বেলুনগুলো পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি | পাঠক ভাবনা | DW | 22.05.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বেলুনগুলো পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি

এসপ্তাহের জার্মানি -ইউরোপ পরিবেশনায় জার্মানির ইতিহাস সম্পর্কে যে ধারণা পেলাম তা অনেক ভালো লাগলো৷ কানন রানী টিকাদার, জলিরপাড়, বাংলাদেশ৷

শাদ ও সাদী, নর্থ কাফরুল, ঢাকা, বাংলাদেশ ৷

শাদ ও সাদী, নর্থ কাফরুল, ঢাকা, বাংলাদেশ ৷

আজকের সেতুবন্ধে জার্মানির বিভিন্ন স্কুলের অভিবাসী ছাত্রছাত্রীদের নিয়ে পরিবেশনাটি ভালো লেগেছে৷ মিনহাজউদ্দিন টিপনের সাক্ষাৎকারটি ছিলো চমৎকার৷ এমএইচ রনি, জিএস রেডিও শ্রোতাক্লাব, ভোলা, বাংলাদেশ৷

জার্মানি -ইউরোপ ভালো লাগলো৷ ফেডারেল জার্মানির ৬০ বছর নিয়ে এই অনুষ্ঠানে বহু অজানা তথ্য পেয়ে উপকৃত হলাম৷ ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ জার্মান বেসিক ল / সংবিধান নিয়ে আরো বিস্তারিত জানার ইচ্ছা রইলো৷ চৈতালী সরকার ও ড. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

এবারের মোনালিসা পরিবেশনায় কুয়েতের নির্বাচনে নারীদের অংশগ্রহণ ও বিজয় নিঃসন্দেহে সেখানকার গণতন্ত্রকে সুগভীর করবে৷ আমাদের কাছে এটা ইতিবাচক আশার কথা যা ন্যায্য সামাজিক অধিকার থেকে বঞ্চিত নারীদের সংগ্রামের পথ দেখাবে৷ কুয়েতের নারীদের নিয়ে এসপ্তাহের মোনালিসা চমৎকার লেগেছে৷ ভালো লাগলো পশ্চিম বঙ্গের তৃনমূল কংগ্রেসের সাংসদ রত্না দে নাগ এর সাক্ষাৎকার৷ অসংখ্য ধন্যবাদ আকর্ষণীয় পরিবেশনাটির জন্য৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

আমার সালাম নিবেন৷ আশা করি আপনারা সকলেই ভাল আছেন৷ আমিও ভাল আছি৷ আমি এখন প্রায় নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি৷ আপনাদের অনুষ্ঠান গুলো আমার ভাল লাগে৷ আমি এখন চতুর্থ শ্রেণীতে পড়ছি৷ আমার ক্লাসের বান্ধবীদেরকেও আপনাদের অনুষ্ঠান শুনতে বলেছি৷ কয়েকদিন আগে আপনার কাছে একটি চিঠি লিখেছিলাম৷ চিঠিতে আমি শুধু আপনার একটি ছবি চেয়েছিলাম আপনি আমার জন্য কয়েকটি বেলুন এবং অনুষ্ঠান সূচী পাঠিয়েছিলেন৷ আমি সেগুলো পেয়েছি ৷ বেলুনগুলো পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছি৷ আমার জন্য এবার কয়েকটি কলম, ব্যাজ ও স্টিকার পাঠাবেন৷ যেগুলো আমি আমার বান্ধবিদের দিতে চাই৷ আমার বিশ্বাস তারা এগুলো পেলে খুশি হবে৷ আপনাদের ছোট্ট বন্ধু, শ্রাবণী, প্রযত্নে, তাছলিমা আক্তার লিমা ,সাউথ এশিয়া রেডিও ক্লাব,মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ