আমরা নারী থেকে উঠে মানুষ হতে চাই | পাঠক ভাবনা | DW | 20.03.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমরা নারী থেকে উঠে মানুষ হতে চাই

বাংলাদেশে নারী নির্যাতন ও স্বামীর অবহেলা নিত্য নৈমিত্যিক ঘটনা৷ ডয়চে ভেলে আমাদের মহিলাদের সচেতনতা বাড়িয়ে দিলো৷ সুলোচনা বিশ্বাস, গোয়ালবাথান, খুলনা, বাংলাদেশ৷

এসপ্তাহের মোনালিসার পর্বটি খুব ভাল লাগলো। এই পর্বের আলোচনা থেকে আমরা জানতে পারলাম গত বছর বাংলাদেশে নির্যাতন জনিত কারণে ৫৮০টি নারী মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রায় ১৩০০ নির্যাতনের ঘটনা রেকর্ড করা হয়েছে। একই প্রতিবেদন থেকে জানতে পারলাম নারী নির্যাতনে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের স্থান তৃতীয়। নারী নির্যাতনের এসব তথ্য-উপাত্ত আমার মনকে ভীষণভাবে ব্যথিত করেছে। যে দেশের মানুষ লাইলী-মজনু, শিরি-ফরহাদ কিংবা ইউসুফ-জুলেখার অমর প্রেমের কাহিনী শুনতে পাগলপারা, তারা কি সত্যিই এমন হতে পারে ? আমরা এমন একটি দিনের স্বপ্ন দেখি, যেদিন এদেশের প্রতিটি ঘরে প্রতিটি মানুষ হবে সুশিক্ষিত, যারা নারীকে মানুষ হিসাবে তার উপযুক্ত সম্মান দিতে কার্পণ্য করবে না। আমাদের প্রত্যাশা এমন দিন খুব শিঘ্রই আসবে। তবে প্রতি দু,জন নারীর মধ্যে একজন কোন না কোন ভাবে নির্যাতনের শিকার হয়-এই তথ্যটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না।

২০ মার্চ সকালের অধিবেশনে জার্মানিতে বসবাসরত ইরাকি শরনার্থীদের নিয়ে এবং পোপ ষোড়শ বেনেডিক্ট এর ক্যামেরুন সফরের উপর প্রতিবেদন দুটি ছিল বেশ শিক্ষণীয় ও তথ্যপূর্ণ। প্রথম প্রতিবেদন থেকে জার্মানিতে বসবাসরত ইরাকিদের অবস্থা সম্পর্কে মোটামুটি একটি চিত্র ডয়চে ভেলে থেকে আমরা জানতে পারলাম। আমি মনে করি, জার্মান সরকার ইরাকি শরনার্থীদের প্রতি বেশ সহানুভূতিশীল।
দ্বিতীয় প্রতিবেদন থেকে আফ্রিকার ক্যামেরুনে সংখ্যা লঘু মুসলমান ও সংখ্যাগুরু খ্রীস্টানদের সহাবস্থানের যে সুন্দর চিত্র পেলাম তাতে আমরা অভিভূত। কোন ধর্মেই জঙ্গীবাদ বা সন্ত্রাসবাদের অস্তিত্ব থাকা উচিৎ নয়। আমার মনে হয়, সারা বিশ্বের সকল ধর্মের মানুষ যদি ক্যামেরুনে সহাবস্থানের আদর্শকে গ্রহণ করে সবাই মিলে মিশে থাকতে পারে তাহলে এই পৃথিবীই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম বাসযোগ্য এক আনন্দপুরী। এরকম সুন্দর অনুষ্ঠানের জন্যই ডয়েচে ভেলে আমাদের কাছে এত সুন্দর। সুন্দর তথ্যপূর্ণ ও শিক্ষণীয় অনুষ্ঠান প্রচারের জন্য আবারো প্রাণ ঢালা ধন্যবাদ আর ভীষণ ভীষণ ভালবাসা জানাই বাংলা বিভাগের সবাইকে। মোঃ মোস্তফা কামাল ,ওয়ার্ল্ড রেডিও লিসনার্স নেটওয়ার্ক-বাংলাদেশ ৫২৩/১, উত্তর কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট ,বাংলাদেশ।

এ সপ্তাহের মোনালিসা পরিবেশনটি শুনে হতবাক হলাম৷ গৃহ নির্যাতনের এমন উদ্বেগজনক তথ্য আর দশজন নারীর মতো আমাকেও শিহরিত করলো৷ আমরা কি এ নাগপাশ থেকে বের হতে পারছি ? পারছি না , বরং সমাজ ব্যবস্হা আমাদের আরো বেশি করে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলছে৷ আমরা নারী থেকে উঠে মানুষ হতে চাই আর আমাদের এ মানুষ হিসেবে পরিণত হতে ডয়চে ভেলে যেভাবে বিশ্বস্ত বন্ধুর ভূমিকা পালন করছে তাতে আমাদের আত্মবিশ্বাস ও মনোবল দুইই বেড়ে গেলো৷ হোক তবে নতুন করে পথচলা৷ সিম্মী আহমেদ কোয়েল, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

ডয়েচে ভেলে শুধুমাত্র একটি গণমাধ্যম নয়, ডয়চে ভেলে আমার ভালবাসা। ডয়চে ভেলে আমার আত্নার আত্নীয়। অতি প্রয়োজনীয় অনেক বস্তু ছাড়াও আমার দিন যায়, রাত কাটে- জীবন চলে, কিন্তু ডয়চে ভেলে ছাড়া আমার একটি দিনও চলে না। কোন কারণে রেডিও শুনতে না পারলে রাত যতই হোক অনলাইনে শুনে নেই। মনে যদি আরও ক্ষুধা থাকে তাহলে অনলাইনের আপডেট পাতাগুলো এক নিমিষেই পড়ে ফেলি। সব মিলিয়ে ডয়চে ভেলে আমার পরিবারেরই এক চীর নতুন সদস্য। ডয়চে ভেলের সুমিষ্ট কণ্ঠস্বরগুলো আমাকে কখনও হাসায়, কখনও কাঁদায় আবার কখনও ভাবায়। ১৯ ফেব্রুয়ারী ডয়েচে ভেলে আমাকে প্রশান্তিও ছোঁয়ায় ভরিয়ে দিল। অষ্ট্রিয়ার সেন্ট পোয়েল্টেন শহরের এক আদালত ফ্রিৎজেলকে যাবৎ জীবন কারাদন্ড দিয়েছে। আদালতের রায়ের এই খবরে আমি খুবই খুশি হয়েছি। এক যৌনান্ধ পাপিষ্ট পিতা ফ্রিৎজেলকে তার পাপের শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তির ফলে আমার বিশ্বাস এই পৃথিবী কিছুটা হলেও কলঙ্ক থেকে রেহাই পাবে। গত এক বছর যাবৎ ফ্রিৎজেলের শাস্তির সংবাদ জানার জন্য অপেক্ষা করেছি। আজ সেই অপেক্ষার যবনিকাপাত ঘটলো। ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ এই সংবাদটি সুন্দরভাবে পরিবেশন কার জন্য। পূর্ণিমা জাহান শিখা , ৫২৩/১, নর্থ কাফরুল, ঢাকা ক্যান্টনমেন্ট,ঢাকা-১২০৬ বাংলাদেশ।

বৃহস্পতিবার রাত্রিকালীন অধিবেশনে 'মোনালিসা ' শিরোনামের অনুষ্ঠানে বাংলাদেশে

নারীদের শারীরিক ও মানসিক গৃহ নির্যাতনের চিত্রটি আমাদের সামনে তুলে ধরাতে এই অমানবীয় বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত হলাম৷ ডয়চে বেলের নির্ভীক প্রতিবাদী কণ্ঠ নারী সমাজের সংবেদনশীল বিষয় নিয়ে প্রতিটি মোনালিসার আয়োজন অনবদ্য৷ আমাদের দেশের সংবিধানে সমাজের মহিলাদের রক্ষাকবচ হিসাবে কাজ করার জন্য 'পারিবারিক হিংসা আইন' আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পুরুষ শাসিত এই সমাজে অনেক পরিবারে নারীরা আজও শারীরিক ও মানসিক পারিবারিক নির্যাতনের শিকার৷ বিশ্বের নারীদের সমস্যা ও ভাবনা চিন্তা নিয়ে ডয়চে ভেলের 'মোনালিসা' অনুষ্ঠান ভীষণ আকর্ষনীয়৷ ঝরণা চক্রবর্তী, কলকতা, পঃবঃ, ভারত৷

ব্রাসেলস্ এ ইউরোপীয় ইউনিয়ন এর শীর্ষ সম্মেলন , নিরাপত্তা বিষয়ে ভারত মার্কিন যৌথ সহযোগিতা বৃদ্ধি , বাংলাদেশে অর্থনৈতিক মন্দার প্রভাব , অস্ট্রিয়ায় ফ্রিজেলের যাবতজীবন কারাদন্ড এবং বুন্দেসলীগার খবর নিয়ে চলতি ঘটনার উপর প্রতিবেদনগুলি খুবই বস্তু নিষ্ঠ ছিলো৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷