গুগল ক্রোম, এ যেন সবপ্নের চেয়েও বেশী কিছু.. | পাঠক ভাবনা | DW | 13.07.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গুগল ক্রোম, এ যেন সবপ্নের চেয়েও বেশী কিছু..

এ সপ্তাহের মেইল বক্স পরিবেশনাটি ছিলো জ্ঞানের বাক্স যা থেকে আমরা অনেক তথ্য লাভ করেছি ও উপকৃত হয়েছি৷ আবদুস সলাম সিদ্দীক, কান্দুলিয়া, আসাম, ভারত৷

এই সপ্তাহের এই প্রজন্ম পরিবেশনায় আড়াই হাজারের বেশি তরুণ তরুণীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে চ্যান্সেলার হবার স্বপ্ন নিয়ে রাজনৈতিক অর্থনৈতিক নির্ধারিত নানা বিষয়ে তাৎক্ষণিক দক্ষ্তার প্রমাণ দেয়ার অভিনব টক শো সম্পর্কে শুনে বিস্মিত হলাম৷ স্কুল ছাত্রদের বিতর্কিত হওয়ার বিষয়টিও বেশ মজার৷

এ সপ্তাহের সেতুবন্ধ পরিবেশনায় বিভিন্ন দেশের পারস্পরিক সৌহার্দ, সহানুভূতি এবং সহযোগিতার বন্ধন সৃষ্টি জার্মানিতে ইসলাম সম্মেলন থেকে মূল শিক্ষা নেয়া উচিৎ আর পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সবাইকে একজোট হওয়া এখন সময়ের দাবী৷ শেখ জিয়াউর রহমান, কালীগঞ্জ, সাতক্ষীরা, বাংলাদেশ৷

এ সপ্তাহের মেইল বক্স পরিবেশনায় বাংলা বিভাগের নতুন দুইজন সহকর্মীর সাক্ষাৎকার এক কথায় অনন্য৷ নতুন সহকর্মীদের স্বাগত ও অভিনন্দন জানাই৷ আশা রাখবো তাঁরা দুজন ডয়চে ভেলের সাধ্য সীমার মধ্যে শ্রোতাবন্ধুদের আশা যথাসম্ভব পূরণে সমর্থ হবেন৷ তাদের প্রবাসী জীবন আনন্দময় ও শুভ হোক- প্রত্যাশা রাখছি৷ বিশ্বনাথ মন্ডল, ইসলামপুর, মুর্শিদাবাদ, ভারত৷

এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান পরিবেশনায় শিশু বিশেষজ্ঞ ড. মোল্লার সাক্ষাৎকার , মহাকাশযানে চন্দ্রাভিযানের কথা ও সাগরে মাছ কমে যাবার কারণ সম্পর্কে জেনে খুব ভালো লাগলো৷ বিকাশ ভট্টাচার্য, বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

গুগলের মহারণ ঘোষণা শিরোনামের ফিচারটি দেখলাম৷ গুগল ক্রোম, এ যেন সবপ্নের চেয়েও বেশী কিছু৷ ডিজিটাল স্বর্গের নিপুণ বাস্তবায়ন৷ গুগল অপারেটিং সিস্টেম তৈরী করবে- সেটা কিনতে হবে না৷ ওপেন সোর্স ঘরানার এই সিস্টেম কম্পিউটারে কিংবা সিডিতে সংরক্ষণ করতে হবে না৷ ব্রাউজিং সুবিধাসহ এই অপারেটিং সিস্টেমটি গুগলের সার্ভার ফার্মেই পাওয়া যাবে বিনামূল্যে৷ বর্তমানে প্রচলিত যেকোন অপারেটিং সিস্টেমের চেয়ে এর গতি হবে অনেক বেশী, ব্যবহার করা যাবে খুব সহজেই আর ভাইরাস কিংবা হ্যাকার থেকে এটি থাকবে নিরাপদ৷ এরূপ আরও অনেক সুবিধা থাকবে এই ক্রোম নামের অপারেটিং সিস্টেমে৷ কম্পিউটার যাদের নিত্য সঙ্গী, তাদের কাছে এই খবর কত আনন্দের তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ আর সংবাদটি ডয়েচে ভেলের ওয়েব সাইটে প্রথম পেয়ে নিজের কাছেও খুব ভাল লাগছে৷ কারণ, ডয়েচে ভেলের ওয়েব সাইট বা বেতার মানেইতো আমার ওয়েব সাইট আমার বেতার!!!
আমি প্রতিদিনই গভীর মনোযোগের সাথে খেয়াল করছি যে, এই ওয়েব সাইটটি সার্বক্ষণিকভাবে আপডেট হচ্ছে খবরে, ছবিতে, রং এবং শৈল্পিক ডিজাইনে৷ তাই ডয়েচে ভেলের ওয়েব সাইটটিই আমার কাছে সেরা ওয়েব সাইট৷ সেটা শুধু সংবাদে নয়, শৈল্পিক বিচারেও৷ ধন্যবাদ ডয়েচে ভেলেকে ৷ মোস্তফা কামাল, ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের সকলকে শুভেচ্ছা৷ আমরা এখন প্রতিদিন ডয়চে ভেলের ওয়েবসাইট ভিজিট করি। ডয়চে ভেলের নিয়মিত আপডেট সংবাদ আমাদেরকে মুগ্ধ করে চলেছে। এটা কোন বাড়িয়ে বলা নয়! সত্যি বলছি বিবিসি, ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটের তুলনায় ডয়চে ভেলের ওয়েবসাইট অ-সাধারণ! ডয়চে ভেলে শ্রোতাদের কথা বুঝে কিংবা শ্রোতাদের চাহিদা কী তা জানার চেষ্টা করে এবং শ্রোতাদের সময়ের চাহিদা পুরণ করতে নিজেদের সবসময় রানার’র (ডাকপিয়ন) মত নিয়োজিত রাখে। আমরা বিশ্বাস করি একটি বেতারের মূল প্রাণ শ্রোতা৷ আর শ্রোতাদের জন্যই এতসব আয়োজন৷ যে বেতার যত বেশি শ্রোতাদের চাহিদা মেটাতে পারবে অথবা তাদের মতামতের মূল্যায়ন করবে তারা তত বেশী শ্রোতানন্দিত হবে৷ ডয়চে ভেলে বাংলা ভাষাভাষি শ্রোতাদের কাছে কতটা জনপ্রিয়তা অর্জন করেছে তার সঠিক ব্যাখ্যা করা অসম্ভব, যদিনা ব্যবহারকারীর সংখ্যা জানা না যায়৷ এরপরেও নির্বিগ্নে বলা যায় অন্যদের তুলনায় ডয়চে ভেলের ওয়েব ভিজিটকারীর সংখ্যা অনেক অনেক বেশী! আপনাদের কাছে আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি প্রস্তাব রাখছি সেটা হচ্ছে, প্রতিদিন ডয়চে ভেলের ওয়েবসাইট কতজন শ্রোতা/ পাঠক ভিজিট করছেন তার একটি পরিসংখ্যান জানার ব্যবস্থা রাখুন৷ তাহলে যে কোন ভিজিটর দেখতে পেল ঐ দিন বা ঐ সময় পর্যন্ত কতজন বা কতবার ব্যবহার করা হয়েছে৷ আপনারা এই পদ্ধতি ব্যবহারের জন্য বাংলাদেশের যে কোন একটি জাতীয় দৈনিকের সহায়তা নিতে পারেন৷ আর এটি সম্ভব না হলে আপনাদের কাছে আরেকটি অনুরোধ রাখছি তা হল, বাংলাদেশ এবং ভারতে কয়েক শতাধিক শ্রোতা ক্লাব রয়েছে যারা নিয়মিত আপনাদের ওয়েবসাইট লগইন করে থাকে৷ আমাদের প্রস্তাবটি হল, যে সকল শ্রোতা ক্লাব সংগঠকরা আপনাদের ওয়েবসাইট ভিজিট করছে তাদের পরিসংখ্যানটি জানার ব্যবস্থা রাখুন এবং যে সকল শ্রোতা ক্লাব থেকে ওয়েবসাইট ভিজিট করা হয়েছে সে সকল ক্লাবের নাম ব্যবহারকারীর নামে প্রকাশ করুন৷ এতে করে রিতিমতো একটি প্রতিযোগিতা শুরু হয়ে যাবে শ্রোতা সংঘের সদস্যদের মধ্যে৷ কারণ সকল শ্রোতা ক্লাবের কর্মকর্তারা চাইবেন তাদের ক্লাবের নাম ডয়চে ভেলের ওয়েবসাইট ব্যবহারকারীর তালিকায় স্থান পাক৷ আমরা মনে করি আপনাদের মতামত বিভাগে শ্রোতাদের মতামত যে ভাবে জনপ্রিয় হয়ে উঠেছে সেভাবে এটিও জনপ্রিয় হয়ে উঠবে৷ এতে করে শ্রোতা ক্লাব গুলি যেমন ডয়চে ভেলের ওয়েবসাইট ব্যবহারে সক্রিয় হয়ে উঠবে তেমনি ডয়চে ভেলেও তার ওয়েবসাইট ব্যবহারকারীর প্রকৃততথ্য জানতে পারবে৷ আমাদের এই ক্ষুদে প্রস্তাবটি আপনাদের পরিকল্পনায় নেওয়া যাবে কিনা এবিষয়ে বিস্তারিত মেলবক্স অনুষ্ঠানে জানাবেন এবং আপনাদের মতামত বিভাগে প্রকাশ করার অনুরোধ থাকল৷ এবার ক্লাব কর্মকান্ড সম্পর্কে বলছি জন্ম নিবন্ধন-সবার প্রয়োজন এই শ্লোগানকে সামনে রেখে গত ৩ জুলাই জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০০৯ উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মঞ্জুর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা.আ ফ ম রুহুল হক, বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়) উপদেষ্টা অধ্যাপক ডা.সৈয়দ মোদাচ্ছের আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক (যুগ্ন সচিব) আ.ক.ম.সাইফুল ইসলাম চৌধুরী এবং ইউনিসেফ-র বাংলাদেশস্থ প্রতিনিধি ক্যারেল ডি রয়৷

উল্লেখ্য সাউথ এশিয়া রেডিও ক্লাব ভাসমান সুবিধাবঞ্চিত শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে শিশুদের নিবন্ধনের ডাটা সংগ্রহ এবং ডাটা এন্ট্রি দিয়ে সনদপত্র বিতরণের মাধ্যমে সহযোগিতা করে আসছে৷ তাছলিমা আক্তার লিমা, হাজেরা বেগম, সুবর্ণা আক্তার রিয়া,

সাউথ এশিয়া রেডিও ক্লাব (ঢাকা শাখা),

মিরপুর, বাংলাদেশ৷

এ সপ্তাহের জ্ঞান - বিজ্ঞান ফিচার পর্বে শিশুদের টীকাকরণও মানসিক পীড়া নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের শিশু বিশেষজ্ঞের

সাক্ষাতকার এবং আগামী দুই হাজার কুড়ি সাল নাগাদ চাঁদে নভোযাত্রী পাঠানোর নাসার পরিকল্পনা নিয়ে পরিবেশনা থেকে বিস্তারিত জেনে ভালো লাগলো, নাসার পরিকল্পনা সম্পর্কে আগামীতে আরও তথ্য জানতে চাই৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷