1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সম্ভাব্য নোবেল বিজয়ীদের নিয়ে জল্পনা কল্পনা

হাফসা হোসাইন৩ অক্টোবর ২০০৮

আগামী ৬ অক্টোবর, সোমবার থেকে ঘোষণা করা হবে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম৷ সুইডেনের স্টকহোমে প্রথম দিন চিকিত্‌সা ক্ষেত্রে নোবেল পুরস্কারের ঘোষণা দেয়া হবে৷

https://p.dw.com/p/FTik
নোবেল মেডেল

৭ অক্টোবর পদার্থ বিদ্যা, ৮ অক্টোবর রসায়ন, সাহিত্য ৯ তারিখ, শান্তি পুরস্কার ১০ অক্টোবর আর ১৩ তারিখ ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম৷

Dossier Dossierbild 2 Nobel Nobelpreis Alfred Nobel
আলফ্রেড নোবেলছবি: AP

এবার সাহিত্যে নোবেল কে পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা৷ নোবেল একাডেমির ঐতিহ্য অনুযায়ী পুরস্কার বিজয়ীদের ব্যাপারে আগে থেকে কোন রকম ইঙ্গিত দেয়া হয় না৷ এমনকি মনোনীতদের নামও জানানো হয় না আগে থেকে৷ নোবেল একাডেমির অত গোপনীয়তা স্বত্ত্বেও লেখক সমাজে চলছে নানা আলোচনা৷

সাহিত্যে সম্ভাব্য নোবেল বিজয়ীর তালিকায় উঠেছে ফরাসী ঔপন্যাসিক জ্যাঁ-মারি গুস্তাভ লা ক্লেজিও, রোমানীয় বংশোদ্ভূত জার্মান লেখক হার্তা ম্যুলার, দক্ষিণ কোরীয় কবি কো উন, মার্কিন ঔপন্যাসিক ফিলিপ রোথ, জাপানী লেখক হারুকি মুরাকামি, ইতালীয় পন্ডিত ও সাংবাদিক ক্লদিও মাজরিসসহ অনেকের নাম৷

প্রতিটি ক্ষেত্রেই বিজয়ীরা পুরস্কার হিসেবে পাবেন ১৪ লাখ মার্কিন ডলার৷ সুইডিস রসায়নবিদ ও ডিনামাইটের আবিস্কারক আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী প্রতি বছর সাহিত্য, শান্তি ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় এই পুরস্কার দেয় নোবেল ফাউন্ডেশন৷ ১৯০১ সালে প্রথমবারের মতো সূচনা করা হয় নোবেল পুরস্কারের৷ পুরস্কারের বিভিন্ন শাখার সঙ্গে অর্থনীতিকেও যুক্ত করা হয় ১৯৬৮ সালে৷

১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে নরওয়ের অসলোতে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার৷