আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ৷ | পাঠক ভাবনা | DW | 17.04.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ৷

আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা রইল বাংলা বিভাগের সবাইকে৷ এই সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান অনুষ্ঠানে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু ..

সম্মেলনের উপর আলোচনা বেশ ভাল লাগলো৷ শিল্পোন্নত ধনী দেশগুলোর কৃতকর্মের ফলে বিশ্বের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটে এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পায়৷ কিন্তু এর ফল ভোগ করতে হচ্ছে আমাদের মত গরীব দেশগুলো৷ কিন্তু দুঃখের বিষয়, এধরনের বিশ্ব সম্মেলনের ফলে বিশ্ব জলবায়ু রক্ষার ক্ষেত্রে কোন কার্যকরী পদক্ষেপতো গ্রহণ করা হয়ই না, সেই সাথে গরীব দেশগুলোর প্রতি পুষিয়ে নেওয়ার ব্যাপারেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না৷ জলবায়ুর পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্টের উচ্চতা বৃদ্ধি জনিত কারণে এবং অন্যান্য কারণে গরীব দেশগুলোর যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নত দেশগুলোর উচিত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে সহযোগিতা করা৷ আমরা এ বিষয়ে জোড়ালো দাবী পেশ করছি৷ এছাড়াও এ অনুষ্ঠানে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নজিবুর রহমানের সাক্ষাৎকার, প্রোস্টেট ক্যান্সারের ফলাফল নিয়ে বিতর্ক, মহাকাশ বিজয়ী মার্কিন শিল্পপতি ও সফ্টওয়ার নির্মাতা চার্লস সিমোনির মহাকাশ ভ্রমনের কাহিনী নিয়ে প্রতিটি পরিবেশনা ছিল এক কথায় অনবদ্য, তথ্যপূর্ণ, শিক্ষনীয় ও উপভোগ্য৷ সব মিলিয়ে অনুষ্ঠানটি আমাদের কাছে অত্যন্ত ভাল লেগেছে৷ সুন্দর অনুষ্ঠানের জন্য আমার প্রিয় ডয়েচে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷ মোঃ মোস্তফা কামাল , ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক-বাংলাদেশ ,৫২৩/১, নর্থ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, বাংলাদেশ৷

সোমবারের রাতের নন্দন অনুষ্ঠানে পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের এক মহান স্রষ্টা জর্জ ফ্রেডরিখ হেনডেলের ২৫০তম প্রয়ান বার্ষিকী উপলক্ষ্যে তাঁরই জনপ্রিয়তম রচনার খন্ড খন্ড অংশ দিয়ে সাজানো শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে সুন্দর এবং অসাধারণ একটি অনুষ্ঠান উপহার পেলাম৷ গত কয়েকদিনের আন্তর্জাতিক প্রতিবেদনে থাইল্যান্ডের অশান্ত পরিস্থিতি, উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপনের প্রতিবাদে জাতি সংঘের নিন্দা প্রস্তাব এবং প্রতিক্রিয়া হিসাবে উত্তর কোরিয়ার ছয় দেশীয় পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, ভারতের প্রথম দফার লোকসভা নির্বাচন পরিস্থিতি, বাংলাদেশে ১৪১৬ বর্ষবরণ উত্সব এবং খেলাধুলার খবরে ইউরোপীয় চ্যাম্পিয়ন লীগের খেলার ফলাফল থেকে বিস্তারিত ও একেবারে তরতাজা তথ্য জেনে খুব ভালো লাগলো৷সাম্প্রতিকতম ও যথাযথ খবর পরিবেশনের জন্য ডয়চে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷ গতকাল রাতের ফিচার অনুষ্ঠান জার্মানি ইউরোপ পরিবেশনায় জার্মানির রাজনৈতিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি দলের কার্যকলাপ ও দলটির অর্থনৈতিক সংকটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অজানা তথ্য জানতে পারলাম৷ নামে দলটি গণতান্ত্রিক হওয়া সত্বেও কি কি কারণে দলটিকে অগনতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে তাঁর সঠিক কারণ বুঝে উঠতে পারলাম না৷ বিগত বছর গুলিতে দলটির কার্যকলাপ নিয়ে কেন বিরোধী মতামতের সৃষ্টি হয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত আলোকপাত করলে ভালো ভাল হত৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত

ভারতের সাধারণ নির্বাচনে প্রথম দফায় উড়িষ্যায় ভোট গ্রহণ মাওবাদীরা সহিংসতা , ভোটের হার এসব নিয়ে ভুবনেশ্বর থেকে পাঠানো রিপোর্ট এবং চেচনিয়ার যুদ্ধ পরবর্তী পরিস্হিতি প্রসঙ্গে প্রতিবেদন শুনে অনেক তথ্য জানলাম, ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

এসপ্তাহের জার্মানি-ইউরোপ পরিবেশনাটি খুব ভালো লেগেছে৷ এই পরিবেশনাটির মাধ্যমে আমরা জার্মানির রাজনৈতিক গতি প্রকৃতি সম্পর্কে অনেক অজানা ও গুরুত্বপূর্ণ তথ্য জেনে ভীষণ উপকৃত হয়েছি৷ রাজনীতিতে চরমপন্হা ও উগ্রধারা এমনভাবে জেকে বসছে যে এর শিকড় জার্মানি, বাংলাদেশ বা ভারতে নয়, সারা বিশ্বে বিস্তার লাভ করছে৷ এ অবস্হা থেকে উত্তরণের জন্য মানুষের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো বেগবান করার পাশাপাশি রাজনীতিতে প্রগতিশীলধারাকে অধিক সচেতনতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে৷ চমৎকার পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ৷ আশরাফুল ইসলাম, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

এসপ্তাহের সুধী সমাজ পরিবেশনায় বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রতিবেদন, শিক্ষামন্ত্রীর সাক্ষাৎকার শুনলাম৷ মাদ্রাসা শিক্ষাকেও শিক্ষা বিভাগ , শিক্ষাবোর্ড এর অধীনে আনা উচিৎ৷ মোনালিসা অনুষ্ঠানে শুনলাম ঢাকার মহিলাদের বিবাহ বিচ্ছেদ বা তালাকের হার বেড়ে যাচ্ছে যা খুবই দুঃখজনক৷ এটা শুধু ঢাকার সমস্যা নয় সারা দেশের সমস্যা ৷ বীনা পানি বাগচী, কানন রানী টিকাদার, গোপালগঞ্জ, বাংলাদেশ৷

আগামী ১৯শে এপ্রিল আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ৷ আমাদের বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে সাউথ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস সাহেবসহ বাংলা বিভাগের সবাইকে নিমন্ত্রণ করছি৷ আশা করছি নিমন্ত্রণ গ্রহণ করে আমাদের ধন্য করবেন৷ দিদারুল ইকবাল ও তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব, হালিশহর , চট্টগ্রাম, বাংলাদেশ৷