1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাকৃতিক বিপর্যয়ের তালিকার শীর্ষে বাংলাদেশ

ফারজানা কবীর খান৫ ডিসেম্বর ২০০৮

বাংলাদেশ, উত্তর কোরিয়া এবং নিকারাগুয়া ২০০৭-এ প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে৷ পোলান্ডের পোজনানে আয়োজিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

https://p.dw.com/p/G9t9
২০০৭ সালের প্রলয়ংকরী সাইক্লোন সিডরের পর ভুক্তভোগীরাছবি: picture-alliance / dpa

গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে দেখানো হয়েছে, কিভাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিকর প্রভাব পড়ে দেশের অর্থনীতি ও জনসংখ্যার ওপর৷

দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগ যখন ধনী দেশের উপরে আঘাত হানে তখন তা সামাল দিতে তাদের আর্থিক ব্যয়ের অংক অনেক বেড়ে যায়৷ এমনটিই বলেছেন জার্মানওয়াচ সংস্থার কর্মকর্তা সোয়েন হারমেলিং৷ উদাহরণস্বরুপ, ২০০৫ সালে আমেরিকায় যখন ক্যাটরিনা ঝড় আঘাত হানে তখন ক্ষয়-ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল ২১৫ বিলিয়ন ডলার৷ ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ঝড় হল ক্যাটরিনা৷

হারমেলিং আরও বলেছেন, ২০০৭-এ যে দেশগুলো সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ, উত্তর কোরিয়া, নিকারাগুয়া, ওমান এবং পাকিস্তান অন্যতম৷

গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স অনুযায়ী, ২০০৬ সালের ট্রপিকাল সাইক্লোন গনুর আঘাতে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩.৯ বিলিয়ন ডলার৷ জার্মানওয়াচের হিসাবমতে ১৯৯৮-২০০৭ সালের মাঝে একদশকের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় হয়েছে হন্ডুরাস, বাংলাদেশ, নিকারাগুয়া, ডোমিনিকান রিপাবলিক এবং হাইতিতে৷

পোল্যান্ডের পজনানে আয়োজিত জলবায়ু সম্মেলনে গ্রীন হাউস গ্যাসের প্রভাব কিভাবে হ্রাস করা যায় এবং প্রাকৃতিক বিপর্যয়ে পীড়িত দেশগুলোকে কিভাবে সাহায্য করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে৷ এই সম্মেলন চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত৷