টেলিফোনে | পাঠক ভাবনা | DW | 07.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টেলিফোনে

ডয়চে ভেলের বিশ্বসংবাদ , স্পট রিপোর্ট , বাংলাদেশ ও ভারতের নিয়মিত টেলিফোনে পাঠানো রিপোর্টসহ অন্যান্য সব পরিবেশনাগুলো ভালো লাগছে৷ মোঃ সাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলে গত ২৫ এবং ২৬ ফেব্রুয়ারী বাংলাদেশে পিলখানায় বিডিআর বিদ্রোহ এবং সেনাবাহিনীর মধ্যে হত্যাকান্ড নিয়ে শ্রোতাদের কাছ থেকে বিশেষ মতামত নিয়ে আলাদা ভাবে ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করেছিলো৷ আমরা দেখেছি তখন অনেক শ্রোতাই ঐ গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন যা ডয়চে ভেলের ওয়েবসাইটে গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে৷ আমরা বলব বর্তমানে বাংলাদেশে “টক অব দ্যা কান্ট্রি” হচ্ছে সোয়াইন ফ্লু৷ আর এই সোয়াইন ফ্লু নিয়ে ডয়চে ভেলে তার ওয়েবসাইটে “বাংলাদেশ, ভারত-এ ছড়াচ্ছে সোয়াইন ফ্লু সোয়াইন ফ্লু সম্পর্কে আমাদের বিশেষ আয়োজন” শিরোনামে তার ভেতরে অনেকগুলি পোস্ট একত্রিত বা সংযোগ করলেও এই সম্পর্কে শ্রোতাদের মতামতের বিষয়ে তেমন গুরুত্ব দেওয়া হয়নি৷ তাই আমরা বলব পিলখানা বিডিআর বিদ্রোহের মতো সোয়াইন ফ্লু নিয়েও ডয়চে ভেলে শ্রোতাদের বিশেষ মতামত প্রকাশের ব্যবস্থা গ্রহণ করুক ৷ যাতে ডযচে ভেলের যে কোন ভিজিটর যেন সোয়াইন ফ্লু সম্পর্কে প্রতিবেদনগুলি দেখার পর একই লিংকে শ্রোতাদের বিভিন্ন মতামতও দেখতে পান৷ আমরা আরো মনে করছি যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু তাই ডয়চে ভেলের এবিষয়ে শ্রোতাদের কাছ থেকে মতামত সংগ্রহ করে তা খুবই দ্রুত ওয়বসাইটে প্রকাশের মাধ্যমে সামাজিক ভাবে ভূমিকা রাখা উচিত৷

সোয়াইন ফ্লু আতঙ্কে বাংলাদেশ৷ বাংলাদেশে কয়েকদিন আগে মিতা চক্রবর্তী নামে একজন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর বাংলাদেশে শহরাঞ্চলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ রাস্তাঘাটে এখন প্রতিদিন প্রতি মূহুর্তে মানুষের মুখে মাস্ক পড়া দেখলে তা স্পষ্ট বোঝা যায়! অন্যদের মুখে মাস্ক পড়া দেখলে এবং নিজেদের মুখে মাস্ক না থাকলে তখন খুবই আতঙ্ক সৃষ্টি হয় মনে৷ ফলে এখন আমরাও রাস্তায় বের হলে মাস্ক ব্যবহার করি৷ জানিনা এতে আদো কোন উপকারে আসবে কিনা৷ তবে আপনাদের ওয়েবসাইটে বাংলাদেশ, ভারত- এ ছড়াচ্ছে সোয়াইন ফ্লু সম্পর্কে বিশেষ আয়োজনটি আমাদের সচেতন হতে সহযোগিতা করেছে৷ আপনাদের এই বিশেষ আয়োজনটি সবার কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান পরিবেশনায় ভারতের চন্দ্রযান বিষয়ক তথ্যপূর্ণ আলোচনা ও এ বিষয়ে সৌমিত্র বাবুর সাক্ষাৎকার ভালোলেগেছে৷তাছাড়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যৌথ টেলিস্কোপ প্রজেক্ট ও বিদ্যুৎ বিহীন মোবাইল ফোন ব্যবহার নিয়ে পরিবেশনা চমকপ্রদ হয়েছে৷ সিম্মী আহমেদ কোয়েল, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

মানুষের গণতান্ত্রিক অধিকার ও মূল্যবোধ তথা অধিকার সম্পর্কে সচেনতা সৃষ্টির জন্য সংগঠনের মূল্যায়ণ অবশ্যই প্রয়োজন৷ রাজনৈতিক দলগুলো তাদের অধিকার ও কর্তব্যর ব্যাপারে সহায়তা করার সুযোগ করে দিতে পারে৷ বনে মুসলিম সংগঠনে কর্মকান্ড সেই সাথে জার্মানিতে বসবাসকারী মোঃ হোসেনের সাক্ষাৎকারে বিষয়টি পরিস্কার হলো৷ শেখ জিয়াউর রহমান, ডি-এক্সিং ক্লাব, কালিগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ৷