বাংলা বিভাগের ওয়েবসাইট হচ্ছে পৃথিবীকে জানার এক ঝকঝকে আয়না | পাঠক ভাবনা | DW | 25.08.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলা বিভাগের ওয়েবসাইট হচ্ছে পৃথিবীকে জানার এক ঝকঝকে আয়না

ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠান তার সর্বসাম্প্রতিক তথ্য, বিনোদন ও বিশ্লেষণে সত্যিই আমাদের মুগ্ধ ও উপকৃত করে চলেছে৷ তাই সকাল ও রাতে ডয়চে ভেলের সঙ্গে ...

আমাদের সময় কাটানো অপরিহার্য হয়ে পড়েছে৷ আমরা ডয়চে ভেলের এ আবেদনের কথা মনে রেখে নিজেদের প্রয়োজনে সকাল ও রাতের উভয় অধিবেশন অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করছি৷ আপনাদের সুন্দর ও আকর্ষণীয় উপস্থাপনাশৈলী ডয়চে ভেলের সঙ্গে আমাদের সময়কে মধুময় করে তুলছে৷ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদ, বিশ্বে চলমান গুরুত্বপূর্ণ বিষয়ে স্টুডিও আলোচনা আমাদের যেমন আপডেট রাখছে, নন্দন, জ্ঞান-বিজ্ঞান, সুধীসমাজ, সেতুবন্ধ, মোনালিসা, জার্মানি-ইউরোপ প্রভৃতি নান্দনিক পরিবেশনা তেমনি আমাদের চিন্তা ও মননকে সমৃদ্ধ করছে৷ এছাড়া সাপ্তাহিক মেলবক্স নামের শৈল্পিক টনিকতো আমাদের ডয়চে ভেলে শুনতে উজ্জ্বীবিত করছেই৷ কেবল রেডিও কেন, ডয়চে ভেলে বাংলা বিভাগের ওয়েবসাইটতো বাংলা ভাষায় সবচেয়ে সমৃদ্ধ, সর্বসাম্প্রতিক তথ্য ও ছবিতে ঠাসা দুনিয়াসেরা ওয়েবসাইট৷ যত কর্মব্যস্ততাই থাকুক না কেন প্রতিদিন অন্তত একবার এ ওয়েবসাইট ভিজিট না করলে যে গোটা দুনিয়া থেকেই দূরে থাকা হয়৷ কেননা, ডয়চে ভেলের বাংলা বিভাগের ওয়েবসাইট হচ্ছে পৃথিবীকে জানার এক ঝকঝকে আয়না৷
ডয়চে ভেলে সামনের দিনগুলোতে আরো বেশি উন্নত ও সমাদৃত হোক এই কামনা করছি৷ আশরাফুল ইসলাম, অন্বেষা বেতার শ্রোতাসংঘ, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

১৩ থেকে ২৩ আগষ্ট পর্যন্ত জার্মানির বনে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক নির্বাক চলচ্চিত্র উৎসব নিয়ে আয়োজিত “চলচ্চিত্র জগতের যাত্রা শুরু” শিরোনামে রাতের অধিবেশনে এ সপ্তাহের নন্দন শুনলাম৷ জানতে পারলাম কবে কোথা থেকে নির্বাক চলচ্চিত্র যাত্রা শুরু করে এবং তখন চলচ্চিত্রে কিভাবে বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো৷ ১৮৯৮ সালে বাংলার হিরালাল সেনের থিয়েটার থেকে সরাসরি ছবি তুলে চলচ্চিত্র নির্মাণ এবং ভারত ও জার্মানির যৌথ উদ্যোগে নির্মিত নির্বাক চলচ্চিত্র সম্পর্কেও জেনে ভাল লাগল৷ এছাড়া ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কলকাতার বাংলা ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সম্পাদক ও চলচ্চিত্র বিশেষজ্ঞ নির্মল ধর এর সাক্ষাৎকার শুনলাম৷ তার কাছ থেকে চলচ্চিত্রের ইতিহাস নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, মিরপুর, ঢাকা, বাংলাদেশ

গত রাত ও আজ সকালের আন্তর্জাতিক প্রতিবেদনে আফগানিস্তানের নির্বাচনোত্তর পরিস্থিতি এবং সন্ত্রাসবাদী সন্দেহে আটক অপরাধীদের জেরার পদ্ধতি নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সি. আই.এর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগের তদন্ত বিষয় নিয়ে আলোকপাত শুনলাম৷

অনুষ্ঠান শোনার পাশাপাশি ওয়েবসাইটে তুলে ধরা সাম্প্রতিক ঘটনা, সমাজ জীবন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি বিনোদনের পাতার নির্বাচিত প্রতিবেদন সহ প্রতিটি প্রতিবেদন খুব গুরুত্ব দিয়ে দেখে নিচ্ছি৷ যদিও দুই বেলার অনুষ্ঠানে আমরা খেলার খবর অল্প কিছু পেয়ে থাকি, তবে ওয়েবসাইটের খেলাধুলার পাতা সেই ঘাটতি কিছুটা হলেও

মিটিয়ে দিচ্ছে৷ পাশাপাশি DW english / Sports Report এর পাতাটিও আমি

নিয়মিত দেখে থাকি৷

এই সপ্তাহের নন্দন ফিচার অনুষ্ঠানে বন শহরে অনুষ্ঠিত ২৫তম আন্তর্জাতিক নির্বাক চলচিত্র উত্সব নিয়ে সাক্ষাৎকার সহ পরিবেশনা বেশ উপভোগ্য ছিলো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী,ভারত৷

আজ সকালের অনুষ্ঠানে গ্রীসের সর্বশেষ খবর সম্পর্কে জানলাম৷ হ্যা প্রকৃতির ধ্বংসলীলার কাছে মানুষ নিতান্তই অসহায়৷ গ্রীসের এই দাবানল তার যথার্থই প্রমাণ৷ আনিসুর রহমান, নওয়াবেকী, সাতক্ষীরা, বাংলাদেশ৷