1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কার্বন নির্গমন কিন্তু কমছে না

রিয়াজুল ইসলাম১৮ নভেম্বর ২০০৮

বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে হইচই হলেও কার্বন নির্গমন কিন্তু কমছে না৷ ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা ইউএনএফসিসিসির পক্ষ থেকে জানানো হয়েছে কার্বন নির্গমনের মাত্রা রোধ করার বিষয়টিও এখনও অনেক দূরের ব্যাপার৷

https://p.dw.com/p/Fx1t
বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে হইচই হলেও কার্বন নির্গমন কিন্তু কমছে নাছবি: DW/Arafatul Islam

বিশ্বের ক্রমবর্ধমান উষ্ণতা কিভাবে রোধ করা যায় তা নিয়ে আলোচনা করতে আগামী দু সপ্তাহ পরেই পোল্যান্ডের পজনানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন৷ কিন্তু এ সম্মেলনের আগে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে এক হতাশাজনক তথ্য৷ তা হলো উষ্ণতা রোধে শিল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে কার্বন নির্গমন কমানোর হার যা হওয়ার কথা ছিলো বাস্তবে তার কিছুই হয়নি৷ জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো বিষয়ক কনভেনশন বা ইউএনএফসিসিসি-র এনেক্স ১ ভুক্ত ৪০টি দেশ কার্বন ২০০৫ সালের তুলনায় ২০০৬ সালে কার্বন নির্গমন কমিয়েছে মাত্র শূন্য দশমিক এক শতাংশ৷ অপরদিকে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত কার্বন নির্গমন বেড়েছে দুই দশমিক তিন শতাংশ পর্যন্ত৷

এ পরিস্থিতিতে জরুরি কিছু একটা করা প্রয়োজন হয়ে পড়েছে বলে জাতিসংঘ মনে করে৷ সোমবার এক সংবাদ সম্মেলনে ইউএনএফসিসিসি এর নির্বাহী সচিব ইওভু ডি বোয়ের বলেন, এরকম তথ্য প্রকাশিত হওয়ার পর পজনানে যে সম্মেলন হতে যাচ্ছে তাতে একটি বেশ বড় ধরনের অগ্রগতি হওয়া প্রয়োজন হয়ে পড়েছে৷ এছাড়া পরিবেশ পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি নতুন চুক্তির ডিজাইন তৈরির বিষয়টিও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া দরকার৷

উল্লেখ্য, ১৯৯২ সালের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে প্রণয়ন করা হয় ইউএনএফসিসি৷ এ কনভেনশনের সদস্য হিসেবে রয়েছে ১৯২ টি দেশ৷

জাতিসংঘের তথ্য অনুযায়ী এ কনভেনশনের এনেক্স ১ ভুক্ত দেশগুলো ১৯৯০ থেকে ২০০৬ সাল পর্যন্ত কার্বন নির্গমন মাত্রা চার দশমিক সাত শতাংশ পর্যন্ত কমিয়েছে৷ কিন্তু এটা কেবল সম্ভব হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের বেশ কিছু শিল্প ধ্বংস হয়ে যাওয়ায়৷

জাতিসংঘের তথ্য অনুযায়ী ১৯৯০ সালের তুলনায় ২০০৬ সালে স্পেনে কার্বন নির্গমন বেড়েছে শতকরা ৫০ ভাগেরও বেশি৷ এছাড়া পর্তুগালের ৪০ ভাগ, অস্ট্রেলিয়ার ২৮ ভাগ এবং যুক্তরাষ্ট্রের ১৪ ভাগ কার্বন নির্গমন বেড়েছে৷