বাড়িতে পানি ঢুকে পড়ায় | পাঠক ভাবনা | DW | 29.07.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাড়িতে পানি ঢুকে পড়ায়

ভারতের সাথে জার্মানির কুটনৈতিক, মৈত্রী ও সহযোগিতার সম্পর্ক বহুদিনের৷ আমরা দেখেছি যে অতীতে ভারত সাবেক পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানির সাথে ...

সমান তালে ঘনিষ্ঠ কুটনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছিল৷ দুই জার্মানির একত্রীকরণের পরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ হয়েছে৷এরই প্রেক্ষাপটে জার্মানি - ইউরোপ শীর্ষক ফিচার পরিবেশনায় ভারত ও জার্মানির মধ্যে মৈত্রী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার বিভিন্ন দিক, আশা ও আগামী দিনের সম্পর্কের পথে চ্যালেঞ্জ নিয়ে একটি পরিবেশনার অনুরোধ রইলো , শুভেচ্ছাসহ, সুভাষ চক্রবর্তী, শাস্ত্রী ভবন, নতুন দিল্লী, ভারত

আজ সকালের অধিবেশনে শুনলাম ১৯৯১ সালের নোবেল শান্তি পুরষ্কার বিজয়িনী মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের যুগপৎ পুরোধা এবং প্রতীক অং সান সু চি’কে মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের সর্ব্বোচ্চ সম্মান, ২০০৯ সালের বিবেকের দূত হিসেবে পুরষ্কারে ভূষিত করেছেন৷ খবরটি শুনে খুবই ভালো লেগেছে৷ ডয়চে ভেলের মাধ্যমে মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক অং সান সু চি’কে তাদের সর্ব্বোচ্চ সম্মান পুরস্কারটি প্রদানের জন্য৷ রাতের অধিবেশনে শুনলাম অবিরাম বর্ষণে বাংলাদেশের রাজধানী ঢাকায় পানিতে ডুবে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে ৫ শিশু মারা গেছে৷ এছাড়া ঢাকার বিভিন্ন রাস্তা ও অলিগলি পানিতে ডুবে গেছে৷ প্রতিবেদনটিকে আমরা শতভাগ সমর্থন করছি৷ সত্যি কথা বলতে কি আমরা মিরপুরে যে আবাসিক এলাকায় বসবাস করছি সেখানের রাস্তা গুলি এখন সম্পুর্ণ পানির নিচে৷ আমাদের বাসার নিচতলায় গলা পরিমান পানি৷ বাসা থেকে বের হওয়ার মত কোন পরিস্থিতিই নেই৷ বাড়িতে পানি ঢুকে পড়ায় নিচতলার ভাড়াটিয়ারা নিরাপদ আশ্রয়ের অন্যত্র চলে গেছেন৷ বাসার সকল আসববপত্র পানিতে ডুবে একাকার৷ অফিসে যাওয়ার আগ্রহ থাকলেও পানির কারনে বাসা থেকে বের হতে পারিনি৷ এ সপ্তাহের সুধিসমাজ পর্বে শিশু শিক্ষা নিয়ে প্রতিবেদনে শিশু শিক্ষাকে অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে ভারত সরকারের আইন প্রনয়নের বিষয়টি জানতে পারলাম ৷ বিশ্বের প্রতিটি সরকারের উচিত প্রাথমিক শিক্ষাকে শিশুর অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া এবং অবৈতনিক ভাবে বাধ্যতামূলক করা এছাড়া গরিব অসহায় পরিবারের শিশুরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা৷ শুধু শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করলে হবেনা সেখানে (শিক্ষাঙ্গনে) আধুনিকতার ছোঁয়াও থাকতে হবে৷ গরিব অসহায় পরিবারের শিশুরা শিক্ষার ছোঁয়া পাচ্ছে কিনা অথবা পেয়ে না থাকলে তার কারণ কি সেটি সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং শক্ত ভাবে মনিটরিং করতে হবে৷ আমরা কাজ করতে যেয়ে দেখেছি বাংলাদেশে প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও তার অবকাঠামো খুবই খারাপ৷ যেমন শিক্ষার পরিবেশ এবং মান নেই তেমনি অভিভাবকদেরও আগ্রহ বা দায়িত্ব নেই৷ এ বিষয়ে আমরা বিভিন্ন সময়ে অনুসন্ধান করে দেখেছি প্রাথমিক স্কুল থেকে ঝড়ে পড়া বেশিরভাগ শিশুর পরিবার গুলি খুবই অভাবগ্রস্থ, দরিদ্র এবং অশিক্ষিত৷ তাদের কাছে শিক্ষার চাইতে শ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ৷ আমরা এ ধরনের অনেক পরিবার দেখেছি যাদের পরিবারে দুবেলা খাবার জোটেনা অথচ তাদের শিশুকে প্রাথমিক স্কুলে দিয়েছে অবার কিছু দিন যাওয়ার পর তারাই আবার শিশুকে স্কুলে যেতে দেয়না৷ কারণ শিশুর পড়ালেখার জন্য যে পরিবেশ এবং শাররিক চাহিদা মেটানো প্রয়োজন সে সামর্থ তার পরিবারের নেই৷ ফলে সে বাধ্য হয়ে শিশুকে তার শিক্ষা থেকে বঞ্চিত করতে হচ্ছে এবং শিশু শ্রমে বাধ্য করছে৷ আমরা বাংলাদেশের বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চটার্মিনাল ও রেলওয়ে স্টেশনে দেখেছি এবং তাদের সাথে কথা বলে জেনেছি ৫ থেকে ১৪/১৫ বছরের ছেলে মেয়েরা তারা যখন এবয়সে স্কুলে লেখাপড়া করার কথা তারা এখন সে বয়সে মিস্ত্রীর কাজ, ভিক্ষা, যৌনকর্মী সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত শুধুমাত্র অভাবের কারণে৷ কাজেই সরকার শিক্ষাকে যতই অবৈতনিক করুকনা কেন যদি শিশুদের পরিবারকে রক্ষা করতে না পারে, অর্থনৈতিক সহযোগিতা দিতে না পারে, কর্মসংস্থান বা আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে তবে এই শিক্ষাকার্যক্রম মেরুদন্ডহীন হয়ে থাকবে৷ কাজেই শিশুকে শিক্ষার পরিবেশ করে দিতে হলে প্রথমে তার পরিবারকে সমর্থন বা সহযোগিতা দিতে হবে৷ সুধী সমাজে আরো জানতে পারলাম চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেশ বাড়ছে৷ সবকিছু মিলিয়ে বলা যায় এপর্বটি ছিল বেশ শিক্ষনীয় এবং গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে শিশু শিক্ষা৷ কারণ আমি, আমরা এবং আমাদের ক্লাব শিশু শিক্ষা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে৷ ওয়েবসাইট ভিজিট করে দেখেছি বাংলাদেশে দুর্লভ প্রজাতির চিতা বাঘের সন্ধান প্রতিবেদনটি৷ প্রতিবেদনে জানতে পারলাম রাঙ্গামাটি জেলার মিয়ানমার এবং মিজোরাম সীমান্তের একটি গ্রামে গ্রামবাসী দুর্লভ প্রজাতি চিতা বাঘের একটি শাবককে ধরে খাঁচায় আটকে রাখে৷ গ্রামবাসীকে বোঝানোর পর তারা তিনমাস বয়সী এই দুর্লভ প্রজাতির চিতা বাঘের শাবকটিকে ছেড়ে দিতে রাজি হয়েছে৷ বাংলাদেশ বন্য প্রাণী সংরক্ষণ সংস্থার মাধ্যমে চিতা বাঘের শাবকটি উদ্ধার হয়েছে জেনে ভালো লাগল৷ সংস্থাটির কাছে অনুরোধ তারা যেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিলুপ্ত বন্য প্রাণীদের সংরক্ষনে সচেতনতা এবং প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন৷ সাইবার অপরাধ ঠেকাতে একাট্টা হওয়ার আহ্বান মাইক্রোসফটের প্রতিবেদনটি গুরুত্বের সাথে পড়লাম৷ মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টার এর পরিচালক মাইক রিভে ঠিকই বলেছেন, হ্যাকারদের আক্রমন জটিলতর হয়ে উঠছে৷ হ্যাকারদের চেয়ে এগিয়ে থাকতে হলে অবশ্যয় সবাইকে একযোগে কাজ করতে হবে৷ বিশ্বে এখন কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহার যে হারে বাড়তে চলেছে সেখানে গ্রাহকরা প্রতিনিয়ত সাইবার অপরাধীদের ভয়ে আতঙ্কিত৷ নির্মাতা প্রতিষ্ঠানগুলির কাছ থেকে সাইবার অপরাধের বিষয়ে একটি সুষ্ঠ সমাধান এবং নিরাপত্তা অবশ্যই আশা করেন কম্পিউটার ব্যবহারকারীরা৷ ফেঁসে যেতে পারেন জ্যাকসনের চিকিৎসক” প্রতিবেদনটিও দেখলাম। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুতে যদি তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. কনরাড মারে জড়িত থাকেন তবে আমরা জ্যাকসনের ভক্ত হিসেবে ঐ চিকিৎসকের বিচার চাই৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, হাজেরা বেগম, জোবেদা রিনা, সুবর্ণা আক্তার রিয়া, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা বাংলাদেশ৷