মুসলিম নারীদের অগ্রগতি ও ন্যায়ের পথ | পাঠক ভাবনা | DW | 17.08.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

মুসলিম নারীদের অগ্রগতি ও ন্যায়ের পথ

সেতুবন্ধ পরিবেশনায় শরীয়া আইন নিয়ে হাসান মাহমুদের প্রতিক্রিয়া সত্যিই চমৎকার৷ মোঃ আনোয়ার ইকবাল মুক্তা, তালোরা, বগুড়া, বাংলাদেশ৷

এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান অনুষ্ঠানে শুনলাম জার্মানির বনে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সন্মেলন নিয়ে একটি প্রতিবেদন এবং বাংলাদেশের জলবায়ু সম্পর্কে পরিবেশ ও বন সচিব ড.মিহির কান্তি মজুমদারের গুরুত্বপূর্ণ তথ্য

ভিত্তিক সাক্ষাৎকার৷ সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আমরা ড.মিহির কান্তি মজুমদারের সাথে শতভাগ একমত পোষণ করছি৷ অনলাইনে তথ্যানুসন্ধানের সফটওয়্যার মাইক্রোসফট ও ইয়াহু’র বর্তমান যৌথ কার্যক্রম সম্পর্কে চমৎকার তথ্য পেলাম৷ সিম্পাঞ্জির দেহ থেকে ১০ হাজার বছর আগে ম্যালেরিয়ার প্রথম জীবাণু মানুষের দেহে এসেছে জেনে বিস্মিত হলাম৷ মশা ছাড়া যে সিম্পাঞ্জির দেহ থেকেও ম্যালেরিয়ার জীবাণু ছড়াতে পারে এসম্পর্কে আমাদের কোন ধারণাই ছিলোনা৷ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ফ্রানসেসকো আয়ালার নেত্রীত্বে পরিচালিত গবেষণায় এ তথ্য উদ্ভাবন হয়েছে জেনে আমরা আনন্দিত৷ আমরা আশা করবো তারা এবার সত্যি সত্যিই ম্যালেরিয়ার ভেকসিন আবিষ্কার করে ফেলবেন৷ সব মিলিয়ে ডয়চে ভেলের আয়োজনটি ছিল অ-সাধারণ৷

১৫ই আগষ্ট মেলবক্স অনুষ্ঠানটি শুনলাম অনেক অনেক ভাল লেগেছে৷ বিশেষ করে ডিএক্স অনুষ্ঠান আংশিক ফিরে আসায়৷ দীর্ঘ দিন পর আবার ডিএক্স অনুষ্ঠান আংশিক ভাবে ফিরিয়ে আনায় ডয়চে ভেলে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ৷ ডিএক্সিং নিয়ে অনেকগুলি তথ্য দেওয়ার জন্য কলকাতার স্বপন চক্রবর্তীকেও ধন্যবাদ জানাচ্ছি৷

দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, সাউথ এশিয়া রেডিও ক্লাব, রোড- , মিরপুর, ঢাকা, বাংলাদেশ

আজকাল ওয়েবসাইট ব্যবহারকারীদের জন্য ডয়চে ভেলের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও অঢেল পুরস্কার দেয়ার ব্যাপারটি সাধারণ শ্রোতাদের কাছে বৈষম্যমূলক বলে মনে হচ্ছে ৷ আপনাদের সুনজর এখন সাধারণ শ্রোতা হতে ইন্টারনেট ব্যবহারকারীদের দিকে ঝুঁকছে ৷ যাতে আজ আমরা সাধারণ শ্রোতারা বিভ্রান্ত ও দিশেহারা৷ ডয়চে ভেলে আমাদের সকলের প্রিয় বেতার তাই দরদটা সবার প্রতি একই রকম হওয়া উচিৎ নয় কি?

মেলবক্সে অনেকদিন পর স্বপন চক্রবর্তির DX সংবাদে Dx-ing জগতের অনেক মুল্যবাণ খবর জানতে পেরে তৃপ্ত বোধ করছি ৷ সত্যিকার অর্থে ডয়চে ভেলে ডি-এক্সিং জগৎ ও ডি-এক্সারদের গুরুত্ব দেয় ৷ আর এতে আমরা Dx জগতে বিচরণের উৎসাহ ও অনাবিল আনন্দ পাই ৷ আনিসুর রহমান ও রমিসা রহমান , নওয়াবেকী, সাতক্ষীরা, বাংলাদেশ৷

নারীর অধিকার এবং শরীয়া আইন নিয়ে সেতুবন্ধ পরিবেশনাটি দারুণ ভালো লেগেছে৷ হাসান মাহমুদের সাক্ষাতকার অসাধারণ ছিলো৷ ভয়েস অব জাষ্টিস বা ন্যায় বিচারের কন্ঠস্বর মুসলিম নারীদের অগ্রগতি ও ন্যায়ের পথ দেখাবে৷ পরিবেশনাটির জন্য ধন্যবাদ৷ এ সপ্তাহের এই প্রজন্ম পরিবেশনাটি অসাধারণ লেগেছে৷ প্রবীণদের নিয়ে বর্তমান জার্মান তরুণদের ভাবনা প্রসঙ্গে প্রতিবেদনটি ছিলো খুবই বস্তুনিষ্ঠ৷ গান দুটিও আকর্ষণীয় ছিলো, ধন্যবাদ৷ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷