শ্রোতা সম্মেলনে যোগ দেয়ার জন্য শ্রোতাবন্ধুদের আন্তরিক আমন্ত্রণ | পাঠক ভাবনা | DW | 16.02.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শ্রোতা সম্মেলনে যোগ দেয়ার জন্য শ্রোতাবন্ধুদের আন্তরিক আমন্ত্রণ

এই সপ্তাহের মেইল বক্সে শ্রোতা সম্মেলনে যোগ দেয়ার জন্য শ্রোতাবন্ধুদের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে৷ মেইল বক্সের অন্যতম আকর্ষণ ছিলো বিশেষ ধাঁধা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা৷ ডাঃ এস এস ভট্টাচার্য , মেদেনীপুর, ভারত৷

২০০৮ সালে ঢাকায় শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস (ফাইল ফটো)৷

২০০৮ সালে ঢাকায় শ্রোতা সম্মেলনে ডয়চে ভেলের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস (ফাইল ফটো)৷

ডয়চে ভেলে এমনই একটি মাধ্যম যা থেকে প্রতিদিনের তরতাজা বিশ্বসংবাদ সহ জীবনের সকল চাহিদা পূরণ করতে অন্য কোন গণমাধ্যম বা ইলেকট্রনিক মিডিয়ার প্রয়োজন হয়না৷ তাই ডয়চে ভেলের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি৷ ডয়চে ভেলের শ্রোতা সম্মেলনে উপস্হিত হতে পারবোনা , আমি খুবই দুঃখিত৷ শ্রোতা সম্মেলন সফল হোক ৷ ডয়চে ভেলের সার্বিক মঙ্গল কামনা করছি৷ অনুরোধ করছি ডয়চে ভেলের শ্রবনমান আরো উন্নত করা হোক ৷ আবদুস সালাম সিদ্দীক, কান্দুলিয়া, বরপেটা, আসাম, ভারত৷

অনুষ্ঠান শুনছি নিয়মিত ৷ প্রস্তুতি নিচ্ছি সম্মেলনের জন্য৷ এ সপ্তাহের জার্মানি-ইউরোপ পর্বটি শুনলাম৷ জার্মান সেনাবাহিনী যারা বিদেশে কর্মরত তাদের রেডিও অনুষ্ঠান নিয়ে পরিবেশনা ও সাক্ষাৎকার খুব ভালো লাগলো৷ আরো ভালো লাগতো ভারতীয় সেনাদের জন্য এ বিষয়ে কোন তথ্য বা প্রতিবেদন প্রচার করলে৷ মানস তালুকদার, কলকাতা, ভারত৷

এ সপ্তাহের সেতুবন্ধ পরিবেশনায় মুসলিম ইমামদের শিক্ষা দান করাটা জরুরী তা হাসান মাহমুদের কথায় জানতে পারলম তাই তাঁকে ধন্যবাদ৷ রাজীব দত্ত, ইসলামপুর, ভারত৷

১৪ই ফেব্রয়ারীর এই প্রজন্ম অনুষ্ঠানে জার্মানির স্বেচ্ছাসেবী প্রকল্প সম্পর্কে রিপোর্ট, হলিউড ভ্রমন, গান এবং বার্লিন থেকে ট্যালেন্ট ক্যাম্পাস এ যোগদানকারী কয়েকজনের বক্তব্য ছিলো অনবদ্য, অনেক ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার ও মমতাজ বেগম, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

বসন্তের আভা ছড়িয়ে পড়ুক ডয়চে ভেলে এবং তার সকল শ্রোতাদের মাঝে৷ সকল শ্রোতা বসন্তের মতো প্রেমে পড়ুক ডয়চে ভেলের ৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, নওগাঁ, বাংলাদেশ৷

আপনাদের বাংলা ওয়েব সাইট আরো পরিবর্তন করে আরো নতুনত্ব আনা হয়েছে ৷ ভীষণ ভালো লাগছে বাংলা ওয়েব সাইট৷ ধন্যবাদ ডয়চে ভলেকে৷ মোঃ সাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া, বাংলাদেশ৷

১৭ই ফেব্রুয়ারী কলকাতায় ডয়চে ভেলের শ্রোতা সম্মেলন হতে যাচ্ছে শুনে খুব খুশী হলাম৷ সেই সাথে আমি এই সম্মেলনে যোগ দিতে পারছিনা বলে ভীষণ খারাপ লাগছে ৷ সে সময় আমি দিল্লীর নিকটতম পাহাড়ী রাজ্য উত্তরাখন্ডতে বেড়াতে যাচ্ছি৷ সঙ্গে অবশ্যই রেডিও থাকবে অনুষ্ঠান শুনবার জন্য ৷ অনুষ্ঠানের মধ্য দিয়েই শ্রোতা সম্মেলনের বিস্তারিত খবরাখবর শুনেই সন্তুষ্ট থাকতে হবে৷ শ্রোতা সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনায়৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী, ভারত৷

অমর একুশে বই মেলায় ডয়চে ভেলের স্টলে গিয়েছিলাম ভালো লাগলো৷ ঢাকায় ডয়চে ভেলের স্টলও প্রথম আর আমারো প্রথমবারের মতো বই মেলায় যাওয়া৷ স্টল দেওয়ার জন্য অনেক ধন্যবাদ৷ কামাল হোসেন, ইনডিপেনডেন্ট রেডিও লিসনার্স ক্লাব, ফরিদপুর, বাংলাদেশ৷