আমার মা বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায় | পাঠক ভাবনা | DW | 02.06.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমার মা বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায়

আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ গত ৩০ মে ২০০৯ মেলবক্স অনুষ্ঠানে জানুয়ারী এবং ফেব্রুয়ারী ২০০৯ মাসের ধাঁধা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছিলো উক্ত ফলাফল ঘোষণায় ..

জানুয়ারী মাসের প্রথম পুরস্কার গ্রুন্ডিগ রেডিও বিজয়ী হিসেবে আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব থেকে আমার মা বিজয়ী হিসেবে নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত৷ সত্যি কথা বলতে কি গ্রুন্ডিগ রেডিও বিজয়ী হওয়ায় আমরা যে কতটুকু আনন্দিত হয়েছি তা চিঠির ভাষায় প্রকাশ করা সম্ভব নয়! আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব এর সদস্য হাজেরা বেগম জানুয়ারী মাসের প্রথম পুরস্কার রেডিও বিজয়ী হওয়ায় আমাদের ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে বিজয়ী হাজেরা বেগম এবং ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল কর্মকর্তা কর্মীবৃন্দদের লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ উল্লেখ্য আমরা ইন্টারনেটের মাধ্যমে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনে থাকলেও ঐদিন আমাদের এখানে আবহাওয়া খারাপ থাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিলো ফলে আমরা সে দিন আর অনুষ্ঠান শুনতে পারিনি কিন্তু তার পরদিন দুপুরে রাজশাহী থেকে এস.এম.জে. হাবিব ফোন করে আমাদের ক্লাব থেকে প্রথম পুরস্কার বিজয়ী হওয়ায় অভিনন্দন জানালে আমরা আনন্দে আত্নহারা হয়ে যাই! প্রথমে আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে আমাদের ক্লাব থেকে কেউ পুরস্কার পেয়েছে৷ পরে আমরা ডয়চে ভেলের ওয়েব সাইটে আপনাদের মতামত বিভাগে সংরক্ষিত অডিও ক্লিপ থেকে মেলবক্স অনুষ্ঠানটি শুনি৷ শুধু কি তাই! মেলবক্স অনুষ্ঠানটি আমরা একাধিকবার শুনেছি এবং ডাউনলোড করে রেখেছি৷ আনন্দ এবং খুশির সংবাদটি দেওয়ার জন্য ডয়চে ভেলের মাধ্যমে এস.এম.জে.হাবিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি৷ তাছিলমা আক্তার লিমা ,সাউথ এশিয়া রেডিও ক্লাব, বাড়ী- ৩৩৬, সেকশন- , রোড- ,মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ

শুরুতে আমাদের রেইনবো শ্রোতা সংঘের সকল সদস্য-সদস্যা ও কর্মকর্তাদের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন৷
আমরা আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শুনছি৷ আপনাদের প্রচারিত সব গুলো অনুষ্ঠানই আমাদের খুব ভাল লাগে৷ বিশেষ করে নিরপেক্ষ, তথ্য সমৃদ্ধ ও তাঁজা বিশ্বসংবাদ, চলতি ঘটনা, খেলাধুলার সংবাদ, বিজ্ঞান প্রযুক্তি, মেইলবক্স ইত্যাদি পরিবেশনা আমাদের খুব ভাল লাগে৷
গত ৩১/০৫/২০০৯ ইং তারিখে প্রচারিত বিজ্ঞান প্রযুক্তিতে জলবায়ুর পরিবর্তন নিয়ে প্রচারিত প্রতিবেদনটি ছিল সত্যি সময় উপোযুগী৷ এ অনুষ্ঠানটির মাধ্যমে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ অনুষ্ঠানটি প্রচার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ৷

ক্লাব কর্মকান্ডঃ গত ২৮ মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস ও ৩১ মে বিশ্ব ধুমপান বর্জন দিবস আমরা নানা কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযথভাবে পালন করেছি৷ এ উপলক্ষ্যে স্থানীয় ইউনিয়ন কমপ্লেক্স এ একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মত বিদায় নিচ্ছি৷
শুভেচ্ছান্তে, মোঃ ওবায়দুল্লাহ পিন্টু ,রেইনবো শ্রোতা সংঘ, আমলাসদরপুর উচ্চ বিদ্যালয়, আমলা, কুষ্টিয়া

চলতি বিশ্ব পরিস্হিতি নিয়ে স্পট রিপোর্টসহ প্রতিবেদন ও সাক্ষাৎকার আমরা দারুণভাবে উপভোগ করি৷ গতকাল রাতের অধিবেশনে বিশ্ব মন্দার প্রভাবে জেনারেল মোটর্সের দেওলিয়া ঘোষণা , ভারতে পঞ্চদশ লোকসভার প্রথম অধিবেশন , বাংলাদেশে বাজেট ঘোষণার পূর্বাভাস এবং আসিয়ান সম্মেলন ও উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা প্রসঙ্গে প্রতিটি রিপোর্ট ছিলো খুবই তথ্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ৷ ভালো লাগলো৷মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

এ সপ্তাহের নন্দনে পশ্চিমা ধ্রপদী সংগীতের ইওজেফ হাইডেনকে নিয়ে পরিবেশনাটি ভীষণ ভালো লেগেছে৷ হাইডেন সপ্তদশ শতাব্দীর অদ্বিতীয় সুরস্রষ্টা, সংগীতের অসামান্য কারিগর৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ মনোজিৎ বসাক, ফুলিয়া, নদীয়া, ভারত৷