জার্মানিতে মুসলমানরা কিভাবে রোজা পালন করছে | পাঠক ভাবনা | DW | 01.09.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানিতে মুসলমানরা কিভাবে রোজা পালন করছে

বাংলা বিভাগের সকলের জন্য রইলো আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷ বাংলা অনুষ্ঠান দুই বেলাই নিয়মিত শুনে যাচ্ছি এবং বলা বাহুল্য বেশ ভালো লাগছে..

আন্তর্জাতিক প্রতিটি প্রতিবেদন গভীর মনোযোগ দিয়ে শুনে থাকি৷ এই যেমন, কাল রাত এবং আজ সকালের অনুষ্ঠানে জাপানের নির্বাচনে জাপান গণতান্ত্রিক দলের বিপুল ও ঐইতিহাসিক জয়, দালাই লামার তাইওয়ান সফর নিয়ে বিতর্ক, জার্মানির প্রাদেশিক নির্বাচন, আফগানিস্তানে যৌথ বাহিনীর রণনীতি বদলানোর পরিকল্পনা, এই বিষয়গুলির উপর বিস্তারিত রিপোর্ট থেকে একেবারে সাম্প্রতিক ও নির্ভরযোগ্য তথ্য পেয়ে গেলাম৷ তবে সকালের অনুষ্ঠানে আজ থেকে ৭০ বছর আগে হিটলার বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল সেই ঘটনার স্মৃতিচারণ মনকে ক্ষণিকের জন্য হলেও ইতিহাসের পাতায় নিয়ে গিয়েছিলো৷

নন্দন পরিবেশনে জার্মানিতে ব্যক্তিগত মালিকানায় পরিচালিত টি. ভি চ্যানেলের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোকপাত শুনলাম৷ তবে দুটি শব্দ (ARD, ZDF)

আমার ঠিক বোধগম্য হল না৷ এই শব্দ দুটি কী অর্থে ব্যবহার করা হয়েছে জানার কৌতুহল রইলো৷

কলকাতার এক সংবাদপত্র থেকে জানতে পারলাম যে জার্মানির বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান Max Plank Institute for Software System এর ডিরেক্টর পদে মনোনীত হয়েছেন কলকাতার এক বঙ্গ সন্তান রূপক মজুমদার৷ তাঁর এই পদে মনোনীত হওয়ার জন্য আমরা গর্বিত৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

এই সপ্তাহের নন্দন পরিবেশনায় জার্মানির বেসরকারি টেলিভিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রতিবেদন, বাংলাদেশের এটিএন বাংলার কর্মকর্তার সাক্ষাৎকার থেকে বেসরকারী টেলিভিশন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম৷কানন রানী টিকাদার, বীনা পাণি বাগচী, বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

আজকে সকালের বিশ্বসংবাদ ছিলো অত্যন্ত তাজা ও সময়ের অন্যতম৷ আমরা ডয়চে ভেলের এইসব খবর কখনো মিস করিনা৷ তবে এই দিনের খবরে খেলাধুলার কোন খবর ছিলোনা৷ অন্তত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ২০:২০ ক্রিকেট খেলার খবরটা অনুষ্ঠানে দিতে পারতেন৷ প্রফেসর সাইফুল ইসলাম থান্দার, পুরান তাহিরপুর, আলীয়াবাদ, রাজশাহী, বাংলাদেশ৷

পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি আলোচনা, জার্মানিতে মুসলমানরা কিভাবে রোজা পালন করছে সে বিষয়ে জার্মানির ডর্টমুন্ড শহরের আবু বক্কর সিদ্দিক এর সাক্ষাৎকার এবং টুকরো সংবাদ শুনলাম সাপ্তাহিক সেতুবন্ধ অনুষ্ঠানে৷ অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সময়োপযোগী হয়েছে৷ বাংলাদেশের মত জার্মানিতেও রোজার আমেজ রয়েছে জেনে সত্যিই মনটা আনন্দে ভরে গেল৷ চমৎকার এই আয়োজনের জন্য ডয়চে ভেলেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ৷ এ্যাডভোকেট কালাম উল্লাহ সুমন, সাঈমা পলাশ, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, আশফাক আহমেদ আকাশ, আবু তাহের রায়হান, আফতাব উদ্দিন ডিকেন্স, মাহাবুবুল মাওলা রিপন, সাহাদাত হোসেন আশরাফ, ডিএক্সীং নিউজ, হালিশহর হাউজিং এস্টেট, চট্টগ্রাম, বাংলাদেশ

এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞানে এইডস নিয়ে পর্যালোচনা ও সাক্ষাৎকারধর্মী পরিবেশনাটি খুব ভালো লেগেছে৷ পরিবেশনাটির মাধ্যমে আমরা ভীষণ উপকৃত হয়েছি, ধন্যবাদ৷ আশরাফুল ইসলাম, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

জ্ঞান-বিজ্ঞান পরিবেশনায় এইডস এবং এইচ আই ভি ভাইরাস এর বিস্তার এবং প্রতিরোধ প্রসঙ্গে আলোচনা ও কলকাতা থেকে ডাক্তার কুমারদীপ ব্যানার্জীর সাক্ষাৎকার খুবই ভালো লাগলো৷ ডাক্তার ব্যানার্জীর সাথে একমত তবে এইডস এর প্রতিরোধের দিকটি আরো ব্যাপকভাবে আলোচনা করা উচিৎ ছিলো ৷ জার্মানির বৈদ্যুতিক গাড়ি তৈরিসহ অন্যান্য সব বিষয় ছিলো তথ্যবহুল৷ এই জ্ঞানগর্ভ পরিবেশনাটি উপহার দেবার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷