এটা পরিষ্কার যে নারী সাংবাদিক সে যে দেশেরই হোক না কেন | পাঠক ভাবনা | DW | 31.07.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এটা পরিষ্কার যে নারী সাংবাদিক সে যে দেশেরই হোক না কেন

সাঁতারে নতুন বিশ্ব রেকর্ডের মালিক জার্মানির পাউল বিডারমানকে সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পক্ষ থেকে অভিনন্দন৷

২৯ জুলাই রাতের অধিবেশনে জানতে পারলাম বহু প্রতীক্ষিত সার্চ ইঞ্জিন মাইক্রোসফট এবং ইয়াহুর মধ্যে ১০ বছর মেয়াদী চুক্তি করা হয়েছে৷ খবরটি কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে নি:সন্দেহে আনন্দের৷ ব্যবহারকারীরা এবার আরো ভালো এবং নতুন কিছু সেবা পাবেন আশা করা যায়৷ খেলার খবরে রোমে অনুষ্ঠানরত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বেইজিং অলিম্পিকে রেকর্ড আটটি সোনা জেতা সাঁতার বিশ্বের সবচেয়ে বড় তারকা যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপসকে জার্মানির পাউল বিডারমান পুরুষদের ২০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে হারিয়ে দিয়ে সোনা জিতে নতুন বিশ্ব রেকর্ড করেছেন জেনে ভাল লাগলো৷ আজকের ফিচার পর্ব জার্মানী ইউরোপ এ জার্মানির শ্রেবারগার্টেন বা সখের বাগান সম্পর্কে অনেক অজানা তথ্য জানলাম৷ তার সাথে আরো কিছু জানলাম ব্যবিলনের ঝুলন্ত বাগান বা হ্যাঙ্গিং গার্ডেন অব ব্যবিলন৷ হঠাৎকরে ৬০০ খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন ব্যবিলনের ঝুলন্ত বাগানের সংক্ষিপ্ত ইতিহাস জেনে মনটা ভরে গেল৷ ডয়চে ভেলের ওয়েবসাইটেও দেখলাম প্রতিবেদনটি৷ অনুষ্ঠানে শুনেছিলাম ব্যবিলনের ঝুলন্ত বাগান বা হ্যাঙ্গিং গার্ডেন অব ব্যাবিলন এর বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিলেন কমপক্ষে ১৫০০ জন মালী৷ কিন্তু ইন্টারনেট প্রতিবেদনে দেখলাম ১০৫০ জন মালী! তাহলে সঠিক পরিসংখ্যান আসলে কোনটি হবে ১৫০০ জন মালী নাকি ১০৫০ জন মালী? শ্রেবারগার্টেন বা সখের বাগানের গল্প শুনে আমাদের বেশ লোভ লেগেছে, বাংলাদেশেও এ ধরনের বাগান করা গেলে কেমন হতো ভাবা যায়! ভেজা মাটি, গাছ-গাছালি, হরেক রকম ফল-ফুলের সম্ভার, পাখিদের উঁকি-ঝুঁকি, কলকাকলি - সব মিলিয়ে চোখ জুড়ানো, মন ভরানো এক পরিবেশ শুধু জার্মানিতে নয় বাংলাদেশেও এসব কার না ভালো লাগে৷ সখের বাগান প্রসঙ্গে কোলনবাসী সুবীর গোস্বামীর সাক্ষাৎকার শুনে আরো ভাল লাগল৷ ওয়েবসাইটের অন্য একটি প্রতিবেদন দেখলাম কোরীয়দের প্রিয় তারকা বাংলাদেশী মাহবুব৷ কোরিয়াতে অভিবাসী বাংলাদেশী তরুণ শিন ডং পরিচালিত রোমান্টিক হাসির ছবি বান্ধবীর নায়ক এবং পরিচালক মাহবুব আলমের স্বাক্ষাতকারটিও শুনলাম৷ অভিবাসী এই বাংলাদেশী তরুণের সিউলে শুরু হতে যাওয়া অভিবাসী শ্রমিকদের চলচ্চিত্র উৎসব সফল হবে সার্থক হবে এ প্রত্যাশা এবং শুভকামনা থাকলো৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, হাজেরা বেগম, জোবেদা রিনা, সুবর্ণা আক্তার রিয়া, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী ৩৩৬, সেকশন ৭, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷

বিশ্ব সংবাদের পর আন্তর্জাতিক প্রতিবেদনে ইরানের সর্বশেষ অস্থির রাজনৈতিক পরিস্থিতি, মধ্য প্রাচ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে বারাক ওবামার উদ্যোগ, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ইরাক সফর, জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাকায় সম্মেলন, ভারত-পাকিস্তান যৌথ বিবৃতি নিয়ে ভারতের সংসদ অধিবেশনে বিরোধী দলের সংসদ কক্ষ ত্যাগ, জার্মানির আসন্ন নির্বাচন উপলক্ষ্যে জার্মানির সামাজিক গণতন্ত্রী দলের ( এস. পি. ডি ) নির্বাচনী প্রচার অভিযান শুরু, এই বিষয়গুলির উপর বিস্তারিত প্রতিবেদন উল্লেখ করার মতো৷ আর এই প্রতিবেদন গুলি শুনে ঘটনাগুলি সম্বন্ধে বেশ একটা সুস্পষ্ট ধারণা এবং সাম্প্রতিকতম পরিস্থিতি পেয়ে যাচ্ছি৷ এই সব গুরুত্ত্বপূর্ণ

ঘটনাগুলির উপর ডয়চে ভেলে যেভাবে সজাগ দৃষ্টি রেখে ও নিরপক্ষ বিশ্লেষণের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিবেশন করে

যাচ্ছে তা প্রশংসনীয়৷ জার্মান ফেডারেল নির্বাচন ২০০৯ নিয়ে অনুষ্ঠানের মাধ্যমে এবং ওয়েবসাইটে নানান তথ্য পরিবেশনার

অনুরোধ রইলো৷ সুভাষ চক্রবর্তী, শাস্ত্রী ভবন, নতুন দিল্লী, ভারত৷

প্যালেস্টাইনের নারী সাংবাদিকতা প্রসঙ্গে নায়লা খলিলের কৃতিত্ব ও তাঁর বক্তব্য নিয়ে প্রতিবেদন এবং সেইসাথে পুরুষ ও নারী সাংবাদিকতায় বৈষম্য সম্পর্কে কলকাতার সাংবাদিক শতরূপা দে ও মালিনী ভট্টাচার্যের সাক্ষাৎকার ভীষণ ভালো লাগলো৷ এসব নিয়ে অত্যন্ত সুন্দর একটি মোনালিসা পর্ব এ সপ্তাহে উপহার দেয়ার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

মোনালিসা পরিবেশনায় নারী সাংবাদিকদের পেশাগত সমস্যার আলোকে ছোট্ট সাক্ষাৎকারসহ আলোচনাটি ভালো লাগলো৷ দৃঢ়চেতা সাংবাদিক নায়লার সংগ্রামের কাহিনী বেশ উদ্দীপ্তপূর্ণ৷ তবে এটা পরিস্কার যে নারী সাংবাদিক সে যে দেশেরই হোক না কেন, লড়াই তাঁদের সকলেরই এক৷ লিসা ব্যানার্জী সহকারী শিক্ষক, কলকাতা ব্লাইন্ড স্কুল, ভারত৷