পুরুষদের তুলনায় নারীরাই বেশি এগিয়ে আসে | পাঠক ভাবনা | DW | 27.02.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পুরুষদের তুলনায় নারীরাই বেশি এগিয়ে আসে

নারী পাচার নিয়ে এ সপ্তাহের মোনালিসা অনুষ্ঠানটি শুনলাম৷ দুঃখজনক হলেও সত্যি নারী পাচারের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরাই বেশি এগিয়ে আসে৷

একজন নারী যখন আর একজন নারীর দুঃখ বুঝতে বা অনুভব করতে না পারে এর থেকে দুঃখের আর কি হতে পারে৷ অনুষ্ঠানটি শুনে খুব খারাপ লাগলো৷ নমিতা বসাক, পুলিয়া , নদীয়া, ভারত৷

আমি অত্যন্ত আনন্দিত যে এখন শর্টওয়েভে বাংলা অনুষ্ঠানের শ্রবনমান খুবই ভালো৷ কোন সমস্যা ছাড়াই অনুষ্ঠান উপভোগ করছি৷ জার্মানি ও ইউরোপ সম্পর্কে গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি অগ্রগতি ও সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জেনে অত্যন্ত উপকৃত হচ্ছি৷ আমাদের কাছে ডয়চে ভেলের মতো আর কোন অনুষ্ঠানই এতোটা আকর্ষণীয় ও তথ্যপূর্ণ নয়৷ সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য ধন্যবাদ৷ এই ধারা অব্যাহত রাখুন৷ আশরাফুল ইসলাম, ইটনা, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷