1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামিন পেয়েছেন শহীদুল আলম

১৭ জুন ২০০৯

বাংলাদেশের বিশিষ্ট ফটোসাংবাদিক শহীদুল আলম তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে জামিন পেয়েছেন৷ জামিন পাওয়ার পর তিনি ডয়চে ভেলেকে জানান, তার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে তা, বিনা ভিসায় ভারত থেকে বাংলাদেশে আসার জন্য৷

https://p.dw.com/p/ICHH
ছবি: cc-by Ahmed Arup Kamal

শহীদুল বলেন, ঘটনার সময় তিনি বাংলাদেশের ভেতরেই ছিলেন এবং বিএসএফ তাঁকে ডেকে ভারতীয় সীমান্তে নিয়ে যায়৷ আর মামলাটি ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য এই হিসাবে তাকে জামিন দেয়া হয়েছে৷ কুড়িগ্রামের রৌমারী ক্যাম্পের কমান্ডার দাউদ আলি, বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে অতিক্রমের কারণে শহীদুলের বিরুদ্ধে এই মামলা করেন৷ এরপর কুড়িগ্রাম জেলা আদালত থেকে জামিন নেন শহীদুল৷

মঙ্গলবার ফটোসাংবাদিক শহীদুল ব্রহ্মপুত্র নদের উপর ন্যাশনাল জিওগ্রাফিক-এর হয়ে একটি কাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁকে ডেকে নিয়ে যায় এবং গ্রেপ্তার করে৷ শহিদুল আলম জানান, এসময় প্রাথমিকভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করা হলেও পরে তাঁকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয় ৷মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে তাঁকে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী বিডিআরের হাতে তুলে দেয়৷

বিষয়টি নিয়ে আর কোন আইনগত জটিলতা নেই বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন এই ফটোসাংবাদিক৷

প্রতিবেদক: ঝুমুর বারী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক