৫৫ কোটি লাল গোলাপের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 17.07.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

৫৫ কোটি লাল গোলাপের শুভেচ্ছা

শুক্রবার জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলার ড. আঙ্গেলা ম্যার্কেলের ৫৫তম জন্মদিন৷ শুভ জন্মদিনে আমাদের সকলের প্রিয় অ্যাঞ্জিকে জানাই ৫৫ কোটি লাল গোলাপের শুভেচ্ছা৷ চৈতালী ও ড.সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

আঙ্গেলা ম্যার্কেল

আঙ্গেলা ম্যার্কেল

ডয়চে ভেলে বাংলা বিভাগের সকলকে শুভেচ্ছা৷ এসপ্তাহে ম্যাগাজিন অনুষ্ঠান মোনালিসা পর্বে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রধান বিচারপতি হতে চলা সোনিয়া সোটোমেয়রকে নিয়ে আলোচনা এবং বাংলাদেশের অন্যতম আইনজীবী সারাহ হোসেনের সাক্ষাৎকার বেশ ভাল লাগল৷ এর কারণ বিশ্বের অন্যতম একটি পরাশক্তি বা ক্ষমতাধর দেশের প্রথম প্রধান নারী বিচারপতি হতে চলেছেন তিনি ৷ গত ২৬শে মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সোনিয়া সোটোমেয়র-কে মনোনয়ন দিয়ে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ আমরা আশা করবো সোনিয়া সোটোমেয়র সিনেটেরও অনুমোদন পেয়ে যাবেন৷ আমরা আরো আশা করবো পূর্বে তিনি তার কাজ যেভাবে দায়িত্বের সাথে পালন করেছেন এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেও তিনি তার দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন সকল রাজনীতির উর্দ্ধে থেকে৷ কোন রাজনৈতিক চাপ বা বাধার কাছে যেন তিন নারী বলে নতিস্বীকার না করেন৷ সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভকামনা থাকলো যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রধান বিচারপতি হতে চলা সোনিয়া সোটোমেয়র এর প্রতি৷ ধন্যবাদ জানাচ্ছি ডয়চে ভেলেকেও৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, হাজেরা বেগম, সুবর্ণা আক্তার রিয়া, সাউথ এশিয়া রেডিও ক্লাব, মিরপুর, ঢাক, বাংলাদেশ

বর্ধমানের মঙ্গলকোটে ঘটনা নিয়ে ডয়চে ভেলের পরিবেশনা ভালো লাগলো৷ রাজনীতি যে একটা নোংরা খেলা তা প্রমাণ করলো এই ঘটনা৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ প্রকৃত ঘটনা সাহসের সঙ্গে পরিবেশন করার জন্য৷ মঙ্গলকোট নিয়ে আরো পরিবেশনা চাই৷ রতন কুমার পাল, দৌলতপুর, ভারত৷

এ সপ্তাহে প্রচারিত মোনালিসা খুব ভালো লাগলো৷ সোনিয়া সোটোমেয়র মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আসন অলঙ্কৃত করতে চলেছেন যা সত্যিকার অর্থেই নারীদের সমান মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে৷ এ বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গে সারা হোসেনের সাক্ষাৎকার অনবদ্য হয়েছে৷ সমৃদ্ধ ও আকর্ষণীয় পরিবেশনার জন্য জয়চে ভেলেকে ধন্যবাদ৷ সিম্মী আহমেদ, অপার ইনফরমেশন কর্নার, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

সোনিয়া সোটোমেয়র নিঃসন্দেহে একজন দক্ষ বিচারক৷ উনি সঠিকভাবে উনার দায়িত্ব পালন করবেন৷ ডয়চে ভেলের মাধ্যমে উনাকে ধন্যবাদ জানাচ্ছি৷ দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ, বাংলাদেশ৷

নির্বাচিত প্রতিবেদন