1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলার হুমকি দিল ইরান

২৫ জুলাই ২০০৯

ইরানের বিপ্লবী প্রহরী বাহিনী বলেছে, ইহুদি রাষ্ট্র থেকে ইরানের উপর কোন হামলা হলে ইরানও পাল্টা ইসরায়েলের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালাবে৷ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রহরী বাহিনীর এই হুঁশিয়ারি বার্তা সম্প্রচার করা হয়েছে৷

https://p.dw.com/p/IxP3
ডিমোনায় ইসরায়েলের অন্যতম পারমাণবিক স্থাপনাছবি: AP

ইরানের নিয়মিত প্রতিরক্ষা কাঠামোর বাইরে বিশেষ বাহিনী হচ্ছে এই রেভলুশনারি গার্ড৷ তারা মূলত সেনাবাহিনীর একটি বিশেষ শাখা যারা আদর্শগত মূল্যবোধে পরিচালিত৷ এই বাহিনীর প্রধান মোহাম্মদ আলি জাফরি শনিবার বলেন, ইসরায়েলের জায়নিস্ট প্রশাসন যদি ইরানের উপর কোন ধরণের হামলা চালায়, তবে আমরা অবশ্যই তাদের পারমাণবিক স্থাপনার উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাবো৷ ইরানের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-আলমকে দেয়া সাক্ষাৎকারে জাফরি এই হুমকি দেন৷ বিপ্লবী প্রহরী বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের ঠিক এক দিন আগে জাফরি এই হুমকি উচ্চারণ করলেন৷ এর আগে গত মার্চেও তিনি প্রায় একই ধরণের বিবৃতি দিয়েছিলেন৷

জাফরি বলেন, ইসরায়েলের ইহুদিবাদী প্রশাসন এবং আমাদের অন্যান্য শত্রুদের বোকামির জন্য আমরা কোনভাবেই দায়ী নই৷ তারা যদি ইরানে আক্রমণ চালায়, আমাদের জবাব হবে অত্যন্ত সূক্ষ ও দৃঢ়৷ তিনি বলেন, ইসরায়েল পুরোপুরি ইরানের আওতার মধ্যে রয়েছে৷ ইসরায়েলের যে কোন হামলার সমুচিত জবাব দেয়ার ক্ষমতা ইরান গত দু'বছরে যথেষ্ট মাত্রায় অর্জন করেছে বলে উল্লেখ করেন জাফরি৷ উল্লেখ্য, ইরানের নেতারা ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে প্রায়ই মন্তব্য করতে অস্বীকৃতি জানান৷ তারা বলেন, ইরানের প্রতি হুমকি হওয়ার অবস্থানে নেই ইসরায়েল৷ তাঁদের ভাষ্য, ইরানের ওপর কোনো ধরণের হামলা হলেই মার্কিন স্বার্থ ও ইসরায়েলে হামলা চালিয়ে তার জবাব দেওয়া হবে৷

Iran Atomkraft
দক্ষিণ ইরানে বুশেহর পারমাণবিক প্রকল্পছবি: dpa

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের আশংকা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে৷ কূটনৈতিক আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে ফিরিয়ে আনতে ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ গ্রহণের সম্ভানাও উড়িয়ে দেয়নি পশ্চিমা শক্তি৷ তবে ইরানের জবাব হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্যেই তাদের এই কর্মসূচি৷ এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে একমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে বলে বিশ্বাস করা হয়৷ ইসরায়েলের আশংকা, ইরানের পরমাণু কর্মসূচি এই ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি৷ কেননা, ইরান কখনই ইসরায়েলকে স্বীকৃতি দেয় না৷ এমনকি বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ একাধিকবার ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সাগর সরওয়ার