শ্রোতারা আর ডয়েচে ভেলের কর্মীরা সবাই মিলে-মিশে একাকার | পাঠক ভাবনা | DW | 20.04.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শ্রোতারা আর ডয়েচে ভেলের কর্মীরা সবাই মিলে-মিশে একাকার

নববর্ষের বিশেষ মেইল বক্স অনুষ্ঠানটি আমাদের কাছে চাওয়ার চেয়েও বেশী ভাল লেগেছে...

আমার মনে হয়, যে কোন বেতারে আমার শোনা সবচেয়ে সুন্দর-হৃদয়গ্রাহী ও উপভোগ্য আসর ছিল এটি৷ নববর্ষ উপলক্ষে শ্রোতাদের উদ্দেশ্যে ডয়েচে ভেলের এর চেয়ে উত্তম কোন উপহার আর হতে পারে না৷ এতবেশী সংখ্যক শ্রোতার এমন প্রাণবন্ত অংশগ্রহণ এর আগে কখনও ঘটেনি৷ আর এক আসরে ডয়েচে ভেলের পুরো পরিবারকে আমরা এর আগে কখনও পাইনি৷ সব মিলিয়ে এমন সুন্দর মেইল বক্স পেয়ে আমরা রীতিমত আবেগাপ্লুত৷ আমরা শ্রোতারা আর ডয়েচে ভেলের কর্মকর্তারা যেন সবাই মিলে-মিশে একাকার হয়ে গিয়েছিলাম৷ মোঃ মোস্তফা কামাল , ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক-বাংলাদেশ ,৫২৩/১, নর্থ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬, বাংলাদেশ৷

আমার এবং আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ এখন রেডিওতে প্রচারিত অনুষ্ঠান এবং ওয়েবসাইটের হালনাগাদ সম্পর্কে কিছু লিখছি৷ বিশ্ব সংবাদে বাংলাদেশে শুক্রবার রাতে উপকূলীয় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় বিজলী অতিক্রম করার সংবাদটি গুরুত্বের সাথে প্রচার করায় আপনাদের ধন্যবাদ৷ ঘুর্ণিঝড়ের কবলে পড়ে কক্সবাজারে যে দুইজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন আমরা তার রুহের মাগফেরাত কামনা করি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি৷ ঘূর্ণিঝড় বিজলী শক্তিশালী না হওয়ায় এবং ক্ষয়ক্ষতির পরিমান তুলনামুলক কম হওয়ায় মহান আল্লাহ তায়ালার নিকট আমরা কৃতজ্ঞ৷ ঢাকার প্রতিবেদক ঘুর্ণিঝড় বিজলীর উপর সংবাদটি দ্রুত ইন্টারনেটে হালনাগাদ করায় ধন্যবাদ৷ একই বিষয়ের উপর বিজ্ঞান ও প্রযুক্তিতে নারীর নামে ঘুর্ণিঝড় শির্ষক প্রতিবেদনটিও বেশ ভালো লেগেছে কারণ কেন ঘূর্ণিঝড় গুলির নাম নারীদের নামে করা হয়েছে এ সম্পর্কে আমাদের কোন ধারণা ছিলোনা৷ প্রতিবেদনটি পড়ে আমরা রীতিমতো অবাক হয়েছি৷ ঘূর্ণিঝড়ের নামকরণ দেখে এখন আমাদের মনেও একিরকম প্রশ্ন জেগেছে, যে মেয়েরা কি এতই বিধ্বংসী? নাকি ইচ্ছা করেই এমন নাম দেওয়া হচ্ছে ? যদি ঘূর্ণিঝড় গুলির নাম সত্যিই কোন উদ্দেশ্যমূলকভাবে মেয়েদের নামে দেওয়া হয়ে থাকে তবে আমরা তার বিরোধীতা করছি৷ এত সুন্দর বিশ্লেষণমূলক তথ্য শ্রোতাদের কাছে তুলে ধরার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিতে হয় আমাদের সবার পক্ষ থেকে৷

আজ বিশ্ব সংবাদে শুনলাম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবার সঙ্গে তার দেশের নতুন সম্পর্ক শুরু করবেন৷ তিনি যে ঘোষণা দিয়েছেন আমরা তাতে আনন্দিত৷ আমরা আশা করবো বিশ্ব এত দিন আমেরিকার যে আগ্রাসী ভূমিকা দেখেছে এবং বিশ্ব ব্যাপী আমেরিকার প্রতি মানুষের যে ঘৃনা সৃষ্টি হয়েছে এখন বারাক ওবামা সেই আগ্রাসী ভূমিকা থেকে ফিরে এসে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন৷ আমরা এও আশা করবো ওবামা কিউবা নীতি পরিবর্তন করে তাদের সাথে দীর্ঘ দিনের অবিশ্বাসের পথ দুর করতে যে শান্তিপূর্ণ পদক্ষেপ গ্রহন করেছেন তা বাস্তবায়ন করে বিশ্ববাসিকে তার নীতির দৃষ্টান্ত দেখাবেন শিঘ্রই৷

শিশুদের পর্নোগ্রাফিতে ব্যবহার করা হয়েছে এমন ওয়েবসাইটগুলোতে বাধা সৃষ্টি করতে জার্মানির যে পাঁচটি ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানি রাজি হয়েছে তাতে আমরা সাধুবাদ জানাচ্ছি৷ আমরা আশা করবো বিশ্ব ব্যাপী যেসকল ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানি রয়েছে তারাও এই শিশু পর্নোগ্রাফি বন্ধ করতে একমত হবেন এবং তারাও জার্মানির মতো ভূমিকা পালন করবেন৷ আমরা বিশ্বাস করি বিশ্বব্যাপী সকল ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানি যদি একমত হয়ে শিশু পর্নোগ্রাফি বন্ধের প্রতি একমত হন তবে এই সমস্যা থেকে দ্রুত মুক্ত পাওয়া সম্ভব হবে৷ অন্যথায় কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সমাজে দ্রুত সামাজিক ও যুব অবক্ষয় মারণ ব্যাধি এইডস এর মত ছড়িয়ে পড়বে৷ আমরা এই সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে চাই চিরতরে৷

এই প্রজন্ম পরিবেশনায় মরক্কোয় ইন্টারনেট এবং এর প্রভাব তরুণ প্রজন্মের উপর, ভারতের নির্বাচনে ভলিউড তারকারা এছাড়া শ্রোতাদের মতামত দিয়ে সাজানো এই প্রজন্ম অনুষ্ঠানটি চমৎকার লেগেছে৷ আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা এই প্রজন্ম অনুষ্ঠানে যে সকল তথ্য গুলি তুলে ধরেন সেই তথ্য বা প্রতিবেদন গুলি আপনাদের ওয়েব সাইটে এই প্রজন্ম শিরোনামে প্রকাশ বা হালনাগাদ করুন যাতে আমরা বা শ্রোতারা প্রতিবেদনগুলি সংগ্রহ করতে পারি৷ এই প্রজন্ম অনুষ্ঠানে প্রচারিত সকল তথ্য তরুণ প্রজন্মের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমাদের বিশ্বাস৷ আপনাদের ধন্যবাদ সাউথ এশিয়া রেডিও ক্লাব এর সকল তরুণ প্রজন্মের পক্ষ থেকে

শুভ বাংলা নববর্ষ ১৪১৬ উপলক্ষে ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাসসহ, বাংলা বিভাগের সকলকে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি৷ সেই সাথে আপনারদের সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে ১লা বৈশাখে ইলিশ মাছ ও কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত খাওয়ার নিমন্ত্রণ করছি৷ আশা করছি আপনারা আমাদের নিমন্ত্রণ গ্রহণ করবেন৷ বাংলা নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ এ শুভ কামনা আমাদের সকলের৷ শুভ হোক বাংলা নববর্ষ ১৪১৬৷

ডয়চে ভেলে বিজ্ঞান প্রযুক্তি অনুষ্ঠানে একের পর এক নিত্য নতুন চমক দিয়ে শ্রোতাদের অভিভূত করেছে এবং আগামীতেও করবে এমনটাই আশা করছি৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷

আমি আপনাদের আয়োজিত ২০০৮ এর বিশেষ ধাঁধা প্রতিযোগিতায় (বেইজিং অলিম্পিক) একজন বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছিলাম৷ আপনাদের পাঠানো পুরস্কার টি-শার্ট আমি গত ১২ই এপ্রিল হাতে পেয়েছি৷ পুরস্কারটি পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ৷ দিদারুল ইকবাল / তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক), বাড়ী- ৪, রোড- ২, ব্লক- জে, হালিশহর হা/এ, চট্টগ্রাম, বাংলাদেশ৷

অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইলো ডয়চে ভেলে বাংলা বিভাগের সকলের প্রতি৷ ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠানের সুন্দর, হৃদয়গ্রাহী, তথ্যপূর্ণ ও সময়োপযোগী পরিবেশনা আমাদের মুগ্ধ ও চমৎকৃত করে চলেছে৷ অনবদ্য এ আন্তরিক প্রয়াসের জন্য এর সঙ্গে যুক্ত সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷
ডয়চে ভেলে পরিবেশিত বিশ্বসংবাদ এতোটাই নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও সুনির্বাচিত যে যেকোনো গুরুত্বপূর্ণ বিশ্ব পরিস্থিতির বিবরণ পেতে ডয়চে ভেলে'র ইথারে কান পাততেই হয়৷ বিশ্বসংবাদের সময় বাড়ানোর মতো যৌক্তিক পদক্ষেপ এর জন্য ডয়চে ভেলে কর্তৃপক্ষকে আবারো ধন্যবাদ৷
১৮ এপ্রিল প্রচারিত স্পেশাল মেলবক্স অনুষ্ঠান খুব উপভোগ্য হয়েছে৷ মেলবক্স অনুষ্ঠানের স্বল্প সময়কে এদিন আরো স্বল্প মনে হয়েছে৷ আনন্দ আর ভালোলাগায় কখন যে অনুষ্ঠানটি শেষ হয়ে যায়, বুঝতেই পারিনি৷ তদুপরি, অভূতপূর্ব ও চমৎকার মোবাইল কনফারেন্স এ যোগ না দিতে পারায় আক্ষেপ আমাকে বহুদিন পোড়াবে৷ মেলবক্স টীমকে তাদের ধারাবাহিক অনন্য আয়োজনের জন্য কেবল ধন্যবাদ দিলে খাটোই করা হবে৷ তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা ও অভিবাদন৷
১৯ এপ্রিল প্রচারিত জ্ঞান-বিজ্ঞান অনুষ্ঠানটি বেশ বৈচিত্রময় ও আকর্ষণীয় হয়েছে৷ ইরাবতী ডলফিনের উপর চমৎকার তথ্য ও সাক্ষাৎকারে সাজানো অনুষ্ঠানটি সত্যিই বেশ উপভোগ করেছি৷ তবে, গর্ভাশয় ক্যান্সার নিয়ে আরো বিষদ আলোচনা করা হলে অনুষ্ঠানটি আরো গুরুত্বপূর্ণ ও কার্যকর হতো৷
ডয়চে ভেলে বাংলা অনুষ্ঠানের আরো শ্রীবৃদ্ধি হোক- এ প্রত্যাশা করছি৷
আপনাদেরই, সিম্মী আহাম্মেদ কোয়েল, অন্বেষা বেতার শ্রোতা সংঘ, জয়সিদ্ধি, ইটনা, কিশোরগঞ্জ

জেনেভায় অনুষ্ঠিত জাতি সংঘের বর্ণবৈষম্য বিরোধী সম্মেলন সম্পর্কে কিছু তথ্য জানতে পারলাম৷ তবে আমেরিকা এবং বেশ কিছু ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠীভুক্ত দেশের যোগদান না করার সিদ্ধান্তে হতাশ হলাম৷ আমি মনে করি যে জাতি, ধর্ম নির্বিশেষে সকল রাষ্ট্রকে বর্ণ বিদ্বেষের

বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াতে হবে৷ তবেই তো পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে৷ আন্তরিক ভাবে এই সম্মেলনের সর্বঙ্গীন সাফল্য কামনা করি৷জ্ঞান-বিজ্ঞানে আলোচিত বাংলাদেশের নদী মোহনার উপকুলবর্তী অঞ্চলে এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ বনাঞ্চলের জলে ইরাবতী ডলফিনের খোঁজ পাওয়ার খবরে বিশ্বের প্রাণিবিজ্ঞানীদের মহলে আশার সঞ্চার এবং সেই সাথে সুন্দর সাক্ষাতকার খুব ভালো লাগলো৷ এখন আসল কাজ হবে এই দুর্লভ প্রাণীটিকে বিশ্ব উষ্ণায়ণের কবল এবং জেলেদের হাত থেকে রক্ষা করা৷গর্ভাশয়ের ক্যান্সার রোধে নতুন পরীক্ষা এবং জার্মানিতে মৌমাছি বিলুপ্ত হওয়ার আশংকা ও মৌমাছির মৃত্যু রোধে ব্যবস্থা গ্রহণ, বিষয় দুইটি নিয়ে আলোচনা থেকে বিস্তারিত জেনেও ভালো লাগলো৷

একটি অনুরোধ আগামী ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস৷ ইউনেস্কো স্বীকৃত এই দিনটি কে উপলক্ষ্য করে একটি প্রতিবেদন প্রচারের অনুরোধ করছি৷ সুভাষ চক্রবর্তী, শাস্ত্রী ভবন, নতুন দিল্লী, ভারত