, বাংলাদেশ৷