যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা | পাঠক ভাবনা | DW | 14.08.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা

নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড.মুহাম্মদ ইউনুস প্রথম বাংলাদেশী হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম পদক পাওয়ায় আমরা আনন্দিত এবং গর্বিত৷

বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মত এ ধরণের পদক দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ধন্যবাদ জানাচ্ছি৷ বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে আজারবাইজানকে হারিয়ে এবং সাত খেলায় ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ফোরের শীর্ষে অবস্থানকারী জার্মানিকে৷ আশা করছি বিশ্বকাপেও তারা ভাল ফলাফল করবে৷

এ সপ্তাহের জার্মানী -ইউরোপ শুনলাম৷ আগামী ২৭শে সেপ্টেম্বর জার্মানিতে আসন্ন নির্বাচনের প্রচারাভিযান নিয়ে রক্ষণশীল খৃস্টীয় গণতন্ত্রী শিবির ও মধ্য বামপন্থী সামাজিক গণতন্ত্রী দল, উদার গণতন্ত্রী এফডিপি, পরিবেশবাদী সবুজ দল এবং বামপন্থী দল ডি লিঙ্কের সম্পর্কে অনেক তথ্যই জানলাম এবং ওয়েবসাইটের প্রতিবেদনগুলি পড়লাম বেশ ভালো লেগেছে৷ জার্মানির বর্তমান রাজনৈতিক চালচিত্রের মূল্যায়ণ করতে জার্মানির ভিজবাডেন শহরের নির্বাচিত কাউন্সিলার ও পৌরসভায় সবুজ দলের সাংস্কৃতিক মুখপাত্র দীপঙ্কর দাশগুপ্তের সাক্ষাৎকারটিও শুনলাম৷

আমরা আশা করবো জার্মানির ভোটাররা তাদের মতামতটি সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করবেন৷ যা তাদের জীবন মান উন্নয়নে সহায়ক হবে৷ আমরা একটি স্বচ্ছ এবং গণতান্ত্রিক ভাবে নির্বাচন দেখার আশায় থাকলাম৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, আনোয়ারা বেগম, মুছলিমা বেগম, জোবেদা রিনা, উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, শাওন খান, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

বার্লিন প্রাচীর নির্মাণের ৪৮তম বর্ষ পূর্তি ৷ ১৯৮৯ সালের ৯ই নভেম্বর পতন ঘটে এই ঐতিহাসিক প্রাচীরের৷ বার্লিনসহ গোটা জার্মনি আবার একত্রিত হয় , পরিসমাপ্তি ঘটে একটি কালো অধ্যায়ের৷ ১৩ই আগষ্ট বার্লিন প্রাচীর নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন অসাধারণ ছিলো৷ আফগানিস্তানের নির্বাচন, বাংলাদেশে ফৌজদারী মামলার সুপারিশ এবং ভারতে খরা ও মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিবেদনগুলি তথ্যপূর্ণ ছিলো৷ স্বাধীনতা আমাদের সকলের কাম্য৷ কারাগারের জীবন সেই স্বাধীনতাকে খর্ব করে৷ কারাবাস ও মায়েদের জীবন নিয়ে এ সপ্তাহের মোনালিসা শুনলাম৷ কোলনের জেলবন্দী মারিয়ার কথাগুলি যেন প্রত্যেক জেলবন্দীর জীবনের এক বাস্তব চিত্র৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

এসপ্তাহের মোনালিসা পর্বে কোলনের কারাগারে অন্তরীণ মহিলা বিশেষকরে মারিয়া ও সোফিয়ার বিচিত্র জীবনের অনেক অজানা কথা জেনে ভালো লাগলো৷ আনোয়ার ইকবাল মুক্তা, তালোরা, বগুড়া, বাংলাদেশ৷

মোনালিসা পরিবেশনায় জার্মানিতে মহিলা জেলবন্দীদের কথা শুনলাম৷ শুনে মনে হলো জার্মান মহিলা বন্দীরা অনেক ভালো আছেন আমাদের মতো গরীবদেশের মহিলা বন্দীদের চেয়ে৷ বিভিন্ন ইনডোর গেমস্, টিভি রেডিওসহ অনেক আমোদ প্রমোদের ব্যবস্হা তো আছে৷ মনে হয়না এটা নিয়ে এমন দুঃখিত হবার কিছু আছে৷ তাছাড়া একাকিত্ব নিঃসঙ্গতা তাতো তাঁদের কর্মফলের পরিণতি৷ আলোচনার বিষয়বস্তু যদি বিচারহীন, অন্যায়ভাবে বন্দীদের নিয়ে হতো তবে এসব সহানুভূতির সাথে বিবেচনা করা যেতো৷ আমাদের মতো দেশের মহিলা বন্দীদের নিয়ে আলোচনা শোনার অপেক্ষায় রইলাম৷ স্বপন চক্রবর্তী, শ্রী কলোনী, কলকাতা, ভারত৷

বন শহর থেকে প্রচারিত আপনাদের বাংলা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ আমি প্রতিদিন আপনাদের অনুষ্ঠান শুনি৷ সুতনু, রাজবংশী, বীরভূম পশ্চিম বঙ্গ, ভারত৷