জার্মানির মত একটি আধুনিক এবং সচেতন দেশেও | পাঠক ভাবনা | DW | 26.08.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানির মত একটি আধুনিক এবং সচেতন দেশেও

এ সপ্তাহের সুধীসমাজ পরিবেশনায় শুনলাম জার্মানীতে চীনা কর্মীদের সাথে মানবাধিকার লঙ্ঘনের চাঞ্চল্যকর তথ্য এবং বার্লিনে বাংলাদেশের হোটেল ব্যবসায়ী শেখ বাদল আহমেদের সাক্ষাৎকার৷

জার্মানিতে অসাধু হোটেল ব্যবসায়ীদের প্রতারণামূলক কর্মকান্ডের অভিনব কৌশল শুনে আমরা বিস্মিত৷ আমাদের ভাবতে অবাক লাগছে জার্মানির মত একটি আধুনিক এবং সচেতন দেশেও শ্রমিকদের সাথে মানবাধিকার বিরোধী কার্যক্রম চলছে! শ্রমিকদের সাথে তাদের শ্রমের মূল্য নিয়ে প্রতারণা করা হচ্ছে! জার্মানির প্রশাসনিক কর্তৃপক্ষ এ অসাধু হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে এ্যাকশন নিতে প্রায় ১৮০টি রেস্টুরেন্টে যে পুলিশি অভিযান চালিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে৷ আমরা আশা করবো জার্মান কর্তৃপক্ষ এ অসাধু হোটেল ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং নির্যাতিত বা বঞ্চিত শ্রমিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করবে৷

শ্রমিকদের মানবাধিকার উন্নয়নের জন্য একটি শ্রমসেল থাকা প্রয়োজন আছে বলে আমরা মনে করি৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, মিরপুর, ঢাকা, বাংলাদেশ৷

এই সপ্তাহের সুধী সমাজ পরিবেশনায় চীনা শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছে বিষয়ক প্রতিবেদন শুনলাম৷ জার্মানির মতো দেশেও যে এমন হতে পারে শুনে অবাক হলাম৷ চীনা শ্রমিকদের সহায়তার জন্য জার্মান প্রশাসন, আইন সহায়তাকারী প্রতিষ্ঠান সমূহের এগিয়ে আসা উচিৎ৷ টুকরো খবরগুলোও ভালো ছিলো৷বিধান চন্দ্র টিকার ও মাইকেল হালদার, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

বাংলাদেশে দব্যমূল্যর ঊর্ধগতি রুখতে কেবল সরকারী প্রচেষ্টাই যথেষ্ট নয়, এক্ষেত্রে ব্যবসায়ীদের আন্তরিক সদিচ্ছার প্রয়োজন৷ লিঙ্কন ও জাহিদুর রহমান, নওয়াবেকী, সাতক্ষীরা, বাংলাদেশ৷

২৬ তারিখের সকালের অনুষ্ঠানে ঢাকা থেকে পাঠানো টেলিফোন রিপোর্টের বক্তব্যের সাথে আমিও একমত কারণ আমি মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে৷ মোঃ আশরাফুল ইসলাম মিন্টু, মাগুরা, বগুড়া, বাংলাদেশ৷

বৈচিত্রময় ও আকর্ষণীয় ওয়েবসাইটের প্রতিটি পাতা দারুণভাবে উপভোগ করছি৷বিভক্তি থেকে পুনরেকত্রীকরণ ,জার্মানির সাফল্যের ইতিহাস, 'জার্মানির তরুণ প্রজন্ম' শিরোনামের প্রতিবেদনগুলি এক কথায় অনবদ্য ও অসামান্য ৷

আমি বাংলা ওয়েবসাইট ছাড়াও ডয়চে ভেলের ইংরেজি ওয়েবসাইট প্রায়ই দেখে থাকি৷ ডয়চে ভেলের ইংরেজি ওয়েবসাইটে Look back at 60 years of German history , Follow the path of German unity, What's left of the Berlin wall বিষয় নিয়ে একের পর এক ছবি সহ জার্মানির ইতিহাসের মাল্টিমিডিয়া উপস্থাপনা অসাধারণ লাগলো৷

এ সবই ডয়চে ভেলের সঠিক চিন্তা ভাবনা, উপস্থাপনা ও পরিবেশনায় মুন্সিয়ানার প্রতিফলন৷ তবে সাবেক বার্লিন প্রাচীরের খুঁটিনাটি নিয়ে এনিমেশন 'ওয়াল্ড ইন' কম্পিউটারে ফ্ল্যাশ প্লেয়ার না থাকায় দেখতে পাচ্ছিনা৷সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷