বই মেলায় ডয়চে ভেলের স্টল থাকুক এটা ছিলো আমাদের প্রাণের দাবী | পাঠক ভাবনা | DW | 06.02.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বই মেলায় ডয়চে ভেলের স্টল থাকুক এটা ছিলো আমাদের প্রাণের দাবী

বর্তমানে আপনাদের অনুষ্ঠান আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে৷ আপনাদের চমৎকার সব অনুষ্ঠান প্রচারের জন্য অনেক ধন্যবাদ৷

আমরা নিয়মিত আপনাদের অনুষ্ঠান মন দিয়ে শুনছি এবং এর মাধ্যমে জার্মানি তথা ইউরোপ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পারছি৷ সত্যি আপনাদের অনুষ্ঠানমালা খুব সময়োপযোগী, তথ্যবহুল ও আকর্ষণীয়৷

Amar Ekushey Book Fair

অমর একুশে বই মেলায় ডয়চে ভেলে স্টলের সামনে দর্শনার্থীদের ভীড়

আমরা চাই ভবিষ্যতেও এই ধারা বজায় থাকুক৷ শুভেচ্ছান্তে, সিম্মী আহমেদ কোয়েল, জয়সিদ্ধি, কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান নিরপেক্ষ সংবাদ প্রচারে একটি বলিষ্ঠ কন্ঠ৷ তথ্যপূর্ণ, জ্ঞান বর্ধক এবং বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান আমাদের অনবদ্য ৷ ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের শ্রেষ্ঠ বাংলা অনুষ্ঠান প্রচার করার জন্য৷ মোঃ হাফিজুর রহমান, বর্ধমান, চুপী, ভারত৷

ভাষার মাস ফেব্রুয়ারী আর আমাদের এই বাংলা ভাষা আমাদের অহঙ্কার ৷ যাকে আমরা মায়ের মতো ভালোবাসি৷ এই ভাষার মাসে ডয়চে ভেলেকে রক্তিম শুভেচ্ছা৷ এসময়ই বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গে হয়ে থাকে বই মেলা৷ এর আগে পশ্চিম বাংলায় ডয়চে ভেলে স্টল দিলেও বাংলাদেশে কোন স্টল করেনি৷ বাংলাদেশের বই মেলায়ও ডয়চে ভেলের স্টল থাকুক এটা ছিলো আমাদের প্রাণের দাবী৷ ডয়চে ভেলে এবছর বাংলাদেশের বই মেলায় স্টল দিয়ে আমাদের এতোদিনের দাবী পূরণ করেছে সেজন্য আমরা ডয়চে ভেলের কাছে কৃতজ্ঞ৷ আমরা আসছি ডয়চে ভেলের স্টলে৷ দিদারুল ইকবাল, হালি শহর, চট্টগ্রাম, বাংলাদেশ৷