1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহীদুল আলমকে ছেড়ে দিয়েছে বিএসএফ

১৬ জুন ২০০৯

ভারতের সীমান্ত রক্ষী বাহিনী - বিএসএফ তাদের হাতে আটক দৃক-এর প্রতিষ্ঠাতা, নামি আলোকচিত্রী শহীদুল আলমকে ছেড়ে দিয়েছে৷ তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটক রাখার পর রাত ১১ টা ১৫ মিনিটের দিকে বিডিআর-এর কাছে হস্তান্তর করেছে বিএসএফ৷

https://p.dw.com/p/IBxZ
ছবি: cc-by Ahmed Arup Kamal

এর আগে তাঁর স্ত্রী রেহনুমা আহমেদ ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, তাঁর মুক্তির জন্য কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশ রাইফেলস – বিডিআর এর সাথে বিএসএফ-এর বৈঠক অনুষ্ঠিত হয়৷ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছিলেন, যে কোন সময় শহীদুল আলমকে মুক্তি দেয়া হতে পারে বলে তাঁকে বাংলাদেশ মিশন থেকে বলা হয়েছে৷

মঙ্গলবার বিকেলে বাংলাদেশের কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে বিএসএফ শহীদুলকে আটক করেছিল৷ পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর হয়ে ব্রহ্মপুত্র নদের উপর কাজ করছেন৷ এজন্য তিনি তিব্বত, চীন, ভারতসহ বেশ কিছু দেশে কাজ করেছেন৷ তিনি মঙ্গলবার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কাজ শুরু করেন৷ এর কিছু সময় পর বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায় বলে প্রকাশ৷ সন্ধ্যা ছয়টার দিকে শহীদুল আলম ভারতের রাহারপুর ক্যাম্প থেকে ফোন করে তাঁর আটক থাকার কথা জানান৷

প্রতিবেদক: ঝুমুর বারী, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক