এই মহান লেখকের সাথে পরিচিত হতে পারলাম | পাঠক ভাবনা | DW | 28.07.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এই মহান লেখকের সাথে পরিচিত হতে পারলাম

লেখক ফ্রাংক ম্যাকোর্টের জীবনের করুণ কাহিনী শুনলাম নন্দন পরিবেশনায়৷ হৃদয় ছুঁয়ে গেলো ৷ ভালো লেগেছে সাক্ষাৎকারটি৷ সুমন্ত , আলুপট্টি, রাজশাহী, বাংলাদেশ৷

ডয়চে ভেলের নন্দন অনুষ্ঠানটির প্রতি ভালো লাগা আজ ভালোবাসায় পরিণত হয়েছে৷ অনবদ্য এই অনুষ্ঠানটি শ্রোতাদের ইউরোপের সমৃদ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক জগতের সাথে পরিচিত হওয়ার লক্ষ্যে এক উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে৷ এই যেমন গতকাল রাতের নন্দনে সদ্য প্রয়াত আয়ারল্যান্ডের মহান লেখক ফ্রাংক ম্যাকোর্ট এর প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে আমরা এই মহান লেখকের সাথে পরিচিত হতে পারলাম৷ সেই সাথে তাঁরই আত্মজীবনী সম্পর্কে যেটুকু তথ্য পেলাম তাতে এ্যাঞ্জেলাস এ্যাসেজ বইটি পড়বার অনুপ্রেরণাও পেয়ে গেলাম৷ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপকের সাক্ষাৎকার অনেকদিন মনে থাকবে৷ সুভাষ চক্রবর্তী, শাস্ত্রী ভবন, নতুন দিল্লী, ভারত৷

এ সপ্তাহের নন্দন পরিবেশনায় এ্যাঞ্জেলাস এ্যাসেজ এর চুম্বক অংশ শ্রোতাদের মাঝে চমৎকার ভাবে তুলে ধরায় ডয়চে ভেলেকে ধন্যবাদ ৷ সেতুবন্ধ পর্বে নেদারল্যান্ডর্সে অনুষ্ঠিত সুফি আন্দোলন সম্মেলন নিয়ে আলোচনা ও আনোয়ারুল করিমের স্বাক্ষাতকার এবং নন্দনে সদ্য প্রয়াত আয়ারল্যান্ডের বিখ্যাত লেখক ফ্রাংক ম্যাকোর্ট এর জীবনী নিয়ে আলোচনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড.সৈয়দ মনজুরুল ইসলামের স্বাক্ষাৎকার শুনে বেশ ভাল লেগেছে ৷ ফ্রাংক ম্যাকোর্ট এর সাড়াজাগানো আত্নজীবনী মূলক গ্রন্হ এ্যাঞ্জেলাস এ্যাসেজ এর চুম্বক অংশ শ্রোতাদের মাঝে চমৎকার ভাবে তুলে ধরায় ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৪, সেকশন- ৭, রোড- ২, মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ৷