ট্রেনে চেপে প্রেম | পাঠক ভাবনা | DW | 23.03.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ট্রেনে চেপে প্রেম

মেইল বক্স পরিবেশনায় পডকাস্ট সম্পর্কে জানতে পেরে ভালো লাগলো৷ অনেকদিন থেকে এ সম্পর্কে জানার ইচ্ছা ছিলো ৷ আগামীতে ফেসবুক সম্পর্কে জানাবেন৷ দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ, বাংলাদেশ৷

২০ মার্চ সেতুবন্ধ অনুষ্ঠানটি খুব ভাল লাগল৷ বিশ্বের নানান দেশ থেকে জার্মানিতে আসা নানান ধর্মের-বর্ণের ও গোত্রের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন সংঘঠন কাজ করছে৷ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করার জন্য দিয়া উদ্দিন হাসানাইন যে কাজ করছেন তা খুবই প্রেরণাদায়ক৷ আমি তার কাজের শতভাগ সফলতা কামনা করছি৷ আমি মনে করি বিশ্বের সকল দেশেই দিয়া উদ্দিন হাসানাইন-এর মত কিছু সংখ্যক আন্ত ধর্মীয় কর্মী থাকা উচিৎ৷ বাংলাদেশ ও ভারতেও বিভিন্ন ধর্মের মধ্যে মাঝে মাঝেই সংঘাতের ঘটনা ঘটতে দেখা যায়৷ আমি মনে করি একমাত্র ধর্মীয় সুশিক্ষাই পারে এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে৷

এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান অনুষ্ঠানে ম্যালেরিয়া নির্মূলে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাফল্যের কথা জানতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত৷ বিজ্ঞানের কল্যাণে পৃথিবী থেকে ইতিমধ্যে অনেক রোগ চীর নির্মূল হয়েছে৷ এখন যদি মানুষ ম্যালেরিয়া থেকে চীরতরে মুক্তি লাভ করতে পারে তাহলে তা হবে বিজ্ঞানের জয়যাত্রার আরও একটি বিশাল মাইল ফলক৷ আমার মনে হয়, এ থেকে আফ্রিকা ও এশিয়ার বিশাল দরিদ্র জনগোষ্ঠিই সব চেয়ে বেশী উপকৃত হবে৷ আমরা কামনা করি ম্যালেরিয়া নিয়ে অষ্ট্রেলিয়ার বিজ্ঞানীদের গবেষণা খুব শিঘ্রীই চুড়ান্ত লক্ষ্য অর্জনে সফল হবে৷ নি:সন্দেহে জ্ঞান বিজ্ঞানের এ পর্বে ম্যালেরিয়া সম্পর্কে অনেক অজানা তথ্য পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের জ্ঞানের পরিধিকে বর্ধিত করা হয়েছে৷ সুন্দর অনুষ্ঠানের জন্য আমার প্রিয় ডয়েচে ভেলের সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ৷ মোঃ মোস্তফা কামাল, পূর্ণিমা জাহান শিখা ,৫২৩/১, নর্থ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬,বাংলাদেশ৷

আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাব ঢাকা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা৷ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ আপনার কাছে আমাদের ক্লাব কার্যক্রমের কিছু আয়োজনের কথা তুলে ধরছি ৷

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) ঢাকা শাখার উদ্যোগে আগামী ২৬শে মার্চ রোজ বৃহস্পতিবার শিশুদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন এবং ক্রীড়া প্রতিযোগিতা-২০০৯ আমরা সম্পূর্ণ অনুষ্ঠানটি উৎসর্গ করছি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ৪টি ইভেন্ট থাকবে ইভেন্ট গুলি হচ্ছে চিত্রাংকন প্রতিযোগিতা, বালিশ খেলা, দাদুর খেলা এবং কপালে টিপ পড়ানো প্রতিটি ইভেন্টের জন্য ৩টি করে সর্বমোট ১২টি পুরস্কার থাকবে বিজয়ীদের জন্য। প্রতিযোগিতায় শুধুমাত্র সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করতে পারবে ঢাকা মিরপুর বিশিল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) এর প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল প্রতিযোগিতার উদ্ধোধন করবেন তাছলিমা আক্তার লিমা সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- ঢাকা বাড়ী- ৩৩৬,সেকশন- , রোড-শাখা ,মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ

এ সপ্তাহের জ্ঞান-বিজ্ঞান অনুষ্ঠানে ম্যালেরিয়া রোগের চিকিৎসায় নতুন সাফল্যের খবর শুনে ভালো লাগলো৷ বিজ্ঞানের এমন কল্যাণকর উদ্ভাবন মানুষের জীবনমানকে আরো উন্নত ও নির্বিগ্ন করতে ইতিবাচক ভূমিকা রাখতে সমর্থ হবে৷ মহাকাশ দূরবীণ বিষয়ে চমকপ্রদ তথ্য ও স্টেমসেল বিষয়ক বিশ্লেষণ অনবদ্য হয়েছে৷ তবে আনোয়ারুল আজিমের সাক্ষাৎকারটি তাঁর কন্ঠে শোনানো হলে পরিবেশনাটিকে আরো সমৃদ্ধ করতো৷ আকর্ষণীয় এই অনুষ্ঠানটির জন্য ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ৷ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

এ সপ্তাহের এই প্রজন্ম ভালো লাগলো৷ ট্রেনে চেপে প্রেম – ভাবনাটা আকর্ষণীয়৷ মনে পড়ে , আরাধনা ছবিতে রাজেশ খান্না /শর্মিলা ঠাকুরের প্রেমের দৃশ্যটি৷ জার্মান, ইউ কে, ইউ এস এ গানের চার্ট- সব মিলিয়ে পরিপূর্ণ আয়োজন৷ চৈতালী সরকার ও সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷