বিশেষ পরিবেশনা ভীষণ ভালো লাগলো | পাঠক ভাবনা | DW | 18.08.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশেষ পরিবেশনা ভীষণ ভালো লাগলো

এ সপ্তাহের নন্দনে রক সঙ্গীত উৎসব নিয়ে অসাধারণ এক পরিবেশনা শুনে মুগ্ধ হলাম৷ দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ, বাংলাদেশ৷

প্রতিদিনই দুই বেলা অনুষ্ঠান শুনছি এবং বেশ উপভোগ করছি৷ আন্তর্জাতিক প্রতিবেদনে রাশিয়ার নাজরান অঞ্চলে বোমা হামলা, আফগানিস্তানে প্রাক নির্বাচন পরিস্থিতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে জার্মানি ও ফ্রান্সের পাশাপাশি জাপানের ইতিবাচক অগ্রগতি, এই সব বিষয়ের ওপর আলোকপাত থেকে সর্বশেষ ও সঠিক তথ্য পেয়ে যাচ্ছি৷ এর পাশাপাশি ওয়েবসাইট থেকে আরও বাড়তি তথ্য দেখে নিচ্ছি৷ বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশিপের তরতাজা খবর অনুষ্ঠানে প্রচার করার জন্য ধন্যবাদ রইলো৷

সাপ্তাহিক ফিচার নন্দনে উডস্টক ফেস্টিভ্যালের ৪০বছর পূর্তি উপলক্ষ্যে বিস্তারিত তথ্য সহ রবিশঙ্করের সেতার বাদনের এক ঝলক এবং জিমি হেনড্রিক্সের গেট মাই হার্ট গানের অংশ শুনিয়ে শেষ করা বিশেষ পরিবেশনা ভীষণ ভালো লাগলো৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

এ সপ্তাহের নন্দনে রক এবং পপ সঙ্গীত ফেস্টিভ্যাল নিয়ে পরিবেশনাটি ছিলো দারুণ৷ রবিশঙ্করের সেতার শুনে আনন্দ পেলাম৷ তবে উই শ্যাল ওভারকাম গানটি শোনালে আরো ভালো হতো৷ রতন কুমার পাল, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

এ সপ্তাহের নন্দন-এ রক সঙ্গীত জগতের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত উৎসব সম্পর্কে চমৎকার একটি ধারণা পেলাম৷ জানতে পারলাম আমেরিকার হিপ্পি আন্দোলনের কথা৷ আর সেই আন্দোলনের রেশ ধরে অনুষ্ঠিত বিশাল সঙ্গীত উৎসব যে পপ ও রক সঙ্গীত জগতে এক ইতিহাস সৃষ্টি করে গেছে তা ভাবতেই অবাক লাগে৷ ডয়চে ভেলের কাছ থেকে শ্রোতাবন্ধুরা এই ধরণের অ-সাধারণ আয়োজন আশা করে সবসময়৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, রোড- , মিরপুর, ঢাকা, বাংলাদেশ