দুই বাংলায় শ্রোতা সম্মেলন | পাঠক ভাবনা | DW | 05.02.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

দুই বাংলায় শ্রোতা সম্মেলন

এই ফেব্রুয়ারী মাসে ডয়চে ভেলে, বাংলা বিভাগ আয়োজন করছিলো দুটো শ্রোতা সম্মেলন৷ প্রথমটি ১৭ই ফেব্রুয়ারী হয়ে গেলো কলকতায় এবং দ্বিতীয়টি হবে আগামী ২২শে ফেব্রুয়ারী ঢাকায়৷

২০০৭ সালের ঢাকা শ্রোতা সম্মেলনে এক ক্ষুদে শ্রোতা (ফাইল ফটো)

২০০৭ সালের ঢাকা শ্রোতা সম্মেলনে এক ক্ষুদে শ্রোতা (ফাইল ফটো)

ঢাকা শ্রোতা সম্মেলন

২২শে ফেব্রুয়ারী, ২০০৯৷ স্হান: জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, বাড়ি- ১০, রোড ৯ (নতুন) ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা- ১২০৫, বাংলাদেশ৷ সময়: সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত৷ টেলিফোন- 008802- 9126525/526

দুই বাংলার শ্রোতাবন্ধুরা আন্তরিকভাবে আমন্ত্রিত৷ আমরা আশা করছি অনেক শ্রোতাবন্ধু সেখানে উপস্হিত হবেন এবং আমরা আমাদের অনুষ্ঠান বিষয়ে তাদের সাথে মতবিনিময় করতে পারবো যা আগামী অনুষ্ঠান পরিকল্পনায় খুবই গুরুত্বপূর্ণ৷ থাকবে আমাদের পরিবর্তিত ওয়েবসাইট নিয়ে প্রেজেন্টেশন এবং বর্তমান মিডিয়া টেকনোলজি ও ট্রেন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা৷ আর উপস্হিত শ্রোতাবন্ধুদের জন্য অবশ্যই থাকবে বিশেষ ধাঁধা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ৷

নির্বাচিত প্রতিবেদন

ইন্টারনেট লিংক